শেখ মুজিবুর রহমানের তৃতীয় মন্ত্রীসভা
শেখ মুজিবুর রহমানের তৃতীয় মন্ত্রীসভা সার্বভৌম ও স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম নির্বাচিত সরকার। ১৬ মার্চ ১৯৭৩ সালের সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরে গঠিত হয়। [1][2]
মন্ত্রীসভার সদস্যগণ
এই মন্ত্রিসভাটি নিম্নলিখিত মন্ত্রীদের সমন্বয়ে গঠিত হয়েছিল:[3]
![]() | ||||
মন্ত্রণালয় / বিভাগ | মন্ত্রী | দায়িত্ব গ্রহণ | অবমুক্তির তারিখ | তথ্যসূত্র |
---|---|---|---|---|
প্রধানমন্ত্রী | শেখ মুজিবুর রহমান | ১৬ মার্চ ১৯৭৩ | ২৪ জানুয়ারি ১৯৭৫ | |
কৃষি মন্ত্রণালয় | আব্দুস সামাদ আজাদ | ১৬ মার্চ ১৯৭৩ | ২৪ জানুয়ারি ১৯৭৫ | [4] |
বাণিজ্য মন্ত্রণালয় | খন্দকার মোশতাক আহমেদ | ১৬ মার্চ ১৯৭৩ | ২৪ জানুয়ারি ১৯৭৫ | |
টেলিযোগাযোগ মন্ত্রণালয় | মুহাম্মদ মনসুর আলী | ১৬ মার্চ ১৯৭৩ | ২৪ জানুয়ারি ১৯৭৫ | |
প্রতিরক্ষা মন্ত্রণালয় | শেখ মুজিবুর রহমান | ১৬ মার্চ ১৯৭৩ | ২৪ জানুয়ারি ১৯৭৫ | [5] |
অর্থ মন্ত্রণালয় | খালি | ১৬ মার্চ ১৯৭৩ | ২৪ জানুয়ারি ১৯৭৫ | |
খাদ্য মন্ত্রণালয় | আবদুল মনিম | ১৬ মার্চ ১৯৭৩ | ২৪ জানুয়ারি ১৯৭৫ | |
পররাষ্ট্র মন্ত্রণালয় | কামাল হোসেন | ১৬ মার্চ ১৯৭৩ | ২৪ জানুয়ারি ১৯৭৫ | |
বাণিজ্য মন্ত্রণালয় | আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান | ১৬ মার্চ ১৯৭৩ | ২৪ জানুয়ারি ১৯৭৫ | [4] |
বন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় | আবদুর রব সেরনিয়াবাত | ১৬ মার্চ ১৯৭৩ | অজ্ঞাত | |
মোল্লা জালাল উদ্দীন আহমেদ | অজ্ঞাত | অজ্ঞাত | ||
শেখ মুজিবুর রহমান | অজ্ঞাত | অজ্ঞাত | ||
তাজউদ্দীন আহমদ | অজ্ঞাত | অজ্ঞাত | ||
খালি | অজ্ঞাত | ২৪ জানুয়ারি ১৯৭৫ | ||
স্বাস্থ্য মন্ত্রণালয় | আব্দুল মান্নান | ১৬ মার্চ ১৯৭৩ | ২৪ জানুয়ারি ১৯৭৫ | |
স্বরাষ্ট্র মন্ত্রণালয় | আব্দুল মালেক উকিল | ১৬ মার্চ ১৯৭৩ | অজ্ঞাত | |
মুহাম্মদ মনসুর আলী | অজ্ঞাত | ২৪ জানুয়ারি ১৯৭৫ | ||
শিল্প মন্ত্রণালয় | আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান | ১৬ মার্চ ১৯৭৩ | অজ্ঞাত | |
সৈয়দ নজরুল ইসলাম | অজ্ঞাত | ২৪ জানুয়ারি ১৯৭৫ | ||
তথ্য মন্ত্রণালয় | শেখ আবদুল আজিজ | ১৬ মার্চ ১৯৭৩ | অজ্ঞাত | |
শেখ মুজিবুর রহমান | অজ্ঞাত | ২৪ জানুয়ারি ১৯৭৫ | ||
পাট মন্ত্রণালয় | তাজউদ্দীন আহমদ | ১৬ মার্চ ১৯৭৩ | অজ্ঞাত | |
শামসুল হক | অজ্ঞাত | ৮ জুলাই ১৯৭৪ | ||
শেখ মুজিবুর রহমান | ৯ জুলাই ১৯৭৪ | ২৪ জানুয়ারি ১৯৭৫ | ||
