২০১৭–১৮ লা লিগা

২০১৭–১৮ লা লিগা, স্পন্সরজনিত কারণে লা লিগা সানতান্দের নামেও পরিচিত,[2] এটি লা লিগার ৮৭তম আসর। এই আসর ১৮ আগস্ট ২০১৭ সালে শুরু হয়েছে এবং ২০ মে ২০১৮ সালে সমাপ্ত হবে।[3] এই আসরের সময়সূচী ২১ জুলাই ২০১৭ সালে ঘোষণা করা হয়।[4]

লা লিগা
মৌসুম২০১৭-১৮ (১৮ আগস্ট ২০১৭ - ২০ মে ২০১৮)
চ্যাম্পিয়নবার্সেলোনা (২৫ তম শিরোপা)
অবনমনদেপোর্তিবো লা করুনা

লাস পালমাস

মালাগা
২০১৮-১৯ উয়েফা চ্যাম্পিয়নস লীগবার্সেলোনা

আতলেটিকো মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ

ভ্যালেন্সিয়া
২০১৮-১৯ উয়েফা ইউরোপা লীগভিয়ারিয়াল

রিয়াল বেটিস

সেভিয়া
মোট খেলা৩৮০
মোট গোলসংখ্যা১০২৪ (ম্যাচ প্রতি ২.৬৯টি)
শীর্ষ গোলদাতা লিওনেল মেসি (৩৪ গোল)
সেরা গোলরক্ষকইয়ান ওবলাক (০.৫৯ গোল/ম্যাচ)
সবচেয়ে বড় হোম জয়জিরোনা ৬-০ লাস পালমাস
(১৩ই জানুয়ারী ২০১৮)
রিয়াল মাদ্রিদ ৭-১ দেপোর্তিবো লা করুনা
(২১ই জানুয়ারী ২০১৮)
রিয়াল মাদ্রিদ ৬-০ সেল্টা ভিগো
(১২ই মে ২০১৮)
সবচেয়ে বড় এওয়ে জয়লেভান্তে ০-৫ আতলেতিকো মাদ্রিদ
(২৫ নভেম্বর ২০১৭)
রিয়াল বেতিস ০-৫ বার্সেলোনা
(২১ জানুয়ারি ২০১৮)
সর্বোচ্চ স্কোরিংরিয়াল বেটিস ৩-৬ ভ্যালেন্সিয়া
(১৫ অক্টোবর ২০১৭) লেভান্তে ৫-৪ বার্সেলোনা
দীর্ঘতম টানা জয়৮ ম্যাচ[1]
ভ্যালেন্সিয়া
দীর্ঘতম টানা অপরাজিত৩৬ ম্যাচ[1] বার্সেলোনা
দীর্ঘতম টানা জয়বিহীন১৬ ম্যাচ[1]
লাস পালমাস
দীর্ঘতম টানা পরাজয়৮ ম্যাচ[1]
লাস পালমাস
সর্বোচ্চ উপস্থিতি৯৭,৯৩৯
বার্সেলোনা ২-২ রিয়াল মাদ্রিদ
(৬ মে ২০১৮)[1]
সর্বনিম্ন উপস্থিতি৪,০৫৬
এইবার ১-০ ভিয়ারিয়াল
(২৮ ফেব্রুয়ারি ২০১৮)
মোট উপস্থিতি১০,২২১,১৮২[1]
গড় উপস্থিতি২৬,৯৬৮[1]
সব পরিসংখ্যান ২০ মে ২০১৮ অনুযায়ী সঠিক।

দলসমূহ

উন্নতি এবং অবনতি (প্রাক-মৌসুম)

সর্বমোট ২০টি দল এই বারের আসরে প্রতিযোগিতা করবে, যার মধ্যে ১৭টি দল ২০১৬-১৭ লা লিগা খেলেছে এবং ৩টি দল ২০১৬-১৭ সেগুন্দা ডিভিশন হতে উন্নীত হয়েছে। এই ৩ উন্নীত দলের ২টি সেগুন্দা ডিভিশনের সেরা ২ দল হিসেবে এবং অপর দলটি প্লে-অফে জয়লাভ করে উন্নীত হয়েছে।

