২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপ গ্রুপ বি

২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপের গ্রুপ বি এর খেলা অনুষ্ঠিত হবে ১৮ হতে ২৫ জুন ২০১৭ পর্যন্ত। এই গ্রুপে রয়েছে ক্যামেরুন, চিলি, অস্ট্রেলিয়া এবং জার্মানি। এই গ্রুপের শীর্ষ দুটি দল সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

দলসমূহ

ড্র স্থান দল কনফেডারেশন্স বাছাইয়ের
পদ্ধতি
তারিখ
পদ্ধতি
চূড়ান্ত পর্বে
উত্তীর্ণ
সর্বশেষ
উপস্থিতি
সর্বোচ্চ
সাফল্য
ফিফা র‌্যাঙ্কিং
নভেম্বর ২০১৬[নোট 1] জুন ২০১৭
বি১ ক্যামেরুনক্যাফ২০১৭ আফ্রিকা কাপ অফ নেশন্স বিজয়ী৫ ফেব্রুয়ারি ২০১৭৩য়২০০৩রানার-আপ (২০০৩)৬৫৩২
বি২ চিলিকনমেবল২০১৫ কোপা আমেরিকা বিজয়ী৪ জুলাই ২০১৫১মঅভিষেক
বি৩ অস্ট্রেলিয়াএএফসি২০১৫ এএফসি এশিয়ান কাপ বিজয়ী৩১ জানুয়ারি ২০১৫৪র্থ২০০৫রানার-আপ (১৯৯৭)৪৮৪৮
বি৪ জার্মানিউয়েফা২০১৪ ফিফা বিশ্বকাপ বিজয়ী১৩ জুলাই ২০১৪৩য়২০০৫৩য় স্থান (২০০৫)
নোট
  1. এই র‌্যাঙ্কিং ২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপের ড্রয়ের সময়ের।

অবস্থান

ব্যাখ্যা
গ্রুপ বিজয়ী ও গ্রুপ রানার আপ সেমি-ফাইনালের জন্য অগ্রসর হবে
অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 জার্মানি +৩ নকআউট পর্বের জন্য উত্তীর্ণ
 চিলি +২
 অস্ট্রেলিয়া
 ক্যামেরুন
২২ জুন ২০১৭ তারিখের ম্যাচ খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বের টাইব্রেকার

সেমি-ফাইনালে,

  • এই গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ এ এর রানার-আপের সাথে।
  • এই গ্রুপের রানার-আপ খেলবে গ্রুপ এ এর চ্যাম্পিয়নের সাথে।

খেলাসমূহ

নিম্নের সকল সময় মস্কো সময় (ইউটিসি+৩) অনুযায়ী,

ক্যামেরুন বনাম চিলি

ক্যামেরুন ০–২ চিলি
প্রতিবেদন
  • ভিদাল  ৮১'
  • ভার্গাস  ৯০+১'
দর্শক সংখ্যা: ৩৩,৪৯২
রেফারি: দামির স্কমিনা (স্লোভেনিয়া)
ক্যামেরুন[1]
চিলি[1]
গোফ্যাব্রিস ওন্দোয়া
রা.ব্যাআর্নেস্ট মাবূকা
সে.ব্যামাইকেল নগদেউ-নগাদযুই
সে.ব্যাএডল্ফ তেইকেউ
লে.ব্যা১৯কলিন্স ফাই
সে.মি১৫সেবাস্টিয়ান সিয়ানি ৮৬’
সে.মিআন্দ্রে-ফ্রাঙ্ক জাম্বো অঙ্গুইসা ৮৯’
সে.মি১৭অরনাউড দ্যূম
রা.ফ১৩ক্রিস্টিয়ান বাসোগগ
সে.ফ১০ভিনসেন্ট আবুবকর
লে.ফবেঞ্জামিন মৌকান্দজো ()
বদলি:
মৌমি নগামালেউ ৮৬’
মি১৪জর্জেস মান্দজ্যাক ৮৯’
ম্যানেজার:
হুগো ব্রুস
গো২৩জনি হেরেরা
রা.ব্যামৌরিসিও ইসলা
সে.ব্যা১৭গ্যারি মেডেল ()
সে.ব্যা১৮গঞ্জালো জারা ৬৬’
লে.ব্যা১৫জেন বিউসেজর
সে.মিআর্তুরো ভিদাল
সে.মি২১মার্সেলো ডিয়াজ
সে.মি২০চার্লস আরানগুইজ ৭১’
রা.ফহসে পেদ্রো ফুয়েঞ্জালিদা ৬৪’
সে.ফ১১এডোয়ার্দো ভার্গাস
লে.ফ২২এডসন পুচ ৫৮’
বদলি:
আলেক্সিস সানচেজ ৫৮’
১৯লিওনার্দো ভ্যালেন্সিয়া ৬৪’
মিফ্রান্সিস্কো সিলভা ৭১’
ম্যানেজার:
হুয়ান এন্টোনিও পিজ্জি

