২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপ
২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপ (ইংরেজি ভাষায়: 2017 FIFA Confederations Cup) হলো ১০ম ফিফা কনফেডারেশন্স কাপ, ফিফার দ্বারা আয়োজিত একটি চতুর্বষীয় আন্তর্জাতিক পুরুষ ফুটবল প্রতিযোগিতা। এটি ১৭ জুন হতে ২ জুলাই ২০১৭ পর্যন্ত রাশিয়ায় অনুষ্ঠিত হয়।[1] এটি ২০১৮ ফিফা বিশ্বকাপের পূর্বে অনুষ্ঠিত সবচেয়ে বড় প্রতিযোগিতা। ফাইনালে চিলিকে হারিয়ে জার্মানি শিরোপা লাভ করে।
Кубок конфедераций 2017 | |
---|---|
![]() | |
টুর্নামেন্টের বিবরণ | |
স্বাগতিক দেশ | রাশিয়া |
তারিখসমূহ | ১৭ জুন – ২ জুলাই ২০১৭ |
দলসমূহ | ৮ (৬টি কনফেডারেশন থেকে) |
ভেন্যু(সমূহ) | ৪ (৪টি আয়োজক শহরে) |
শীর্ষস্থানীয় অবস্থান | |
চ্যাম্পিয়ন | ![]() |
রানার-আপ | ![]() |
তৃতীয় স্থান | ![]() |
চতুর্থ স্থান | ![]() |
প্রতিযোগিতার পরিসংখ্যান | |
ম্যাচ খেলেছে | ১৬ |
গোল সংখ্যা | ৪৩ (ম্যাচ প্রতি ২.৬৯টি) |
উপস্থিতি | ৬,২৮,৩০৪ (ম্যাচ প্রতি ৩৯,২৬৯ জন) |
শীর্ষ গোলদাতা | ![]() ![]() ![]() (প্রত্যেকে ৩ গোল) |
সেরা খেলোয়াড় | ![]() |
সেরা গোলরক্ষক | ![]() |
ফেয়ার প্লে পুরষ্কার | ![]() |

অংশগ্রহণকারী দল
নিম্নোক্ত দলগুলো এই প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেছে।
দেশ | কনফেডারেশন | যোগ্যতা নির্ধারণ | যোগ্যতা নির্ধারণের তারিখ | এই প্রতিযোগিতায় পূর্ববর্তী অংশগ্রহণ১,২ |
---|---|---|---|---|
![]() |
উয়েফা | ২০১৮ ফিফা বিশ্বকাপ স্বাগতিক | ২ ডিসেম্বর ২০১০ | ০ (অভিষেক) |
![]() |
উয়েফা | ২০১৪ ফিফা বিশ্বকাপ বিজয়ী | ১৩ জুলাই ২০১৪ | ২ (১৯৯৯, ২০০৫) |
![]() |
এএফসি৩ | ২০১৫ এএফসি এশিয়ান কাপ বিজয়ী | ৩১ জানুয়ারী ২০১৫ | ৩ (১৯৯৭, ২০০১, ২০০৫) |
![]() |
কনমেবল | ২০১৫ কোপা আমেরিকা বিজয়ী | ৪ জুলাই ২০১৫ | ০ (অভিষেক) |
![]() |
কনকাকাফ | ২০১৫ কনকাকাফ কাপ বিজয়ী | ১০ অক্টোবর ২০১৫ | ৬ (১৯৯৫, ১৯৯৭, ১৯৯৯, ২০০১, ২০০৫, ২০১৩) |
![]() |
ওএফসি | ২০১৬ ওএফসি নেশন্স কাপ বিজয়ী | ১১ জুন ২০১৬ | ৩ (১৯৯৯, ২০০৩, ২০০৯) |
![]() |
উয়েফা | উয়েফা ইউরো ২০১৬ বিজয়ী | ১০ জুলাই ২০১৬ | ০ (অভিষেক) |
![]() |
ক্যাফ | ২০১৭ আফ্রিকা কাপ অফ নেশন্স বিজয়ী | ৫ ফেব্রুয়ারী ২০১৭ | ২ (২০০১, ২০০৩) |
- ১ বোল্ড উক্ত বছরের চ্যাম্পিয়নকে নির্দেশ করে।
- ২ ইটালিক উক্ত বছরের স্বাগতিককে নির্দেশ করে।
- 2 অস্ট্রেলিয়ার পূর্বের সকল অংশগ্রহণ ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের চ্যাম্পিয়ন হিসেবে নির্ধারিত হয়েছে। এই বারই প্রথম তারা এশিয়াকে প্রতিনিধিত্ব করছে।
মাঠসমূহ
চারটি স্টেডিয়ামে ২০১৭ ফিফা কনফেডারেশনস কাপের খেলা অনুষ্ঠিত হবে.[2]
সেইন্ট পিটার্সবার্গ | মস্কো |
---|---|
