লাহোর কালান্দার্স
দি লাহোর কালান্দার্স (উর্দু: لاهور قلندرز, পাঞ্জাবী: لاہور قلندرز) হল লাহোর শহরের প্রতিনিধিত্বমূলক পাকিস্তান সুপার লীগ এর পেশাদারী একটি ফ্রাঞ্চাইজ ক্রিকেট দল।[1][2] দলটি কাতার লুব্রিকেন্ট কোম্পানি লিমিটেড এর মালিকানাধীন এবং গাদ্দাফি স্টেডিয়াম তাদের ঘরোয়া মাঠ। ২০১৫ সালে ফ্রাঞ্চাইজটি প্রতিষ্ঠিত করা হয় এবং হায়ার টি২০ কাপে লাহোর লায়ন্স দলের উত্তরাধিকারী দল হিসেবে ২০১৪-১৫ সাল থেকে পরিচালিত হয়ে আসছে। ২০১৫ সালের নভেম্বরে, পাকিস্তান ক্রিকেট বোর্ড লাহোর কালান্দার্স নামে নতুনভাবে মালিক এবং ফ্রাঞ্চাইজদের কাছে স্থানান্তর করে।[3]
![]() লাহোর কালান্দার্সের লোগে | |
ডাকনাম | দামা দম মাস্ত |
---|---|
লীগ | পাকিস্তান সুপার লীগ |
কর্মীবৃন্দ | |
অধিনায়ক | মোহাম্মদ হাফিজ |
কোচ | মাহেলা জয়াবর্ধনে |
মালিক | ফাওয়াদ রানা (কাতার লুব্রিকেন্ট কোম্পানি লিমিটেড) |
দলীয় তথ্য | |
শহর | লাহোর, পাঞ্জাব, পাকিস্তান |
রঙ | ![]() |
প্রতিষ্ঠাকাল | ২০১৫ |
স্বাগতিক ভেন্যু | গাদ্দাফি স্টেডিয়াম |
ধারণক্ষমতা | ২৭,০০০ |
ইতিহাস | |
পিএসএল জয় | ০ |
অফিসিয়াল ওয়েবসাইট | lahoreqalandars.com |
ফ্রাঞ্চাইজ ইতিহাস
২০১৫ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তৃক পাকিস্তান সুপার লীগের প্রথম উদ্বোধনী মৌসুমে ২০১৬ সালের ফেব্রুয়ারীত প্রতিনিধিত্ব করবে বলে ঘোষণা দেয়। যার ফলে ২০১৫ সালের ৩ ডিসেম্বরে পিসিবি পাঁচটি সিটি-ভিত্তিক এবং ফ্র্যান্চাইজিং মালিকদের সমন্বয়ে পাকিস্তান সুপার লীগের প্রথম মৌসুম উন্মোচন করেন। লাহোর কালান্দার্সকে দশ বছরের জন্য মার্কিন ডলার $২৪ মিলিয়ন এর বিনিয়ময়ে কাতার লুব্রিকেন্ট কোম্পানি কোম্পানী কিনে নেয়। যার ফলে এটি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক ব্যয়বহুল দল হিসেবে আত্মপ্রকাশ করে।[4]
দলের বৈশিষ্ট্য
দলের নাম এবং লোগো
১২ ডিসেম্বর ২০১৫ তারিখে দলটির স্বত্তাধিকারী ফাওয়াদ রানা লাহোর কালান্দার্স নামে দলীয় নাম উন্মোচন করেন। পুরাতন লোগো সিংহ ভেড়া এবং বাঘ অনুসারে এবং বহুল প্রচলিত নাম কিউ এর কালান্দারের কাতার ও কালকো উভয় নামেই বর্ণনা করে।[1]
পোশাকের রঙ
পোশাকের রঙ কালো এবং লাল রংয়ের সমন্বয়ে তেরী করা হয়েছে।
বর্তমান দল
তালিকায় আন্তর্জাতিক ক্রিকেটারদের গাঢ় রং দ্বারা চিহ্নিত করা হয়েছে।
নাম | দেশ | ব্যাটিংয়ের ধরন | বোলিংয়ের ধরন | মন্তব্য | ||
---|---|---|---|---|---|---|
ব্যাটসম্যান | ||||||
আজহার আলী | ![]() | ডান-হাতি | ডান-হাতি লেগব্রেক | অধিনায়ক | ||
ক্রিস গেইল | ![]() | বা-হাতি | ডান-হাতি অফব্রেক | প্রথম পছন্দ/বিদেশী | ||
Sohaib Maqsood | ![]() | Right-hand | Right-arm Offbreak | |||
Naved Yasin | ![]() | Left-hand | Slow Left-arm Orthodox | |||
Mukhtar Ahmed | ![]() | Right-hand | Legbreak, Googly | Supplemental | ||
Imran Butt | ![]() | Right-hand | - | Supplemental | ||
Wicket-keepers | ||||||
Umar Akmal | ![]() | Right-hand | - | |||
Mohammad Rizwan | ![]() | Right-hand | - | |||
All-rounders | ||||||
Cameron Delport | ![]() | Left hand | Right-arm Medium | Overseas | ||
Dwayne Bravo | ![]() | Right-hand | Right-arm Medium-fast | Overseas | ||
Zohaib Khan | ![]() | Right-hand | Slow Left-arm Orthodox | |||
Kevon Cooper | ![]() | Right-hand | Right-arm Medium | Overseas | ||
Hammad Azam | ![]() | Right-hand | Right-arm Medium | |||
Abdul Razzaq | ![]() | Right-hand | Right-arm Fast-medium | Supplemental | ||
Bowlers | ||||||
Yasir Shah | ![]() | Right-hand | Right -Arm Legbreak, Googly | |||
Zafar Gohar | ![]() | Left-hand | Slow Left-arm Orthodox | |||
Mustafizur Rahman | ![]() | Left-hand | Left arm Fast-Medium | Overseas | ||
Zia-ul-Haq | ![]() | Left-hand | Left arm Fast-Medium | |||
Adnan Rasool | ![]() | Right-hand | Right-arm offbreak | |||
Ehsan Adil | ![]() | Right-hand | Right-arm Fast-medium | Supplemental | ||
পরিচালক কমিটি
নাম | অবস্থান |
---|---|
ফাওয়াদ রানা (কাতার লুব্রিকেন্ট কোম্পানি লিমিটেড) | স্বত্বাধিকারী |
![]() |
প্রধান কোচ |
![]() |
সিওও এবং ব্যবস্থাপক |
![]() |
পরিচালক ক্রিকেট অপারেশনস এবং বোলিং কোচ |
![]() |
মেন্টর |
![]() |
বোলিং মেন্টর |
তথ্যসূত্র
- "Cricket fans in Qatar now cheer for Lahore Qalandars"। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৫।
- "Cricket fans in Qatar can now cheer for Lahore Qalandars!"। Gulf Times। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৫।
- "Pakistan Super League T20 in UAE seeks to rival India's IPL"। Emirates 24/7। ২৯ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৫।
- "Pakistan Super League: Seven Companies fight it out to buy franchises"। Express etribune। ৩ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৫।