বাগদি

বাগদি (বর্গক্ষত্রিয়) একপ্রকার হিন্দু তফসিলি জাতিবিশেষদ্রাবিড়-বংশোদ্ভুত এই জাতিগোষ্ঠীর প্রধান বাসস্থান পশ্চিমবঙ্গবাংলাদেশ। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, বীরভূম ইত্যাদি জেলায় প্রচুর সংখ্যায় বাগদিরা বাস করেন। এঁদের ভাষা বাংলা[1][2][3]

২০০১ সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে বাগদিদের সংখ্যা ২,৭৪০,৩৮৫। এঁরা রাজ্যের তফসিলি জাতি জনসংখ্যার মোট ১৪.৯ শতাংশ। বাগদিদের মধ্যে ৪৭.৭ শতাংশ শিক্ষিত – এর মধ্যে পুরুষ সাক্ষরতার হার ৬০.৪ শতাংশ এবং নারী সাক্ষরতার হার ৩৪.৮ শতাংশ।[4]

প্রাচীনকালে বাগদিরা ছিল পেশাদার যোদ্ধা জাতি।

পাদটীকা

  1. Rahman, S M Mahfuzur। "Bagdi"Banglapedia। Asiatic Society of Banglaadesh। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২৯
  2. O’Malley, L.S.S., Bengal District Gazaeteers, Bankura, pp. 65-67, 1995 edition, Government of West Bengal
  3. O’Malley, L.S.S., Bengal District Gazeteers, Birbhum, p.41, 1996 edition, Government of West Bengal
  4. "West Bengal, Census of India 2001, Data Highlights – The Scheduled Castes" (PDF)। Office of the Registrar General, India। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.