লেভান্তে সেগুন্দা ডিভিশন হতে প্রথম দল হিসেবে এবারের আসরে খেলার যোগ্যতা অর্জন করে, তারা গত আসরে লা লিগায় খেলতে পারেনি, এপ্রিল ২৯, ২০১৭ সালে, অভেইডোকে ১-০ গোলে হারিয়ে দেয়।[5] জুন ৪, ২০১৭ সালে, জিরোনা জারাগোজার সাথে ০-০ গোলে ড্র করে রানার-আপ হয়, তারা প্রথমবারের মতো লা লিগায় খেলার যোগ্যতা অর্জন করে।[6] তারা ৬২তম দল হিসেবে স্পেনের সর্বোচ্চ পর্যায়ে খেলবে। গেতাফে হুয়েস্কা এবং টেনেরিফেকে প্লে-অফে হারিয়ে সর্বশেষ দল হিসেবে এই আসরে খেলার যোগ্যতা অর্জন করে, তারা ২০১৫-২০১৬ আসরে অবনমিত হওয়ার ফলে গত আসরে তারা লা লিগায় অনুপস্থিত ছিল।[7]

এই ৩টি উন্নীত দল গত আসরে অবনমিত হওয়া স্পোর্টিং গিজন, ওসাসুনা এবং গ্রানাদার পরিবর্তে এই আসরে খেলবে্।

স্টেডিয়াম এবং অবস্থান

সেল্টা ভিগো
এইবার
এস্পানিওল
গেতাফে
জিরোনা
লেগানেস
লেভান্তে
মালাগা
বেটিস
ভিয়ারিয়াল
২০১৭-১৮ লা লিগায় খেলা দলগুলোর অবস্থান

আতলেতিকো মাদ্রিদ এই আসরে ভিসেন্তে কালডেরন স্টেডিয়ামের পরিবর্তে তাদের নতুন স্টেডিয়াম, ওয়ান্ডা মেট্রোপলিটানোতে খেলবে, তারা গত ৫০ বছর যাবত (১৯৬৭ সাল হতে) সেখানে খেলছিল।

দেপর্তিভো লা করুনা আবাঙ্কার সাথে স্পনসরশিপ চুক্তির জন্য তাদের স্টেডিয়ামের নাম আবাঙ্কা-রিয়াজর রাখে।[8]

লা লিগায় তাদের প্রথমবারের মতো উন্নীতর ফলে, জিরোনা তাদের স্টেডিয়াম এস্তাদিও মন্টিলিভিকে সাময়িকভাবে ১৩,৫০০ দর্শকের জন্য বিস্তৃত করে।[9]

