জাহিরি
জাহিরি (আরবি: ظاهري) হল ইসলামি আইনের অন্যতম মাজহাব। আইনবিদ দাউদ ইবনে আলি এ মাযহাবের প্রতিষ্ঠাতা। তারা কোরআন হাদীসের জাহেরী বা বাহ্যিক দিকের অনুস্মরণ করতেন। তাই এ মাযহাবের প্রবক্তা এবং অনুসারীদের জাহেরী বলা হয়। । ইবনে হাজম আজ জাহেরী এ মাযহাবকে সমৃদ্ধ করে তোলেন।
![]() |
সুন্নি ইসলাম
![]() |
---|
সিরিজের অংশ |
বিশ্বাসসমূহ |
তাওহীদ বা একেশ্বরবাদ ইসলামের পয়গম্বর / নবুয়াত ধর্মগ্রন্থসমূহ · ফেরেশতা আখিরাত · তাকদীর বা ভাগ্য |
পঞ্চস্তম্ভ |
কালিমা · নামাজ যাকাত · রোজা · হজ্জ |
খুলাফায়ে রাশেদীন |
আবু বকর · ওমর ইবনে আল-খাত্তাব উসমান ইবনে আফ্ফান · আলী ইবন আবী তালিব |
মাযহাব |
হানাফি · মালেকি · শাফিঈ · হাম্বলি · জাহিরি |
বিলুপ্ত মাযহাব |
আওযাঈ · লায়েসি · সাওরি · জারিরি |
ইসলামী ধর্মতত্ত্ব |
মাতুরিদি · আশআরী · আছারি |
আন্দোলনসমূহ |
বেরলভী · দেওবন্দি · সালাফি |
হাদীস গ্রন্থসমূহ |
সিহাহ সিত্তাহ সহীহ বুখারী · সহীহ মুসলিম আল-সুনান আল-সুঘরা · সুনান আবু দাউদ সুনান আত-তিরমিযী · সুনান ইবনে মাজাহ |
মধ্যযুগ থেকে এই মতের অনুসারীদের সংখ্যা কমতে থাকে। মরক্কো ও পাকিস্তানে এ মাযহাবের কিছু অনুসারি আছে। অতীতে মেসোপটেমিয়া, দক্ষিণ ইরান, ইবেরিয়ান উপদ্বীপ, বেলেরিক দ্বীপ ও উত্তর আফ্রিকায় এর অনেক অনুসারী ছিল। আধুনিককালের আহলে হাদিস আন্দোলনের অনেকেই জাহিরি চিন্তাধারার অনুসরণ করেন।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.