বেরলভী

বেরলভী বা রেজভী (English: Barelvi) হল দক্ষিণ এশিয়ায় ২০ কোটির বেশি অনুসারীদের সুন্নি হানাফি মাযহাবের একটি আন্দোলন।[1] ভারতের উত্তর প্রদেশের বেরেলি জেলার শহর বেরেলি থেকে এর সূচনা হয় তাই ভারতে এবং পাকিস্তানে বেরলভী বা ব্রেলভী নামে পরিচিত। কিন্তু বাংলাদেশে এরা রেজভী নামে বেশি পরিচিত, এর প্রতিষ্ঠাতা ও প্রধান নেতা আহমেদ রেজা খান বেরলভী (১৮৫৬-১৯২১)।[2]


নিম্নোক্ত সিরিজের অংশ
বেরলভী আন্দোলন
ইমাম আহমদ রেজা খানের মাজার
প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় ব্যক্তিত্ব

আহমদ রেজা খান বেরলভী
পীর জামাত আলি শাহ
হামিদ রেজা খান
মুস্তাফা রেজা খান কাদেরী
মাওলানা আবদুল হামিদ কাদেরী বদায়ূনী
মুহাম্মদ করম শাহ আল-আজহারি
মুহাম্মদ আবদুল গফুর হাজারভি

ইতিহাস/আন্দোলন

নিখিল ভারত সুন্নি সম্মেলন
তেহরিক-ই-খতমে নবুয়ত
শহীদ গঞ্জ মসজিদ
শুদ্ধি বিরোধী আন্দোলন
শাহ বানু আন্দোলন

উল্লেখযোগ্য আলেম

অতীত
খাজা কমরউদ্দিন সিয়ালভি
শাহ আহমদ নুরানি
আবদুল সাত্তার খান নিয়াজি
আরশাদুল কাদরি
শামসুল হাসান শামস বেরলভি
সরফরাজ আহমেদ নাইমি
সাহেবজাদা হাজি মুহাম্মদ ফজল করিম
নুরুল ইসলাম ফারুকী
আখতার রেজা খান

বর্তমান
কাওকাব নুরানি উকাড়বী
আশরাফ আসিফ জালালি
কামারুজ্জামান আজমি
আমিন মিয়া কাদরি
শেখ আবু বকর আহমেদ
সৈয়দ শুজাত আলি কাদরি
মুহাম্মদ আরশাদ মিসবাহি
হামিদ সাইদ কাজমি
ইয়াসিন আখতার মিসবাহি
মুকাররম আহমেদ
মুহাম্মদ সাইদ নুরি

প্রতিষ্ঠান

ভারত জামিয়াতুর রেজা বেরেলি
মানজার-এ-ইসলাম বেরেলি
আল জামিয়াতুল আশরাফিয়া আজমগড়
আল জামিয়াতুল ইসলামিয়া মাও
জামিয়াতুল মদিনা বৈশ্বিক
জামিয়া নিজামিয়া হায়দ্রাবাদ,

পাকিস্তান জামিয়া নাইমিয়া লাহোর
জামিয়া আমজাদিয়া রিজভিয়া করাচি
জামিয়া নিজামিয়া গাউসিয়া ওয়াজিরাবাদ,

'যুক্তরাজ্য জামিয়া আল-কারাম
আল-মুস্তাফা ইসলামিক কালচারাল সেন্টার আয়ারল্যান্ড

সাহিত্য

কানজুল ঈমান, ফতোয়া-ই-রেজভিয়া
বাহারে শরিয়ত, হুসামুল হারামাইন
মানাকিব-আল-জালিলা

সংগঠন

ওয়ার্ল্ড ইসলামিক মিশন
জামিয়াত উলেমা-ই-পাকিস্তান
জামাত আহলে সুন্নত
সুন্নি তেহরিক
সুন্নি ইত্তেহাদ কাউন্সিল
মজলিস-ই-তাহাফফুজ-ই-খতমে নবুয়ত
তানজিম উল মাদারিস
রেজা একাডেমি
দরগাহ-এ-আলা হযরত