শ্রম মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় | আব্দুল মান্নান | ১৬ মার্চ ১৯৭৩ | ২৪ জানুয়ারি ১৯৭৫ | |
ভূমি মন্ত্রণালয় | মোল্লা জালাল উদ্দীন আহমেদ | ১৬ মার্চ ১৯৭৩ | ৮ জুলাই ১৯৭৪ | |
ফনী ভূষণ মজুমদার | ৯ জুলাই ১৯৭৪ | ২৪ জানুয়ারি ১৯৭৫ | ||
আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় | মনোরঞ্জন ধর | ১৬ মার্চ ১৯৭৩ | ২৪ জানুয়ারি ১৯৭৫ | |
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় | মতিউর রহমান (বাংলাদেশের রাজনীতিবিদ) | ১৬ মার্চ ১৯৭৩ | ৮ জুলাই ১৯৭৪ | |
আব্দুস সামাদ আজাদ | ৯ জুলাই ১৯৭৪ | ২৪ জানুয়ারি ১৯৭৫ | ||
পরিকল্পনা মন্ত্রণালয় | খালি | ১৬ মার্চ ১৯৭৩ | ২৪ জানুয়ারি ১৯৭৫ | |
ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয় | মহম্মদ আতাউল গণি ওসমানী | ১৬ মার্চ ১৯৭৩ | অজ্ঞাত | |
শেখ আবদুল আজিজ | ৪ অক্টোবর ১৯৭৩ | ৮ জুলাই ১৯৭৪ | ||
মুহাম্মদ মনসুর আলী | ৯ জুলাই ১৯৭৪ | ২৪ জানুয়ারি ১৯৭৫ | ||
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় | হাফিজ আহমদ চৌধুরী | ১৬ মার্চ ১৯৭৩ | ৮ জুলাই ১৯৭৪ | |
কামাল হোসেন | অজ্ঞাত | ২৪ জানুয়ারি ১৯৭৫ | ||
বিদ্যুৎ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় | আবদুর রব সেরনিয়াবাত | ১৬ মার্চ ১৯৭৩ | ২৪ জানুয়ারি ১৯৭৫ | |
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় | সোহরাব হোসেন | ১৬ মার্চ ১৯৭৩ | ২৪ জানুয়ারি ১৯৭৫ | |
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় | মিজানুর রহমান চৌধুরী | ১৬ মার্চ ১৯৭৩ | মে ১৯৭৩ | |
শেখ মুজিবুর রহমান | ৪ অক্টোবর ১৯৭৩ | অজ্ঞাত | ||
আবদুল মনিম | অজ্ঞাত | ২৪ জানুয়ারি ১৯৭৫ | ||
নৌপরিবহন মন্ত্রণালয় | মহম্মদ আতাউল গণি ওসমানী | ১৬ মার্চ ১৯৭৩ | ৮ জুলাই ১৯৭৪ | |
শেখ মুজিবুর রহমান | ৯ জুলাই ১৯৭৪ | ২৪ জানুয়ারি ১৯৭৫ | ||
টীকা
তথ্যসূত্র
- http://www.globalsecurity.org/military/world/bangladesh/pres-mujib.htm
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৯।
- Craig Baxter; Syedur Rahman (২০০৩)। Historical Dictionary of Bangladesh (Third সংস্করণ)। Scarecrow Press। পৃষ্ঠা 206–210। আইএসবিএন 0-8108-4863-5।
- "New Bangladesh Cabinet"। ১৭ মার্চ ১৯৭৩।
- "NewspaperArchive® | Genealogy & Family History Records"। newspaperarchive.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৪।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.