সহীহ মুসলিম
সহীহ মুসলিম (আরবি: صحيح مسلم) হাদিস বিষয়ক একটি সুপ্রসিদ্ধ গ্রন্থ। এটি কুতুব আল-সিত্তাহ অর্থাৎ হাদীস বিষয়ক প্রধান ছয়টি গ্রন্থের দ্বিতীয় গ্রন্থ।[1][2]
![]() |
সুন্নি ইসলাম
![]() |
---|
সিরিজের অংশ |
বিশ্বাসসমূহ |
তাওহীদ বা একেশ্বরবাদ ইসলামের পয়গম্বর / নবুয়াত ধর্মগ্রন্থসমূহ · ফেরেশতা আখিরাত · তাকদীর বা ভাগ্য |
পঞ্চস্তম্ভ |
কালিমা · নামাজ যাকাত · রোজা · হজ্জ |
খুলাফায়ে রাশেদীন |
আবু বকর · ওমর ইবনে আল-খাত্তাব উসমান ইবনে আফ্ফান · আলী ইবন আবী তালিব |
মাযহাব |
হানাফি · মালেকি · শাফিঈ · হাম্বলি · জাহিরি |
বিলুপ্ত মাযহাব |
আওযাঈ · লায়েসি · সাওরি · জারিরি |
ইসলামী ধর্মতত্ত্ব |
মাতুরিদি · আশআরী · আছারি |
আন্দোলনসমূহ |
বেরলভী · দেওবন্দি · সালাফি |
হাদীস গ্রন্থসমূহ |
সিহাহ সিত্তাহ সহীহ বুখারী · সহীহ মুসলিম আল-সুনান আল-সুঘরা · সুনান আবু দাউদ সুনান আত-তিরমিযী · সুনান ইবনে মাজাহ |
![]() | |
লেখক | মুসলিম বিন হাজ্জাজ |
---|---|
ধারাবাহিক | সিহাহ সিত্তাহ |
ধরন | হাদিসের সংকলন |
হাদিস | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
নিম্নিলিখিত বিষয়ের উপর ধারাবাহিকভাবে লিখিত | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সম্পর্কিত বিষয়সমূহ
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বর্ণনা
‘সহীহ মুসলিম’ হাদিসের অন্যতম একটি গ্রন্থের নাম। ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ ইবনে মুসলিম আল কুশাইরী হলেন এই মহান গ্রন্থের সংকলক। বর্তমান ইরানের খোরাসান প্রদেশের নিশাপুরে ২০৪ হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। মৃত্যুবরণ করেন ২৬১ হিজরির ২৬ শে রজব এবং নিশাপুরেই তাকে দাফন করা হয়।
তার অন্যান্য সংকলনের মধ্যে সহীহ মুসলিম হলো সবচে প্রসিদ্ধ ও গ্রহণযোগ্য। মুসলিম হাদীস বিশারদদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী কোরআন মাজীদের পর পৃথিবীর বুকে বিশুদ্ধতম দ্বিতীয় গ্রন্থ হলো ‘সহীহ মুসলিম’। শক্তিশালি পরিকল্পনার পাশাপাশি অত্যন্ত যত্নের সাথে গুছিয়ে ইমাম মুসলিম তৈরি করেছেন সংকলনটি। উক্ত কর্মটি সম্পন্ন করতে তার সময় লেগেছে প্রায় পনের বছর। এই গ্রন্থ সংকলনে তার সুনির্দিষ্ট পরিকল্পনা ও সযত্ন সুন্দর বিন্যাসকে বিবেচনা করে তার যুগের পশ্চিমা বহু মুহাদ্দিস সহীহ মুসলিমকে সহীহ বুখারী’র উপর প্রাধান্য দিয়ে তাকে ‘শ্রেষ্ঠ হাদীস গ্রন্থ’ হিসেবে মন্তব্য করেছেন। তাদের অন্যতম একজন হাফিজুল হাদীস আবু আলী নায়সাবুরী বলেন: ‘আসমানের নিচে ইলমে হাদীস সংক্রান্ত ইমাম মুসলিমের কিতাব অপেক্ষা বিশুদ্ধতম কোন কিতাব নাই। হাদিসের এ গ্রন্থ সংকলনের ক্ষেত্রে ইমাম মুসলিম তার একান্ত আস্থাভাজন ছাত্রদের সহযোগিতাও নিয়েছেন। তার ছাত্র আহমদ বিন সালামা বলেন, ‘ইমাম মুসলিমের সাথে তার ‘সহীহ’ সংকলনের ক্ষেত্রে আমি পনেরো বছর কাজ করেছি,
হাদিস সংখ্যা
এতে প্রায় ১২ হাজার হাদীস রয়েছে (পুনরুক্তসহ)। পুনরুক্ত বাদ দিলে হাদীসের সংখ্যা হবে প্রায় ৪০০০।’ ইমাম মুসলিম তার মুখস্ত তিন লক্ষাধিক হাদীস থেকে বাছাই করে বিশুদ্ধ হাদীসের এ সংকলনটি তৈরি করেছেন।
আরও দেখুন
তথ্যসূত্র
- "Sahih Muslim (7 Vol. Set)"। 05 September 2015। ১ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৭।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩০ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৭।