রিয়াযুস সালিহিন

রিয়াযুস সালিহিন যা অন্যনামে ধার্মিকদের জান্নাত উল্লেখ করে।[1] এই কিতাবটি আর কুরআনের আয়াতের সংকলনে লিখিত হাদিস। এ হাদিসে ইসলামী সুনীতি এবং ইবাদত ও বিনয় কাজ, যা মুসলিম পন্ডিতদের দ্বারা স্বীকৃত ও হযরত মুহাম্মদ (স.) এবং কুরআনের প্রামাণ্য সংগ্রহের অন্তভূক্ত।

বর্ণনা

এই হাদীসের বইটির সংকলক ইমাম আন-নববী। এর মোট হাদিস প্রায় ১৯০০ টি এবং মোট অধ্যায় ৩৮৮ টি। এর অনেকগুলো কুরআনের আয়াতের সাথে মিলিত। এর হাদীসগুলো নেওয়া হয়েছে সিহাহ সিত্তাহ এর হাদীস গ্রন্থ ও মুয়াত্তা ইমাম মালিক, মুসনাদ আহমদসহ অন্য কিছু গ্রন্থ থেকে। [2]

আরও দেখুন

রিয়াযুস স্বা-লিহীন Riyadus Salehin Bangla With Interactive Link https://archive.org/download/RiyadusSalehinBanglaWithInteractiveLink/Riyadus%20Salehin%20Bangla%20with%20Interactive%20Link.pdf

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.