প্রচার মাধ্যম এবং একাডেমিয়াতে বেরলভী নাম সাধারণত ব্যবহৃত হয় তবে আন্দোলনের অনুসারীরা প্রায়ই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের শিরোনাম বা সুন্নি হিসাবে নিজেদের পরিচিত দিয়ে থাকে।[3] বেরলভীরা ফিকীহ মাসয়ালায় হানাফী মাযহাবের অনুসারী।[3] তবে বেরলভীদের আকীদা-বিশ্বাস অন্য সুন্নী দলগুলো দ্বারা সমালোচিত হয়েছে[4]। এরা ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী জশনে জুলুস বা আনন্দ শোভাযাত্রা করে।[5] বাংলাদেশের চট্টগ্রামে প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ মানুষ নিয়ে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর উদ্দ্যগে প্রতি বছর জশনে জুলুস অনুষ্ঠিত হয়।[5] এছাড়া ভারত ও পাকিস্তানের বিভিন্ন এলাকায় জশনে জুলুস অনুষ্ঠিত হয়।

বাংলদেশে আহমেদ রেজা খান বেরলভী এর অনুসারির সংখ্যা কম নয়, চট্টগাম বিভাগে এদের সংখ্যা বেশি দেখা যায়, পাকিস্তান ও ভারতে তার অনুসারির সংখ্যা অনেক। তারা সুফিবাদে বিশ্বাসি।[6]

মুহাম্মদ (সঃ) সম্পর্কে আকিদা

  • রাসূলুল্লাহ (সঃ) কে আল্লাহ সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হত না।
  • রাসূলুল্লাহ (সঃ) নুরের তৈরি।
  • রাসূলুল্লাহ (সঃ) আমাদের মতই কবরে জীবিত আছেন।
  • রাসূলুল্লাহ (সঃ) সব জায়গায় হাজির ও নাজির।
  • রাসূলুল্লাহ (সঃ) গায়েব জানেন অর্থাৎ অদৃশ্য এবং ভবিষ্যৎ এর জ্ঞান রাখেন।

শিক্ষা প্রতিষ্ঠান

ভারত

পাকিস্তান

বাংলাদেশ

সংগঠন

বাংলাদেশ

পাকিস্তান

  • জামিয়াত উলেমা-ই-পাকিস্তান
  • সুন্নি ইত্তেহাদ কাউন্সিল
  • জামাত আহলে সুন্নত
  • তানজিম উল মাদারিস
  • সুন্নি তেহরিক
  • মজলিস-ই-তাহাফফুজ-ই-খতমে নবুয়ত

ভারত

প্রতিষ্ঠাতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Barelvi - Oxford Reference" (ইংরেজি ভাষায়)। doi:10.1093/oi/authority.20110803095446664। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-২৬
  2. Sanyal, Usha (জুলাই ১৯৯৮)। "Generational Changes in the Leadership of the Ahl-e Sunnat Movement in North India during the Twentieth Century"Modern Asian Studies (ইংরেজি ভাষায়)। 32 (3): 635–656। আইএসএসএন 1469-8099
  3. Hewer, C. T. R.; Anderson, Allan (২০০৬)। Understanding Islam: The First Ten Steps (ইংরেজি ভাষায়)। SCM Press। আইএসবিএন 9780334040323।
  4. "বেরলভী মতবাদ : ভিত্তিহীন আকীদা ও ভ্রান্ত ধ্যানধারণা"। মাসিক আলকাউসার। আগস্ট ২০১৬।
  5. Kantho, Kaler। "এবার ৪৪তম 'জশনে জুলুস' | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২০
  6. Sutherland, Stewart R. (১৯৮৮-০১-০১)। The World's Religions (ইংরেজি ভাষায়)। G.K. Hall। আইএসবিএন 9780816189786।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.