ম্যাচসেরা:
আর্তুরো ভিদাল (চিলি)[2]

সহকারী রেফারিগণ:
জুরে প্রাপ্রোতনিক (স্লোভেনিয়া)
রবার্ট ভুকান (স্লোভেনিয়া)
চতুর্থ অফিসিয়াল:
মিলোরাদ মাজিচ (সার্বিয়া)
ভিডিও সহকারী রেফারিগণ:
ক্লেমেন্ট তুরপিন (ফ্রান্স)
মিলোভান রিসতিচ (সার্বিয়া)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
মালাং ডাইধিউ (সেনেগাল)

অস্ট্রেলিয়া বনাম জার্মানি

অস্ট্রেলিয়া ২-৩ জার্মানি
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ২৮,৬০৫
রেফারি: মার্ক গেইগার (মার্কিন যুক্তরাষ্ট্র)

সহকারী রেফারিগণ:
জো ফ্লেচার (কানাডা)
চার্লস জাস্টিন মোর্গান্তে (মার্কিন যুক্তরাষ্ট্র)
চতুর্থ অফিসিয়াল:
উইলমার রোলদান (কলম্বিয়া)
ভিডিও সহকারী রেফারিগণ:
রভশন ইরমাতভ (উজবেকিস্তান)
আলেক্সান্ডার গুজমান (কলম্বিয়া)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
আর্তুর সোয়ারেস ডিয়াজ (পর্তুগাল)

ক্যামেরুন বনাম অস্ট্রেলিয়া

ক্যামেরুন ১-১ অস্ট্রেলিয়া
জাম্বো অঙ্গুইশা  ৪৫+১' প্রতিবেদন মিলিগান  ৬০' (পেনাল্টি)
ক্রেস্তভস্কি স্টেডিয়াম, সেইন্ট পিটার্সবার্গ
দর্শক সংখ্যা: ৩৫,০২১
রেফারি: মিলরাদ মাজিচ (সার্বিয়া)

জার্মানি বনাম চিলি

জার্মানি ১-১ চিলি
স্টিন্ডল  ৪১' প্রতিবেদন সানচেজ  ৬'
দর্শক সংখ্যা: ৩৮,২২২
রেফারি: আলীরেজা ফাঘানি (ইরান)

জার্মানি বনাম ক্যামেরুন

জার্মানি ৩-১ ক্যামেরুন
  • দেমিরবে  ৪৮'
  • ওয়ার্নার  ৬৬', ৮১'
প্রতিবেদন আবুবকর  ৭৮'
দর্শক সংখ্যা: ৩০,২৩০
রেফারি: উইলমার রোলদান (কলম্বিয়া)

চিলি বনাম অস্ট্রেলিয়া

চিলি ১-১ অস্ট্রেলিয়া
রদ্রিগেজ  ৬৭' প্রতিবেদন ট্রোসি  ৪২'
দর্শক সংখ্যা: ৩৩,৬৩৯
রেফারি: জিয়ানলুকা রচি (ইতালি)

তথ্যসূত্র

  1. "Tactical Line-up – Group B – Cameroon - Chile" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ১৮ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৭
  2. "Cameroon v Chile – Man of the Match"FIFA.com। Fédération Internationale de Football Association। ১৮ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.