শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠ
শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠ ১৯৮৯ সালে পুরীতে (উড়িষ্যা, ভারত) ভক্তি প্রমোদ পুরী গোস্বামী প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক হিন্দু গৌড়ীয় বৈষ্ণব সংগঠন।[1]
শ্রীল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী (১৮৯৮-১৯৯৯), পূর্বে গৌড়ীয় মঠ এ ছিলেন। খুব দেরি করে ছাত্র গ্রহণ করতে শুরু করেছিলেন ও একই সাথে তাঁর সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৯৯ সালে তাঁর মৃত্যুর পর, শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠ ভক্তি বিবুধ বোধায়ন গোস্বামী নেতৃত্ব দেন।
১৯৯৪ সাল রাশিয়াতে আছে । ১৯৯৮ সালে মস্কোতে শ্রী বিনোদ বাণীসেবা আশ্রম খোলা হয়েছিল।[2][3][4]
তথ্যসূত্র
- ইভানেঙ্কো ২০০৮।
- রাশিয়ার আধুনিক ধর্মীয় জীবন টি ৩। ২০০৫। পৃষ্ঠা ৩৫৯।
- "Home"। Sri Gopinath Gaudiya Math (ইংরেজি ভাষায়)। ২০১৮-০১-৩০। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৪।
- "শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠ"। web.archive.org। ১৬ জুলাই ২০১২। সংগ্রহের তারিখ এপ্রিল ১৪, ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.