পাঞ্জাব, পাকিস্তান

পাঞ্জাব (پنجاب) পাকিস্তানের একটি প্রদেশ যা দেশটির উত্তর-পূর্ব অংশে অবস্থিত। এটি আদিতে ঐতিহাসিক পাঞ্জাব অঞ্চলের অংশ ছিল; ঐ অঞ্চলের পশ্চিম অংশ নিয়ে বর্তমান পাকিস্তানি প্রদেশটি গঠিত হয়েছে। এর আয়তন ২,০৫,৩৪৪ বর্গকিলোমিটার। এর পূর্বে ভারত, পশ্চিমে পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশ, দক্ষিণে সিন্ধ প্রদেশ। পাঞ্জাব প্রদেশটি ইসলামাবাদ রাজধানী অঞ্চলকে ঘিরে রেখেছে।

Punjab
پنجاب
প্রদেশ

পতাকা

সীলমোহর
পাঞ্জাব প্রদেশের অবস্থান
স্থানাঙ্ক: ৩১° উত্তর ৭২° পূর্ব / 31; 72
দেশপাকিস্তান
প্রতিষ্ঠা১লা জুলাই ১৯৭০
রাজধানীলাহোর
বৃহত্তম শহরলাহোর
সরকার
  ধরনপ্রদেশ
  শাসকপ্রাদেশিক অ্যাসেম্বলি
  গভর্নরমালিক মুহাম্মদ রফিক রাজওয়ানা[1] (পিএমএল এন)
  মুখ্যমন্ত্রীMian Shahbaz Sharif (PML N)
  Legislatureunicameral (371 seats)
  উচ্চ বিচারালয়লাহোর হাই কোর্ট
আয়তন
  মোট২০৫৩৪৪ কিমি (৭৯২৮৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১৩)
  মোট৮,১৮,৪৫,৪৩৩[2]
সময় অঞ্চলপিকেটি (ইউটিসি+৫)
আইএসও ৩১৬৬ কোডPK-PB
মূল ভাষাসমূহপাঞ্জাবি (সরকারী)
ইংরেজি
উর্দু (জাতীয়)
সারাইকি
হিন্দ্‌কো
পশতু
বেলুচি
Notable sports teamsLahore Qalandars
Lahore Lions
Rawalpindi Rams
Sialkot Stallions
Bahawalpur Stags
Assembly seats371[3]
জেলা সমূহ৩৬
তেহসিল/শহর১২৭
ওয়েবসাইটwww.punjab.gov.pk

পাঞ্জাব পাকিস্তানের সবচেয়ে সমৃদ্ধ কৃষি অঞ্চল। পাকিস্তানের বেশির ভাগ গম এবং অর্ধেক পরিমাণ ধান এখানেই উৎপাদিত হয়। এছাড়াও এখানে তুলা, আখ, যব, তৈলবীজ, ডাল, ফল এবং শাকসবজি ফলানো হয়। প্রায় সমস্ত আবাদী ভূমি সেচের আওতাভুক্ত।

পাঞ্জাব প্রদেশে টেক্সটাইল, যন্ত্রপাতি এবং খাদ্য প্রক্রিয়াকরণের শিল্পকারখানা আছে। এখানে কয়লা ও লোহার আকরিকের খনিও আছে। ইউরেনিয়ামের মজুদ নিশ্চিত হয়েছে।

পাকিস্তানের রাষ্ট্রপতি পাঞ্জাবের গভর্নরকে নিয়োগ প্রদান করেন এবং তাঁকে প্রাদেশিক আইনসভার নির্বাচিত সদস্য থেকে একজন মন্ত্রী পাঞ্জাব প্রদেশ পরিচালনায় সাহায্য করেন।লাহোর শহর প্রদেশের রাজধানী।

পাঞ্জাব পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ। এখানে পাকিস্তানের প্রায় অর্ধেক লোক বাস করে। বেশির ভাগ লোক গ্রামীণ এলাকায় বাস করে। ইসলাম ধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ হলেও খ্রিস্টান, হিন্দু, পর্সি এবং শিখরাও এ প্রদেশে বাস করে। প্রদেশের প্রধান শহরগুলির মধ্যে আছে লাহোর, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, মুলতান এবং রাওয়ালপিণ্ডি

পাঞ্জাবের বেশির ভাগ লোক পাঞ্জাবি ভাষায় কথা বলে। প্রায় ১৫% লোক পাঞ্জাবি ভাষার একটি উপভাষা সারাইকি ভাষাতে কথা বলে। অন্যদিকে রাষ্ট্রভাষা উর্দু মাত্র ৫% লোকের মাতৃভাষা। ১৯৮০-র দশকে আফগানিস্তানে থেকে বহু লক্ষ শরনার্থীর আগমনের ফলে পাঞ্জাবের জনসংখ্যা বৃদ্ধি পায়। বর্তমানে এখানে ৮ কোটিরও বেশি লোকের বাস।

পাঞ্জাব নামটি ফার্সি ভাষার پنج পাঞ্জ ("পাঁচ") এবং آب অব ("পানি" বা "জল") থেকে এসেছে। অর্থাৎ পাঞ্জাব হল পাঁচ নদীর দেশ। পাঁচ নদী বলতে ঝেলুম, চেনাব, রাভি, বেয়াস এবং সুতলেজ নদীগুলিকে নির্দেশ করা হয়েছে। এগুলি সবগুলি সিন্ধু নদের উপনদী।

পাঞ্জাব প্রদেশটির বর্তমান সীমানা ১৯৭২ সালের মে মাসে নির্ধারিত হয়।

Provincial symbols of Punjab (unofficial)
Provincial animal
Provincial bird
Provincial tree
Provincial flower
Provincial sport

প্রাদেশিক সরকার

বিভাগ

  1. লাহোর বিভাগ
  2. ফয়সালাবাদ বিভাগ
  3. রাওয়ালপিন্ডি বিভাগ
  4. মুলতান বিভাগ
  5. গুজরানওয়ালা বিভাগ
  6. দেরা গাজি খান বিভাগ
  7. সারগুদা বিভাগ
  8. সাহীওয়াল বিভাগ
  9. বাহাওয়ালপুর বিভাগ

তথ্যসূত্র

  1. "Rafique Rajwana takes oath as Punjab governor"Pakistan Express Tribune। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৫
  2. "Punjab - World Gazetteer"। ১০ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১২
  3. "Provincial Assembly – Punjab"
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.