ক্রেস্তভস্কি স্টেডিয়াম (সেইন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম) |
অতক্রিটিয়ে এরিনা (স্পার্টাক স্টেডিয়াম) |
ধারণ ক্ষমতা: ৬৮,১৩৪ | ধারণ ক্ষমতা: ৪৫,৩৬০ |
![]() |
|
কাজান | সোচি |
কাজান এরিনা | ফিস্ট অলিম্পিক স্টেডিয়াম (ফিশ্ত স্টেডিয়াম) |
ধারণ ক্ষমতা: ৪৫,৩৭৯ | ধারণ ক্ষমতা: ৪৭,৬৫৯ |
![]() |
খেলার কর্মকর্তাবৃন্দ
৯টি রেফারিত্রয়ী, ১ জন করে সহায়তাকারী রেফারি এবং ৮ জন ভিডিও সহকারী রেফারিদের এই প্রতিযোগিতার জন্য নিযুক্ত করা হয়েছে।[3][4]
কনফেডারেশন | রেফারি | সহকারী রেফারি(গণ) | সহায়তাকারী রেফারি | ভিডিও সহকারী রেফারি |
---|---|---|---|---|
এএফসি | ![]() |
![]() ![]() |
– | ![]() |
![]() |
![]() ![]() | |||
ক্যাফ | ![]() |
![]() ![]() |
– | ![]() |
কনকাকাফ | ![]() |
![]() ![]() |
– | ![]() |
কনমেবল | ![]() |
![]() ![]() |
– | ![]() ![]() |
![]() |
![]() ![]() | |||
ওএফসি | – | – | ![]() |
– |
উয়েফা | ![]() |
![]() ![]() |
– | ![]() ![]() ![]() |
![]() |
![]() ![]() | |||
![]() |
![]() ![]() |
গ্রুপ পর্ব
প্রতিটি গ্রুপ হতে শীর্ষ দুটি দল সেমি-ফাইনালের জন্য অগ্রসর হবে। প্রতিটি গ্রুপে দলগুলোর অবস্থান নির্ধারণ করা হবে নিম্নোক্ত পদ্ধতি (প্রবিধান ধারা ৩২.৫) অনুসারে:[5]
- সকল গ্রুপ পর্বে প্রাপ্ত পয়েন্ট;
- সকল গ্রুপ পর্বে গোল পার্থক্য;
- সকল গ্রুপ পর্বে করা গোলের সংখ্যা;
যদি দুই বা ততোধিক দলের অবস্থান উপরোক্ত নিয়মে সমান হয়, তবে নিম্নোক্ত পদ্ধতিতে তাদের অবস্থান নির্ণয় করা হবে:
- সংশ্লিষ্ট দলগুলোর গ্রুপ পর্বে প্রাপ্ত পয়েন্ট;
- সংশ্লিষ্ট দলগুলোর গ্রুপ পর্বে গোল পার্থক্য;
- সংশ্লিষ্ট দলগুলোর গ্রুপ পর্বে করা গোলের সংখ্যা;
- ফেয়ার প্লে পয়েন্ট
- প্রথম হলুদ কার্ড: ১ পয়েন্ট বিয়োগ;
- পরোক্ষভাবে লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড): ৩ পয়েন্ট বিয়োগ;
- সরাসরি লাল কার্ড: ৪ পয়েন্ট বিয়োগ;
- হলুদ কার্ড এবং সরাসরি লাল কার্ড: ৫ পয়েন্ট বিয়োগ;
- ফিফা আয়োজক কমিটি দ্বারা নির্ধারিত আরো অনেক।
নিম্নে সকল সময় রাশিয়ার মস্কো সময় অনুযায়ী,[6]
গ্রুপ এ
অব | দল | খে | জ | ড্র | হা | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৩ | ২ | ১ | ০ | ৭ | ২ | +৫ | ৭ | নকআউট পর্বের জন্য উত্তীর্ণ |
২ | ![]() |
৩ | ২ | ১ | ০ | ৬ | ৪ | +২ | ৭ | |
৩ | ![]() |
৩ | ১ | ০ | ২ | ৩ | ৩ | ০ | ৩ | |
৪ | ![]() |
৩ | ০ | ০ | ৩ | ১ | ৮ | −৭ | ০ |
পর্তুগাল ![]() | ২–২ | ![]() |
---|---|---|
|
প্রতিবেদন |
|
মেক্সিকো ![]() | ২-১ | ![]() |
---|---|---|
|
প্রতিবেদন | উড ![]() |
নিউজিল্যান্ড ![]() | ০-৪ | ![]() |
---|---|---|
প্রতিবেদন |
গ্রুপ বি
