সায়মা ওয়াজেদ পুতুল

সায়মা ওয়াজেদ পুতুল একজন প্রখ্যাত অটিজম বিশেষজ্ঞ। তার পিতা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া ও মাতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা[4] সারাবিশ্বেই তিনি অটিস্টিক শিশুদের নিয়ে তাদের অধিকার ইত্যাদি নিয়েই কাজ করে যাচ্ছেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যের উপর বিশেষজ্ঞ প্যানেলের একজন সদস্য।[5] তিনি একজন লাইসেন্সপ্রাপ্ত মনোবিজ্ঞানী।[6]

সায়মা ওয়াজেদ
যেখানের শিক্ষার্থীব্যারি বিশ্ববিদ্যালয়[1]
দাম্পত্য সঙ্গীখন্দকার মাসরুর হোসাইন
পিতা-মাতাড. ওয়াজেদ মিয়া
শেখ হাসিনা
আত্মীয়সজীব ওয়াজেদ[2][3] (ভাই)

জীবনী

সায়মা ওয়াজেদ ১৯৯৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০০২ সালে ক্লিনিক্যাল মনস্তত্বে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ২০০৪ সালে স্কুল মনস্তত্বে বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন। ব্যারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ওপর গবেষণা করেন। এ বিষয়ে তার গবেষণাকর্ম ফ্লোরিডার একাডেমি অব সায়েন্স কর্তৃক শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃত হয়।

তিনি ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম এবং স্নায়বিক জটিলতাসংক্রান্ত বিষয়ের ওপর কাজ করছেন। স্বীকৃতিস্বরুপ, বিশ্ব সংস্থা কর্তৃক ২০০৪ সালে হু অ্যাক্সিলেন্স পুরস্কারে ভূষিত হন। ২০১৩ সাল থেকে বিশ্বস্বাস্থ্য সংস্থায় মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে কাজ করছেন।

ব্যক্তিগত জীবন

সায়মা ওয়াজেদ পুতুল ব্যক্তিগত জীবনে খন্দকার মাশরুর হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির তিন কন্যা এবং এক ছেলে রয়েছে।


তথ্যসূত্র

  1. "Saima Wazed Putul gets Distinguished Alumni award from Barry University"bdnews24.com। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৬
  2. "India to give Bangladesh $1bn line of credit"timesofindia.indiatimes.com। TNN। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৬
  3. Bangladesh Country Study Guide Strategic Information and Developments.। Intl Business Pubns USA। ২০১২। পৃষ্ঠা 125। আইএসবিএন 1438773897।
  4. "Autism campaigner Putul listens to the troubles of people with disabilities, stresses on inclusive development"bdnews24.com। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৬
  5. Hossain Shaikh, Emran। "Putul made WHO adviser"dhakatribune.com। Dhaka Tribune। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৬
  6. Islam Hasib, Nurul। "Disability campaigner Putul congratulates Bangladesh team, says they make nation proud"bdnews24.com। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.