কারাগারের রোজনামচা
কারাগারের রোজনামচা শেখ মুজিবুর রহমানের রচিত একটি গ্রন্থ সংকলন। গ্রন্থটির নামকরণ করেন শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানা।[1] শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকীতে ২০১৭ সালে গ্রন্থটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়।
![]() কারাগারের রোজনামচা বইয়ের প্রচ্ছদ | |
লেখক | শেখ মুজিবুর রহমান |
---|---|
প্রচ্ছদ শিল্পী | তারিক সুজাত |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
বিষয় | ইতিহাস, রাজনীতি |
ধরন | আত্মজীবনী |
প্রকাশক | বাংলা একাডেমী |
প্রকাশনার তারিখ | ১৭ মার্চ ২০১৭ |
পৃষ্ঠাসংখ্যা | ৩৩২ |
আইএসবিএন | 978-9840757220 |
পূর্ববর্তী বই | অসমাপ্ত আত্মজীবনী |
পরবর্তী বই | নয়া চীন ভ্রমণ |
বিষয়বস্তু
১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত ঘটনাবহুল জেল-জীবনচিত্র এ গ্রন্থে স্থান পেয়েছে। বঙ্গবন্ধুর জেল-জীবন, জেল-যন্ত্রণা, কয়েদীদের অজানা কথা, অপরাধীদের কথা, কেন তারা এই অপরাধ জগতে পা দিয়েছিলো, তখনকার রাজনৈতিক পরিস্থিতি, কারাগারে আওয়ামী লীগ নেতা-কর্মীদের দুঃখ-দুর্দশা, গণমাধ্যমের অবস্থা, শাসক গোষ্ঠীর নির্মম নির্যাতন, ৬ দফার আবেগকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা, ষড়যন্ত্র, বিশ্বাস ঘাতকতা, প্রকৃতি প্রেম, পিতৃ-মাতৃ ভক্তি, কারাগারে পাগলদের সুখ-দুঃখ, হাসি-কান্না এই গ্রন্থে তুলে ধরা হয়েছে।[2]
অনুবাদ
বিভিন্ন ভাষায় কারাগারের রোচনামচা এর অনুবাদের তালিকা:
ভাষা | ঐ ভাষায় গ্রন্থের নাম | অনুবাদক | মোড়ক উন্মোচনের তারিখ | মোড়ক উন্মোচনের স্থান | মোড়ক উন্মোচনের উপলক্ষ | |
---|---|---|---|---|---|---|
১ | ইংরেজি | Prison Diaries | ড. ফকরুল আলম | -- | -- | -- |
২ | অসমীয়া | -- | সৌমেন ভারতীয়া | ১৯শে জুলাই ২০১৯ | -- | -- |
আরও দেখুন
- বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার দুর্লভ দলিল
- মুজিব ভাই
- বঙ্গবন্ধুর সহজ পাঠ
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালী
- জনকের মুখ
- কথাপ্রকাশ
তথসূত্র
- "কারাগারের রোজনামচা : জেল-যন্ত্রণা ও জীবন-জিজ্ঞাসা"। তারিন হোসেন। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৭।
- জয়দেব, নন্দী (২৯ মার্চ ২০১৭)। "কারাগারের রোজনামচা : জেল-যন্ত্রণা ও জীবন-জিজ্ঞাসা"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৭।