দলঅবস্থানস্টেডিয়ামধারণক্ষমতা
আলাভেসভিটরিয়া-গাস্টিজমেন্ডিজোরোৎজা১৯,৮৪০[10]
অ্যাথলেতিক বিলবাওবিলবাওসান ম্যামেস৫৩,২৮৯[11]
আতলেতিকো মাদ্রিদমাদ্রিদওয়ান্ডা মেট্রোপলিটানো৬৭,৭০৩[12]
বার্সেলোনাবার্সেলোনাকাম্প ন্যু৯৯,৩৫৪[13]
সেল্টা ভিগোভিগোবালাইডস২৯,০০০[14]
দেপর্তিভো লা করুনাআ করুনাআবাঙ্কা-রিয়াজর৩২,৯১২[15]
এইবারএইবারইপুরুয়া৭,০৮৩[16]
এস্পানিওলবার্সেলোনাআরসিডিই স্টেডিয়াম৪০,৫০০[17]
গেতাফেগেতাফেকলিসীয়াম আলফনসো পেরেজ১৭,০০০[18]
জিরোনাজিরোনামন্টিলিভি১৩,৫০০[9]
লাস পালমাসলাস পালমাসগ্রান কানারিয়া৩২,৪০০[19]
লেগানেসলেগানেসবুটারকি১১,৪৫৪[20]
লেভান্তেভ্যালেন্সিয়াকিউটাট দে ভ্যালেন্সিয়া২৬,৩৫৪[21]
মালাগামালাগালা রোসালেডা৩০,০৪৪[22]
রিয়াল বেটিসসেভিলেবেনিটো ভিয়ামারিন৬০,৭২০[23]
রিয়াল মাদ্রিদমাদ্রিদসান্তিয়াগো বার্নাব্যু৮১,০৪৪[24]
রিয়াল সোসিয়েদাদসান সেবাস্টিয়ানআনোয়েটা৩২,০০০[25]
সেভিয়াসেভিলেরামন সানচেজ পিজুয়ান৪২,৭১৪[26]
ভ্যালেন্সিয়াভ্যালেন্সিয়ামেস্টালা৪৯,৫০০[27]
ভিয়ারিয়ালভিয়ারিয়ালএস্তাদিও দে লা কেরামিকা২৪,৮৯০[28]

কর্মী এবং স্পনসরশিপ

দলম্যানেজারঅধিনায়ককিট প্রস্তুতকারকশার্ট স্পনসর
আলাভেস লুইস জুবেলদিয়া মানু গার্সিয়াকেলমেএলইএ, আলাভা, ইউসকালটেল
অ্যাথলেতিক বিলবাও হোসে এঞ্জেল জিগান্ডা মার্কেল সুসাইয়েটানিউ ব্যালেন্সকুটক্সাব্যাংক
আতলেতিকো মাদ্রিদ দিয়েগো সিমেওনে গ্যাবিনাইকিপ্লাস৫০০
বার্সেলোনা আর্নেস্তো ভালভার্দে আন্দ্রেস ইনিয়েস্তানাইকিরাকুটেন, ইউনিসেফ, বেকো
সেল্টা ভিগো হুয়ান কার্লোস উনজু হুগো মালোআডিডাসএস্ট্রেলা গ্যালিসিয়া ০,০, লুকিয়া, আবাঙ্কা
দেপর্তিভো লা করুনা পেপে মেল পেড্রো মস্কেরাম্যাক্রনএস্ট্রেলা গ্যালিসিয়া ০,০, আবাঙ্কা, লুকিয়া
এইবার হোসে লুইস মেন্ডিলিবার দানি গার্সিয়াপুমাএভিআইএ, উইকো
এস্পানিওল কুইকু সানচেজ ফ্লোরেস জাভি লোপেজজোমারাস্টার গ্রুপ, ইনজু, রিভেইরা মায়া
গেতাফে হোসে বর্ডালাস মেহদী লাকেনজোমাটেকনোকাসা গ্রুপ
জিরোনা পাবলো মাচিন ইলোই আমাগাতআমব্রোস্টারক্যাসিনো, কোস্টা ব্রাভা
লাস পালমাস মানোলো মারকুয়েজ ডেভিড গার্সিয়াআকেরবিসগ্রান কানারিয়া, কালিসে মেনরকুইনা, বিন্টার কানারিয়াস, বিকর্ডিয়াল স্পোর্টস
লেগানেস অ্যাসিয়ের গারিটানো মার্টিন ম্যান্টভানিজোমাগোল্ডেনপার্ক, স্যামবিল আউটলেট মাদ্রিদ
লেভান্তে হুয়ান মুনিজ পেড্রো লোপেজম্যাক্রনভ্যালেন্সিয়া, বালেয়ারিয়া
মালাগা মিশেল রেসিওনাইকিম্যারাথনবেট, বেনাহাভিস
রিয়াল বেটিস কুইকু সেটিয়েন জোয়াকুইনআডিডাসউইকো, রিয়ালে সেগুরোস
রিয়াল মাদ্রিদ জিনেদিন জিদান সার্জিও রামোসআডিডাসএমিরেট্‌স
রিয়াল সোসিয়েদাদ ইউসেবিও স্যাক্রিস্ট্যান জাবি প্রিয়েটোআডিডাসকিউবাও.কম, কুটক্সাব্যাংক
সেভিয়া এডুয়ার্ডো বেরিজ্জো নিকোলাস পারেজানিউ ব্যালেন্সপ্লেডাব্লিউএসওপি.কম
ভ্যালেন্সিয়া মার্সেলিনো ড্যানিয়েল পারেজোআডিডাসবিএলইউ, বিইন স্পোর্টস, আলফা রোমিও
ভিয়ারিয়াল ফ্রান এস্ক্রিবা ব্রুনোজোমাপামেসা কেরামেরিকা
১. ^ শার্টের পেছনে
২. ^ স্লিভে
৩. ^ শর্টে

ম্যানেজার পরিবর্তন

দলবিদায়ী ম্যানেজারপ্রস্থানের পদ্ধতিকর্মখালির তারিখটেবিলে অবস্থানআগন্তুক ম্যানেজারনিযুক্তির তারিখ
অ্যাথলেতিক বিলবাও আর্নেস্তো ভালভার্দেপদত্যাগ২৩ মে ২০১৭[29]প্রাক-মৌসুম হোসে এঞ্জেল জিগান্ডা২৪ মে ২০১৭[30]
বার্সেলোনা লুইস এনরিকচুক্তি শেষ২৯ মে ২০১৭ আর্নেস্তো ভালভার্দে২৯ মে ২০১৭[31]
লাস পালমাস কুইকু সেটিয়েন৩০ জুন ২০১৭ ম্যানুয়েল মারকুয়েজ৩ জুলাই ২০১৭[32]
ভ্যালেন্সিয়া ভোরোঅন্তর্বর্তী সময় শেষ২১ মে ২০১৭ মার্সেলিনো১১ মে ২০১৭[33]
রিয়াল বেটিস অ্যালেক্সিস ট্রুজিলো২৬ মে ২০১৭ কুইকু সেটিয়েন২৬ মে ২০১৭[34]
সেল্টা ভিগো এডুয়ার্ডো বেরিজ্জোচুক্তি শেষ৩০ জুন ২০১৭[35] হুয়ান কার্লোস উনজু২৮ মে ২০১৭[36]
সেভিয়া হোর্হে সাম্পাওলিআর্জেন্টিনা দ্বারা স্বাক্ষরিত২০ মে ২০১৭[37] এডুয়ার্ডো বেরিজ্জো১ জুন ২০১৭[38]
আলাভেস মৌরিসিও পেলেগ্রিনোপদত্যাগ২৯ মে ২০১৭[39] লুইস জুবেলদিয়া১৭ জুন ২০১৭[40]

