বেরলভী
বেরলভী বা রেজভী (English: Barelvi) হল দক্ষিণ এশিয়ায় ২০ কোটির বেশি অনুসারীদের সুন্নি হানাফি মাযহাবের একটি আন্দোলন।[1] ভারতের উত্তর প্রদেশের বেরেলি জেলার শহর বেরেলি থেকে এর সূচনা হয় তাই ভারতে এবং পাকিস্তানে বেরলভী বা ব্রেলভী নামে পরিচিত। কিন্তু বাংলাদেশে এরা রেজভী নামে বেশি পরিচিত, এর প্রতিষ্ঠাতা ও প্রধান নেতা আহমেদ রেজা খান বেরলভী (১৮৫৬-১৯২১)।[2]
![]() নিম্নোক্ত সিরিজের অংশ বেরলভী আন্দোলন | |
![]() | |
ইমাম আহমদ রেজা খানের মাজার | |
প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় ব্যক্তিত্ব | |
আহমদ রেজা খান বেরলভী | |
ইতিহাস/আন্দোলন | |
নিখিল ভারত সুন্নি সম্মেলন | |
উল্লেখযোগ্য আলেম | |
অতীত বর্তমান | |
প্রতিষ্ঠান | |
ভারত
জামিয়াতুর রেজা বেরেলি পাকিস্তান
জামিয়া নাইমিয়া লাহোর 'যুক্তরাজ্য জামিয়া আল-কারাম | |
সাহিত্য | |
কানজুল ঈমান, ফতোয়া-ই-রেজভিয়া | |
সংগঠন | |
ওয়ার্ল্ড ইসলামিক মিশন | |

প্রচার মাধ্যম এবং একাডেমিয়াতে বেরলভী নাম সাধারণত ব্যবহৃত হয় তবে আন্দোলনের অনুসারীরা প্রায়ই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের শিরোনাম বা সুন্নি হিসাবে নিজেদের পরিচিত দিয়ে থাকে।[3] বেরলভীরা ফিকীহ মাসয়ালায় হানাফী মাযহাবের অনুসারী।[3] তবে বেরলভীদের আকীদা-বিশ্বাস অন্য সুন্নী দলগুলো দ্বারা সমালোচিত হয়েছে[4]। এরা ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী জশনে জুলুস বা আনন্দ শোভাযাত্রা করে।[5] বাংলাদেশের চট্টগ্রামে প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ মানুষ নিয়ে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর উদ্দ্যগে প্রতি বছর জশনে জুলুস অনুষ্ঠিত হয়।[5] এছাড়া ভারত ও পাকিস্তানের বিভিন্ন এলাকায় জশনে জুলুস অনুষ্ঠিত হয়।
বাংলদেশে আহমেদ রেজা খান বেরলভী এর অনুসারির সংখ্যা কম নয়, চট্টগাম বিভাগে এদের সংখ্যা বেশি দেখা যায়, পাকিস্তান ও ভারতে তার অনুসারির সংখ্যা অনেক। তারা সুফিবাদে বিশ্বাসি।[6]
মুহাম্মদ (সঃ) সম্পর্কে আকিদা
- রাসূলুল্লাহ (সঃ) কে আল্লাহ সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হত না।
- রাসূলুল্লাহ (সঃ) নুরের তৈরি।
- রাসূলুল্লাহ (সঃ) আমাদের মতই কবরে জীবিত আছেন।
- রাসূলুল্লাহ (সঃ) সব জায়গায় হাজির ও নাজির।
- রাসূলুল্লাহ (সঃ) গায়েব জানেন অর্থাৎ অদৃশ্য এবং ভবিষ্যৎ এর জ্ঞান রাখেন।
শিক্ষা প্রতিষ্ঠান
ভারত
- মানজার-এ-ইসলাম, বেরেলি, উত্তর প্রদেশ ,ভারত।
- আল জমিয়াতুল আশরাফিয়া, আজমগড়, উত্তর প্রদেশ, ভারত।
- জামিয়াতুর রেজা, বেরেলি, উত্তর প্রদেশ ,ভারত।
- আল-জামে-অতুল-ইসলামিয়া, ফৈজাবাদ, উত্তর প্রদেশ ,ভারত।