অব | দল | খে | জ | ড্র | হা | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৩ | ২ | ১ | ০ | ৭ | ৪ | +৩ | ৭ | নকআউট পর্বের জন্য উত্তীর্ণ |
২ | ![]() |
৩ | ১ | ২ | ০ | ৪ | ২ | +২ | ৫ | |
৩ | ![]() |
৩ | ০ | ২ | ১ | ৪ | ৫ | −১ | ২ | |
৪ | ![]() |
৩ | ০ | ১ | ২ | ২ | ৬ | −৪ | ১ |
অস্ট্রেলিয়া ![]() | ২-৩ | ![]() |
---|---|---|
|
প্রতিবেদন |
|
চিলি ![]() | ১-১ | ![]() |
---|---|---|
রদ্রিগেজ ![]() |
প্রতিবেদন | ট্রোসি ![]() |
নকআউট পর্ব
নকআউট পর্বে, সম্পূর্ণ সময় শেষে যদি দুই দলের গোল সংখ্যা সমান থাকে তবে অতিরিক্ত সময় (দুই অর্ধে ১৫ মিনিত করে) দেওয়া হবে। এরপরও যদি গোল সংখ্যা সমান থাকে তবে পেনাল্টি শুট-আউট দ্বারা বিজয়ী নির্ধারণ করা হবে।[5]
ব্রাকেট
সেমি-ফাইনাল | ফাইনাল | |||||
২৮ জুন — কাজান | ||||||
![]() | ০ (৩) | |||||
২ জুলাই— সেইন্ট পিটার্সবার্গ | ||||||
![]() | ০ (৩) | |||||
![]() | ||||||
২৯ জুন — সোচি | ||||||
![]() | ||||||
![]() | ৪ | |||||
![]() | ১ | |||||
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ | ||||||
২ জুলাই — মস্কো | ||||||
![]() | ||||||
![]() |
সেমি-ফাইনাল
তৃতীয় স্থান নির্ধারণী
পরিসংখ্যান
গোলদাতাগণ
অর্থ পুরষ্কার
চূড়ান্ত অবস্থানেরর উপর ভিত্তি করে, দলগুলো ফিফা থেকে অর্থ পুরষ্কার গ্রহণ করবে।[7]
প্রতিযোগিতা অবস্থান | চূড়ান্ত অবস্থান | অর্থ পুরষ্কার (মার্কিন ডলার) |
---|---|---|
ফাইনাল | বিজয়ী | $৫,০০০,০০০ |
রানার্স-আপ | $৪,৫০০,০০০ | |
তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ | তৃতীয় অবস্থান | $৩,৫০০,০০০ |
চতুর্থ অবস্থান | $৩,০০০,০০০ | |
গ্রুপ পর্ব | পঞ্চম থেকে অষ্টম অবস্থান | $২,০০০,০০০ |
তথ্যসূত্র
- "Ethics: Executive Committee unanimously supports recommendation to publish report on 2018/2022 FIFA World Cup™ bidding process"। FIFA.com। ১৯ ডিসেম্বর ২০১৪।
- "Mutko to chair 2018 World Cup organising committee"। supersport.com। ২৭ এপ্রিল ২০১১। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৫।
- "Match officials appointed for FIFA Confederations Cup Russia 2017"। FIFA.com। Fédération Internationale de Football Association। ২৭ এপ্রিল ২০১৭।
- "List of appointed match officials" (PDF)। FIFA.com। Fédération Internationale de Football Association। ২৭ এপ্রিল ২০১৭।
- "Regulations – FIFA Confederations Cup Russia 2017" (PDF)। FIFA.com।
- "FIFA Confederations Cup Russia 2017 - Match Schedule" (PDF)। FIFA.com।
- Confederations Cup 2017: the economic prizes that will win the first 3 places (in Spanish) http://larepublica.pe/
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |