২০১৭ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ

২০১৭ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ হল ফিফার সদস্য দেশসমূহের অনূর্ধ্ব-২০ পুরুষ জাতীয় যুব দলসমূহের জন্য আয়োজিত ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ২১তম আসর। এবারের এই আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতাটি ২০১৭ সালের ২০ মে - ১১ জুন দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে।[2]

২০১৭ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ
2017년 FIFA U-20 월드컵
টুর্নামেন্টের বিবরণ
স্বাগতিক দেশSouth Korea
তারিখসমূহ20 May – 11 June
দলসমূহ24 (6টি কনফেডারেশন থেকে)
ভেন্যু(সমূহ)6 (6টি আয়োজক শহরে)
শীর্ষস্থানীয় অবস্থান
চ্যাম্পিয়ন ইংল্যান্ড (1তম শিরোপা)
রানার-আপ ভেনেজুয়েলা
তৃতীয় স্থান ইতালি
চতুর্থ স্থান উরুগুয়ে
প্রতিযোগিতার পরিসংখ্যান
ম্যাচ খেলেছে৫২
গোল সংখ্যা১৪০ (ম্যাচ প্রতি ২.৬৯টি)
উপস্থিতি৪,১০,৭৯৫ (ম্যাচ প্রতি ৭,৯০০ জন)
শীর্ষ গোলদাতা Riccardo Orsolini
(5 goals)[1]
সেরা খেলোয়াড় Dominic Solanke[1]
সেরা গোলরক্ষক Freddie Woodman[1]
ফেয়ার প্লে পুরষ্কার মেক্সিকো[1]

জাপান ও মেক্সিকোর পরে দক্ষিণ কোরিয়া তৃতীয় দেশ, যে ফিফার পুরুষদের সকল আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করেছে। এর পূর্বে দক্ষিণ কোরিয়া ২০০১ ফিফা কনফেডারেশন কাপ, ২০০২ ফিফা বিশ্বকাপ২০০৭ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আয়োজন করেছিল।

স্বাগতিক নির্বাচন

যোগ্য দলসমূহ

কনফেডারেশন যোগ্যতা নির্ধারণ খেলা যোগ্য দল
এএফসি (এশিয়া) স্বাগতিক জাতি  দক্ষিণ কোরিয়া
২০১৬ এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ  ইরান
 জাপান
 সৌদি আরব
 ভিয়েতনাম1
সিএএফ (আফ্রিকা) 2017 Africa U-20 Cup of Nations TBD
TBD
TBD
TBD
কনকাকাফ
(মধ্য, উত্তর আমেরিকা ও ক্যারিবিয়ান)
2017 CONCACAF U-20 Championship TBD
TBD
TBD
TBD
কনমেবল (দক্ষিণ আমেরিকা) 2017 South American Youth Championship TBD
TBD
TBD
TBD
ওএফসি (ওশেনিয়া) ২০১৬ ওএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ  নিউজিল্যান্ড
 ভানুয়াটু1
উয়েফা (ইউরোপ) ২০১৬ উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ  ইংল্যান্ড
 ফ্রান্স
 জার্মানি
 ইতালি
 পর্তুগাল
1. ^ দলের অভিষেক হবে।

মাঠসমূহ

তথ্যসূত্র

  1. "FIFA U-20 World Cup Korea Republic 2017 – Award"FIFA.com। Fédération Internationale de Football Association। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৭
  2. "FIFA media"। Twitter। ২৪ সেপ্টেম্বর ২০১৫।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.