আলবেয়ার কামু

আলবেয়ার কামু (ফরাসি: Albert Camus) (৭ই নভেম্বর, ১৯১৩ - ৪ঠা জানুয়ারি, ১৯৬০) একজন ফরাসি বংশোদ্ভূত আলজেরীয় সাহিত্যিক।

আলবেয়ার কামু
যুগএকবিংশ শতাব্দীর দর্শন
অঞ্চলপাশ্চাত্যের দর্শন
ধারাAbsurdism
সাহিত্যে নোবেল পুরস্কার (১৯৫৭)
আগ্রহEthics, Humanity, Justice, প্রেম, রাজনীতি
অবদান"The absurd is the essential concept and the first truth"

"Always go too far, because that's where you'll find the truth."

"I rebel; therefore we exist."

কামু আলজেরিয়ার মন্দোভিতে জন্মগ্রহণ করেন। তার শৈশব দারিদ্র্যের মধ্যে কাটলেও নিরানন্দ ছিল না। তিনি আলজিয়ার্স বিশ্ববিদ্যালয়ে দর্শন নিয়ে পড়াশোনা করেন এবং পরে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। একই সাথে তিনি "তেয়াত্র্ দ্য লেকিপ" (Théâtre de l'équipe) নামে একটি তারুণ্যনির্ভর প্রগতিবাদী নাট্যদল সংগঠন করেন। তার প্রথমদিককার প্রবন্ধগুলি লঁভের্স এ লঁদ্রোয়া (L'Envers et l'endroit "অশুদ্ধ পক্ষ এবং শুদ্ধ পক্ষ", ইংরেজিতে The Wrong Side and the Right Side) এবং নস (Noces "পরিণয়গুচ্ছ", ইংরেজিতে Nuptials) গ্রন্থগুলিতে সংকলিত করা হয়। তিনি প্যারিসে যান এবং আলজেরিয়ায় প্রত্যাবর্তনের পূর্বে সেখানে পারি সোয়ার (Paris Soir) নামক দৈনিক পত্রিকাতে কিছুকাল কাজ করেন। তার লেখা নাটক কালিগুলা (Caligula) ১৯৩৯ সালে প্রকাশিত হয়। তার শুরুর দিককার দুটি উল্লেখযোগ্য বই, লেত্রঁজে (L'Étranger "দ্বাদশ ব্যক্তি", ইংরেজিতে The Outsider) এবং ল্য মিথ দ্য সিজিফ (Le Mythe de Sisyphe, ইংরেজিতে The Myth of Sisyphus') প্রকাশিত হয় তিনি আবারও প্যারিসে পাড়ি জমাবার পর।

১৯৪১ সালে জার্মানি যখন ফ্রান্স দখল করে নেয়, সেইসময় তিনি প্রতিরোধ আন্দোলন (Resistance movement)-এর একজন পুরোধা বুদ্ধিজীবী হয়ে ওঠেন। তিনি গুপ্ত পত্রিকা কোঁবা (Combat "লড়াই") প্রতিষ্ঠা করতে সাহায্য করেন এবং এটিতে লেখা দেয়া ও সম্পাদনার কাজও করেন। যুদ্ধপরবর্তী সময়ে তিনি লেখালেখিতে আত্মনিয়োগ করেন এবং লা পেস্ত (La Peste, ইংরেজিতে The Plague) (১৯৪৭), লে জুস্ত (Les Justes, ইংরেজিতে The Just) (১৯৪৯) ও লা শুত (La Chute, ইংরেজিতে The Fall) (১৯৫৬)-এর মত বই লিখে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। পঞ্চাশের দশকের শেষার্ধে নাট্যশালার প্রতি কামুর ভালোবাসা সক্রিয়তা পায়। এসময় তিনি উইলিয়াম ফকনার-এর 'জনৈকা সন্ন্যাসিনীর মৃত্যুতে প্রার্থনা' (Requiem for a Nun) এবং দস্তয়েভ্‌স্কির 'অধিকৃত' (The Possessed)-এর মঞ্চ সংস্করণ রচনা করেন এবং নাটকগুলির নির্দেশনার দায়িত্বও পালন করেন।

তিনি ১৯৫৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। সবচেয়ে কম বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে রাড্‌ইয়ার্ড কিপলিং-এর পর পরই তার অবস্থান।

তিনি ১৯৬০ সালে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

কামুর সমাধিস্তম্ভ

কামু সম্পর্কে অন্যান্যদের উক্তি

-অবধারিতভাবেই কামু আমাদের সাংস্কৃতিক অঙ্গনের প্রধানতম ব্যক্তিবর্গের একজন হয়ে উঠেছিলেন এবং ফ্রান্সের ইতিহাস ও তাঁর নিজের শতাব্দীর তিনি ছিলেন এক স্বতন্ত্র প্রতিনিধি। - জঁ পল সার্ত্র্‌, কামুর মৃত্যুর পর।

কামুর নির্বাচিত রচনাবলি

  • লেত্রঁজে (L'Étranger; ইংরেজিতে The Outsider অথবা The Stranger) (১৯৪২)
  • লা পেস্ত (La Peste; ইংরেজিতে The Plague) (১৯৪৭)
  • লা শুত (La Chute; ইংরেজিতে The Fall) (১৯৫৬)
  • লা মর ওরোজ (La Mort heureuse; ইংরেজিতে A Happy Death) (১৯৭০)
  • ল্য প্রমিয়ের অম (Le premier homme; ইংরেজিতে The First Man) (১৯৯৫)
  • Albert Camus, Maria Casarès. Correspondencia inédite (1944-1959). Édition de Béatrice Vaillant. Avant-propos de Catherine Camus. Colección Blanche, Gallimard. Parution: 09-11-2017.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.