- জামিয়া আমজাদিয়া রিজভিয়া ঘসি, মাউ, উত্তর প্রদেশ, ভারত।
- জামিয়া নিজামিয়া, হায়দ্রাবাদ, তেলঙ্গানা, ভারত।
পাকিস্তান
![]() |
সুন্নি ইসলাম
![]() |
---|
সিরিজের অংশ |
বিশ্বাসসমূহ |
তাওহীদ বা একেশ্বরবাদ ইসলামের পয়গম্বর / নবুয়াত ধর্মগ্রন্থসমূহ · ফেরেশতা আখিরাত · তাকদীর বা ভাগ্য |
পঞ্চস্তম্ভ |
কালিমা · নামাজ যাকাত · রোজা · হজ্জ |
খুলাফায়ে রাশেদীন |
আবু বকর · ওমর ইবনে আল-খাত্তাব উসমান ইবনে আফ্ফান · আলী ইবন আবী তালিব |
মাযহাব |
হানাফি · মালেকি · শাফিঈ · হাম্বলি · জাহিরি |
বিলুপ্ত মাযহাব |
আওযাঈ · লায়েসি · সাওরি · জারিরি |
ইসলামী ধর্মতত্ত্ব |
মাতুরিদি · আশআরী · আছারি |
আন্দোলনসমূহ |
বেরলভী · দেওবন্দি · সালাফি |
হাদীস গ্রন্থসমূহ |
সিহাহ সিত্তাহ সহীহ বুখারী · সহীহ মুসলিম আল-সুনান আল-সুঘরা · সুনান আবু দাউদ সুনান আত-তিরমিযী · সুনান ইবনে মাজাহ |
বাংলাদেশ
- জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা পশ্চিম ষোলশহর, চট্টগ্রাম।
- কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর, ঢাকা।
- মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
- মাদ্রাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাজিল হালিশহর, চট্টগ্রাম।
- মাদ্রাসা-এ- তৈয়্যবিয়া হাফিজিয়া কালুরঘাট, চট্টগ্রাম।
সংগঠন
পাকিস্তান
- জামিয়াত উলেমা-ই-পাকিস্তান
- সুন্নি ইত্তেহাদ কাউন্সিল
- জামাত আহলে সুন্নত
- তানজিম উল মাদারিস
- সুন্নি তেহরিক
- মজলিস-ই-তাহাফফুজ-ই-খতমে নবুয়ত
ভারত
- রাজা একাডেমি
- দরগাহ-এ-আলা হযরত
প্রতিষ্ঠাতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব
আরও দেখুন
তথ্যসূত্র
- "Barelvi - Oxford Reference" (ইংরেজি ভাষায়)। doi:10.1093/oi/authority.20110803095446664। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-২৬।
- Sanyal, Usha (জুলাই ১৯৯৮)। "Generational Changes in the Leadership of the Ahl-e Sunnat Movement in North India during the Twentieth Century"। Modern Asian Studies (ইংরেজি ভাষায়)। 32 (3): 635–656। আইএসএসএন 1469-8099।
- Hewer, C. T. R.; Anderson, Allan (২০০৬)। Understanding Islam: The First Ten Steps (ইংরেজি ভাষায়)। SCM Press। আইএসবিএন 9780334040323।
- "বেরলভী মতবাদ : ভিত্তিহীন আকীদা ও ভ্রান্ত ধ্যানধারণা"। মাসিক আলকাউসার। আগস্ট ২০১৬।
- Kantho, Kaler। "এবার ৪৪তম 'জশনে জুলুস' | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২০।
- Sutherland, Stewart R. (১৯৮৮-০১-০১)। The World's Religions (ইংরেজি ভাষায়)। G.K. Hall। আইএসবিএন 9780816189786।