সৈয়দ মাহমুদ হোসেন

সৈয়দ মাহমুদ হোসেন (জন্ম ৩১ ডিসেম্বর ১৯৫৪) একজন বাংলাদেশি আইনজীবী, যিনি বাংলাদেশের বর্তমান ও ২২ তম প্রধান বিচারপতি[1]

সৈয়দ মাহমুদ হোসেন
বাংলাদেশের প্রধান বিচারপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২ ফেব্রুয়ারি ২০১৮
নিয়োগদাতাবাংলাদেশের রাষ্ট্রপতি
পূর্বসূরীসুরেন্দ্র কুমার সিনহা
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1954-12-31) ৩১ ডিসেম্বর ১৯৫৪
জাতীয়তাবাংলাদেশি
প্রাক্তন শিক্ষার্থীইউনিভার্সিটি অব লন্ডন
জীবিকাবিচারক

জন্ম ও পরিচয়

বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের, দেওভান্ডার গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ মুস্তফা আলী ও মায়ের নাম বেগম কাওসার জাহান।[2]

শিক্ষাজীবন

সৈয়দ মাহমুদ হোসেনের শিক্ষা জীবনের কেটেছে কুমিল্লা শহরে। কুমিল্লা জেলা স্কুল থেকে ১৯৭২ সালে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ১৯৭৪ সালে এইচএসসি পরীক্ষা এবং একই কলেজ থেকে ১৯৭৬ সালে বিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে ১৯৮০ সনে কুমিল্লা আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন

১৯৮১ সালে তিনি আইনজীবী হিসেবে জেলা বারের সনদ প্রাপ্ত হন। বিএসসি ও এলএলবি সম্পন্ন করে ১৯৮১ সালে জেলা জজ আদালতে কাজ শুরু করেন তিনি।[3]  এরপর ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে অ্যাডভোকেট হিসেবে তিনি অন্তর্ভুক্ত হন।[4] ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে অ্যাডভোকেট হিসেবে তিনি অন্তর্ভুক্ত হন সৈয়দ মাহমুদ হোসেন। ১৯৯৯ সালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। এছাড়াও তিনি লন্ডন ইউনিভার্সিটির স্কুল অব ওরিয়েন্টাল আফ্রিকান স্টাডিজ এবং ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল স্টাডিজ থেকে ছয় মাসের ‘কমনওয়েলথ ইয়াং ল ইয়ার্স কোর্স’ সম্পন্ন করেন। সৈয়দ মাহমুদ হোসেন ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে এবং এর দুই বছর পর ২০০৩ সালের ২২ ফেব্রুয়ারি একই বিভাগে স্থায়ী নিয়োগ পান। এরপর ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি আপীল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।[5] সৈয়দ মাহমুদ হোসেন দু’বার নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটির চেয়ারম্যান ছিলেন। [6]

তথ্যসূত্র

  1. staff (২০১৮-০২-০২)। "Justice Mahmud Hossain to be made new CJ"The Daily Star। Dhaka। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০২
  2. "কুমিল্লার কৃতি সন্তান সৈয়দ মাহমুদ হোসেন নতুন প্রধান বিচারপতি"dailycomillanews। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০২
  3. http://www.comillarkagoj.com/2018/02/04/61496.php
  4. "নতুন প্রধান বিচারপতি হলেন সৈয়দ মাহমুদ হোসেন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০২
  5. "President appoints Justice Syed Mahmud Hossain as chief justice - bdnews24.com"। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০২ line feed character in |শিরোনাম= at position 66 (সাহায্য)
  6. "শপথ নিলেন প্রধান বিচারপতি | banglatribune.com"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.