দরগাহ-এ-আলা হযরত
মুসলিম মিল্লাত যখন দিশেহারা তখন বিদাতের যৌক্তিকতা ও দিশারী হিসেবে ইমাম আহমাদ রেযা খান বেরেলভী ইসলামের সঠিক ব্যাখা দিয়ে মানুষকে পথ দেখিয়েছেন বলে তার অনুসারীরা দাবি করে।
দরগাহ-এ-আলা হযরত ইমাম আহমদ রেজা | |
---|---|
![]() | |
দেশ | ভারত |
রাজ্য | উত্তর প্রদেশ |
শহর | বেরেলী |
ওয়েবসাইট | http://aalaahazrat.com/ |
দরগাহ-এ-আলা হযরত উনবিংশ শতাব্দির হানাফী ফকীহ আহমদ রেজা খান বেরলভীর (১৮৫৬-১৯২১) মাজার শরীফ। ভারতে সালাফি বিশ্বাসের বিরুদ্ধে তার অবস্থানর জন্য আহমদ রেজা খান বেরলভী বিশেষভবে পরিচিত। তার দরগাহটি বেরেলী শহরে, ভারতের উত্তর প্রদেশের একটি শহর, অবস্থিত। [1][2][3] হযরত আল্লামা শাহ মেহমুদ জান কাদরি দিয়াশলায়ের কাঠি দ্বারা দরগাহের গম্বুজটির নকশা অঙ্কিত করেন।[4] দক্ষিণ এশিয়ার সুন্নি মুসলমানদের জন্য দরগাহটি আধ্যাত্বিক সুফি কেন্দ্র হিসেবে পরিগণিত হয়ে থাকে। দরগাহ প্রাঙ্গণে বার্ষিক ওরছ শরীফ উদযাপিত হয়ে থাকে। ওরছ-এ-রিজভী উদযাপনের জন্য পৃথিবী প্রত্যেক জায়গা থেকে ভক্ত অনুসারীরা দরগাহ প্রাঙ্গনে প্রতিবছর উপস্থিত হয়।[2]
২০১৪ সালে দরগাহ-এ-আলা হযরতে আহমদ রেজা খান বেরলভীর ওফাত বার্ষিক (ওরছ-এ-রজভী) উদযাপনের সময় তালেবান এবং সালাফি মতাদর্শের অনুসারীরা হামলা করলে ব্রেলভী আলেমরা নিন্দা জ্ঞাপন করেন।[5]
তথ্যসূত্র
- Dargah e Ala-Hazrat, Bareilly nativeplanet.com
- "Death anniversary, Urs-e-Ala Hazrat Imam Ahmed Raza Khan Qadri 2013 in Bareilly Shareef, India"। ১৯ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৬।
- 'We send love and peace for all!' Bareilly dargahs urge the faithful to vote... but don't say who for
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৪ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৬।
- "Clerics campaign against Wahabis, Taliban at Ala Hazrat - The Times of India"। timesofindia.indiatimes.com। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-২৮।