লীগ টেবিল

পয়েন্ট তালিকা

অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন বা অবনমন
বার্সেলোনা ১০ ২৮ +২৫ ২৮ চ্যাম্পিয়নস লীগ গ্রুপ পর্বের জন্য উন্নীত
ভ্যালেন্সিয়া ১০ ২৭ ১১ +১৬ ২৪
রিয়াল মাদ্রিদ ১০ ১৯ +১০ ২০
আতলেতিকো মাদ্রিদ ১০ ১৫ +৯ ২০
সেভিয়া ১০ ১১ +২ ১৯ ইউরোপা লীগ গ্রুপ পর্বের জন্য উন্নীত
ভিয়ারিয়াল ১০ ১৬ ১১ +৫ ১৭ ইউরোপা লীগ তৃতীয় কোয়ালিফাইং পর্বের জন্য উন্নীত
লেগানেস ১০ +৪ ১৭
রিয়াল বেটিস ১০ ১৯ ১৮ +১ ১৬
রিয়াল সোসিয়েদাদ ১০ ২১ ২০ +১ ১৪
১০ এস্পানিওল ১০ ১২ ১৩
১১ গেতাফে ১০ ১৩ ১১ +২ ১২
১২ লেভান্তে ১০ ১১ ১৩ ১২
১৩ জিরোনা ১০ ১১ ১৫ ১২
১৪ সেল্টা ভিগো ১০ ১৯ ১৬ +৩ ১১
১৫ অ্যাথলেতিক বিলবাও ১০ ১০ ১২ ১১
১৬ দেপর্তিভো লা করুনা ১০ ১৩ ১৯ ১১
১৭ এইবার ১০ ২২ ১৭
১৮ লাস পালমাস ১০ ২৫ ১৭ সেগুন্দা ডিভিশনের জন্য অবনমিত
১৯ মালাগা ১০ ২১ ১৫
২০ আলাভেস ১০ ১৬ ১২
30 October 2017 তারিখের ম্যাচ খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: লা লিগা, সকারওয়ে
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) স্বপক্ষে গোল; ৬) ফেয়ার-প্লে পয়েন্ট; ৭) প্লে-অফ।[41]

৯৩

রাউন্ড শেষে অবস্থান

ফলাফল

ম্যাচডে ১

লেগানেস১-০আলাভেস
  • গ্যাব্রিয়েল  ২৪'
প্রতিবেদন
এস্তাদিও মুনিসিপাল দে বুটারকি, লেগানেস
দর্শক সংখ্যা: ৯,২৩১
রেফারি: মুনুয়েরা মন্টেরো

ভ্যালেন্সিয়া১-০লাস পালমাস
  • সিমনে জাজা  ২২'
প্রতিবেদন
মেস্টালা স্টেডিয়াম, ভ্যালেন্সিয়া
দর্শক সংখ্যা: ৩৬,০১৯
রেফারি: গিল মাঞ্জানো

পরিসংখ্যান

স্কোরিং

  • আসরের প্রথম গোল:
    গ্যাব্রিয়েল পিরেস; লেগানেসের হয়ে আলাভেসের বিপক্ষে (১৮ আগস্ট ২০১৭)[42]

সর্বোচ্চ গোলদাতা

১৬ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।[43]

সর্বোচ্চ এসিস্টস

১৬ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।[44]
অবস্থান খেলোয়াড় ক্লাব গোল
লিওনেল মেসি বার্সেলোনা ৩৪
ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ২৬
অবস্থান খেলোয়াড় ক্লাব এসিস্টস
জর্দি আলবা বার্সেলোনা
আন্দ্রেস গুয়ার্দাদো রিয়াল বেটিস
ইনাকি উইলিয়ামস অ্যাথলেতিক বিলবাও
ইয়ানিক কারাস্কো আতলেতিকো মাদ্রিদ
জাবি প্রিয়েতো রিয়াল সোসিয়েদাদ
ইভান রাকিতিচ বার্সেলোনা

