জ্যোতির্ময়ী সিকদার

জ্যোতির্ময়ী সিকদার একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ক্রীড়াবিদ। চতুর্দশ ভারতীয় লোকসভায় পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর (লোকসভা নির্বাচনী এলাকা) থেকে সত্যব্রত মুখার্জীকে পরাজিত করে উনি সাংসদ নির্বাচিত হন। ২০১৪ সালে কৃষ্ণনগর থেকে দ্বিতীয়বার প্রতিদ্বন্দীতা করেন, তবে জয়লাভ করতে পারেননি। ২০১৯ সালে তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।[1]

জ্যোতির্ময়ী সিকদার
লোকসভা সাংসদ, লোকসভা
কাজের মেয়াদ
২০০৪  ২০০৯
পূর্বসূরীসত্যব্রত মুখার্জী
উত্তরসূরীতাপস পাল
সংসদীয় এলাকাকৃষ্ণনগর
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1969-12-11) ১১ ডিসেম্বর ১৯৬৯
নদীয়া, পশ্চিম বঙ্গ
রাজনৈতিক দলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
দাম্পত্য সঙ্গীঅবতার সিং
সন্তান১ ছেলে
বাসস্থানকলকাতা
১৭ সেপ্টেম্বর, ২০০৬ অনুযায়ী
উৎস:

উনি একজন মধ্যম দূরত্ব রানার ছিলেন এবং ১৯৯৫ সালে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৮০০ মিটারে সোনাজয়ী হন। ১৯৯৮ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬০০ এবং ১৫০০ মিটারে উনি ব্রোঞ্জ লাভ করেন এবং ওই একই বছরে ব্যাংককে এশিয়ান গেমসে ওই দুই বিভাগে সোনা জয় করেন।

তথ্যসূত্র

  1. 'সোনার মেয়ের' CPM ত্যাগ, মমতার সভায় জ্যোতির্ময়ী শিকদার!
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.