হার্বার্ট স্পেন্সার

হার্বার্ট স্পেন্সার (২৭ এপ্রিল ১৮২০ – ডিসেম্বর ৮, ১৯০৩) ভিক্টোরিয়ান যুগের একজন প্রখ্যাত ইংরেজ দার্শনিক, জীববিজ্ঞানী, নৃতাত্ত্বিক, সমাজবিজ্ঞানী এবং ধ্রুপদী উদারতাবাদ ও রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম প্রধান চিন্তাবিদ।

হার্বার্ট স্পেন্সার
হার্বার্ট স্পেন্সার
জন্ম(১৮২০-০৪-২৭)২৭ এপ্রিল ১৮২০
ডার্বি, ডার্বিশায়ার, ইংল্যান্ড
মৃত্যু৮ ডিসেম্বর ১৯০৩(1903-12-08) (বয়স ৮৩)
ব্রাইটন, সাসেক্স, ইংল্যান্ড
জাতীয়তাব্রিটিশ
যুগ১৯-শতকের দর্শন
অঞ্চলপশ্চিমা দর্শন
ধারাবিবর্তনবাদ, দৃষ্টবাদ, ধ্রুপদী উদারতাবাদ
আগ্রহবিবর্তন, দৃষ্টবাদ, অবাধনীতি, উপযোগবাদ
অবদানসামাজিক ডারউইনবাদ, সার্ভাইভাল অভ দ্য ফিটেস্ট
স্বাক্ষর

ঊনবিংশ শতাব্দীতে ফরাসি সমাজবিজ্ঞানী ওগুস্ত কোঁত দর্শনের জগতে দৃষ্টবাদী দর্শন নামে নতুন যে ধারার প্রচলন করেন, হার্বার্ট স্পেন্সার সে ধারার অন্যতম বাহক। কোঁতের ন্যায় তিনি দৃষ্টবাদ শব্দটি ব্যবহার না করলেও দৃষ্টবাদের মূল বৈশিষ্ট্য তার দর্শনে বিদ্যমান থাকায়, অর্থাৎ তিনিও প্রাকৃতিক বিজ্ঞানের প্রেক্ষিতে রাষ্ট্র, সমাজ, সরকার এবং রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক ব্যাখ্যা করায় রাষ্ট্র দর্শনের বিশিষ্ট ভাষ্যকারগণ তাকে দৃষ্টবাদী গোষ্ঠীর অন্তর্ভুক্ত ঘোষণা করেন। তিনি প্রাকৃতিক বিজ্ঞানের শাখাগুলোর মধ্যে জীববিজ্ঞানপদার্থবিজ্ঞানের উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেন।

বহিঃসংযোগ

জীবনী
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.