বৈশ্য কপালী
বৈশ্য কপালী (ইংরেজি: Baishya Kapali) সাধারণত কপালী নামে পরিচিত, যারা বাঙ্গালি হিন্দু কৃষিজীবি শ্রেণীর অর্ন্তভূক্ত। এই গোষ্ঠীর বিস্তার মূলত বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে। এছাড়াও বিহার, ত্রিপুরা, উড়িশ্যা, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, চন্ডিগড়, উত্তরপ্রদেশ, আসাম ও আন্দামান নিকোরাব দ্বীপসহ ভারতে বিভিন্ন রাজ্য এবং নেপালে তারা অল্প সংখ্যায় ছড়িয়ে আছে। কপালীরা সাধারণত পাট উৎপাদনে পারদর্শী যা দ্বারা চটের ব্যাগ উৎপাদন করা হয়। ভারতের পশ্চিমবঙ্গে কাপালীদের অন্যান্য অনগ্রসর জাতি শ্রেণীর তালিকাভুক্ত করা হয়।[1]
বৈশ্য কপালী | |
---|---|
ধর্মীয় বিশ্বাস | হিন্দু |
ভাষা | বাংলা |
জনবহুল অঞ্চল | পশ্চিমবঙ্গ, বাংলাদেশ |
পারিবারিক উপাধি | বিশ্বাস, রায়, চৌধুরী, সরকার, ভৌমিক, দাস, মল্লিক, ধর, মুনশি, মন্ডল, সিকদার, কপালী, কিরতানিয়া |
ইতিহাস

পাটের আঁশ ছাড়ানোর দৃশ্য
উল্লেখযোগ্য ব্যক্তি
আরও দেখুন
- পাট
তথ্যসূত্র
- "List of Other Backward Classes (O.B.C.) Recognized by Govt. of West Bengal" (PDF)। ১৩ নভেম্বর ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৬।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.