তথ্যসূত্র

  1. "La Liga Statistics – 2017–18"ESPN FC। Entertainment and Sports Programming Network (ESPN)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৭
  2. "LaLiga and Santander strike title sponsorship deal"। La Liga। ২১ জুলাই ২০১৬। ২৫ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৬
  3. "Calendario LaLiga Santander Temporada 2017/18"laliga.es। ২১ জুলাই ২০১৭। ২১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৭
  4. "LaLiga Santander 2017 - 2018: Calendario, horarios y resultados"eurosport.com (Spanish ভাষায়)। ১৯ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৭
  5. "El Levante regresa a LaLiga Santander"। La Liga। ২৯ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭
  6. "El Girona hace historia y asciende a LaLiga Santander"। La Liga। ৪ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭
  7. "El Getafe regresa a LaLiga Santander"। La Liga। ২৪ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৭
  8. "ABANCA y el Dépor llegan a un acuerdo de refinanciación de la deuda y patrocinio del estadio" (স্পেনীয় ভাষায়)। Deportivo de La Coruña। ২৯ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৭
  9. "Campanya abonats 17/18" (কাতালান ভাষায়)। Girona FC। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৭
  10. "Instalaciones" (স্পেনীয় ভাষায়)। Deportivo Alavés। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬
  11. "Athletic Club - San Mamés (2013)"। Athletic Club। ১৩ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৬
  12. "Wanda Metropolitano"। StadiumDB। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৬
  13. "Camp Nou - FC Barcelona"। FC Barcelona। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৬
  14. "Celta de Vigo - CLUB"। Real Club Celta de Vigo। ৪ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৬
  15. "Riazor"। Deportivo de La Coruña। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৭
  16. "Capacity of Ipurua stands at 7,083"। SD Eibar। ৩ ফেব্রুয়ারি ২০১৭।
  17. "RCDE Stadium - Ficha Técnica"। RCD Espanyol। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৬
  18. "Datos Generales"। Getafe CF। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৬
  19. "Estadio de Gran Canaria"। UD Las Palmas। অজানা প্যারামিটার |1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য);
  20. "Comienza la instalación de la fila 11 en el lateral y los fondos, en total 532 butacas más para Butarque"। CD Leganés। ২৩ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৭
  21. Superdeporte। "El Ciutat de Valencia estrena lavado de cara para Europa - Superdeporte"www.superdeporte.es। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-৩০
  22. "ESTADIO LA ROSALEDA"। Málaga CF। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৬
  23. "New features for Benito Villamarín Stadium"www.realbetisbalompie.es (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৮-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-২৯
  24. "Santiago Bernabéu Stadium"। Real Madrid C.F.। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৬
  25. "El estadio - Real Sociedad de Fútbol"। Real Sociedad। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৬
  26. "Sevilla Fútbol Club - La entidad"। Sevilla FC। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৬
  27. "Camp de Mestalla" (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭
  28. "2011/12 UEFA Champions League statistics handbook - Clubs continued" (PDF)। UEFA।
  29. "Ernesto Valverde will not continue as premier team coach"। Athletic Bilbao। ২৩ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৭
  30. "José Ángel Ziganda, new Athletic Club's manager"। Athletic Bilbao। ২৪ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৭
  31. "Barcelona confirm Ernesto Valverde as new manager at Camp Nou"। The Guardian। ২৯ মে ২০১৭। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৭
  32. "Manolo Márquez firma una temporada como nuevo entrenador del primer equipo de la UD Las Palmas" (স্পেনীয় ভাষায়)। UD Las Palmas। ৩ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৭
  33. "Comunicado Oficial" (স্পেনীয় ভাষায়)। Valencia CF। ১১ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৭
  34. "Real Betis appoint Quique Setien as their new manager on three-year deal"। skysports.com। ২৬ মে ২০১৭। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৭
  35. "Comunicado Oficial" (ইংরেজি ভাষায়)। ESPN। ২০ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৭
  36. "Celta Vigo hire Barcelona assistant Juan Carlos Unzue as coach"। espnfc.com। ২৯ মে ২০১৭। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৭
  37. "Sampaoli será presentado con Argentina el 22 de mayo."Diario AS। ৪ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৭
  38. "Eduardo Berizzo will be next coach of Sevilla"। as.com। ২৭ মে ২০১৭। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৭
  39. "Mauricio Pellegrino steps down as Alaves coach"। skysports.com। ২৯ মে ২০১৭। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৭
  40. "El Deportivo Alavés ficha a Luis Zubeldía como entrenador" (স্পেনীয় ভাষায়)। Deportivo Alavés। ১৭ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭
  41. "Primera División 2016/2017 - Season rules"। Scoresway। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৬
  42. http://www.laliga.es/en/live/temporada-2017-2018/laliga-santander/1/leganes_alaves
  43. "2017–18 La Liga Top Scorers"ESPN FC। Entertainment and Sports Programming Network। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৭
  44. "2017–18 La Liga Top Assists"ESPN FC। Entertainment and Sports Programming Network। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.