কোয়েটা গ্ল্যাডিয়েটর্স

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স হল কোয়েটা শহরের প্রতিনিধিত্বমূলক পাকিস্তান সুপার লীগ এর একটি ফ্রাঞ্চাইজ ক্রিকেট দল। দলটিকে ২০১৫ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্তৃক পাকিস্তান সুপার লীগ ক্রিকেট প্রতিযোগিতার জন্য অনুমোদন দেওয়া হয়। দলটির মালিকানায় রয়েছেন ওমর অ্যাসোসিয়েটস।[1]

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স
Quetta Gladiators
کوئٹہ گلیڈئیٹرز
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের লোগো
ডাকনামকিউটিজি
লীগপাকিস্তান সুপার লীগ
কর্মীবৃন্দ
অধিনায়কসরফরাজ আহমেদ
কোচমঈন খান
মালিকওমর অ্যাসোসিয়েটস
দলীয় তথ্য
শহরকোয়েটা
রঙ
প্রতিষ্ঠাকাল২০১৫

ফ্রাঞ্চাইজ ইতিহাস

২০১৫ সালে পিসিবি পাকিস্তান সুপার লীগের প্রথম উদ্বোধনী মৌসুমে ২০১৬ সালের ফেব্রুয়ারীতে প্রতিনিধিত্ব করবে বলে ঘোষণা দেয়। ২০১৫ সালের ৩ ডিসেম্বরে পিসিবি পাঁচটি শহর-ভিত্তিক এবং ফ্র্যান্চাইজিং মালিকদের সমন্বয়ে পাকিস্তান সুপার লীগের প্রথম মৌসুম উন্মোচন করেন। পেশোয়ার জালমিকে দশ বছরের জন্য মার্কিন ডলার $১১ মিলিয়ন এর বিনিয়ময়ে কোয়েটা ভিত্তিক কোম্পানী ওমর অ্যাসোসিয়েটস কিনে নেয়।[2]

দলের বৈশিষ্ট্য

দলের নাম এবং লোগো

২০১৫ সালের ১৯ ডিসেম্বর তারিখে একটি অনুষ্ঠানে দলটির স্বত্তাধিকারী জনাব নাদীম ওমর নাম এবং লোগো উন্মোচন করেন।

পোশাকের রঙ এবং লোগো

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের পোশাকের রং বেগুনি এবং সোনালী রং এর সমন্বয়ে তেরী করা হয়েছে।

বর্তমান দল

তালিকায় আন্তর্জাতিক ক্রিকেটারদের গাঢ় রং দ্বারা চিহ্নিত করা হয়েছে।

নাম দেশ ব্যাটিংয়ের ধরন বোলিংয়ের ধরন টীকা
ব্যাটসম্যান
আহমেদ শেহজাদডান-হাতিডান-হাতি লেগ ব্রেক
কেভিন পিটারসনডান-হাতিডান-হাতি অফ ব্রেকবিদেশী/প্রথম পছন্দ
তন্ময় মিশ্রডানহাতি ব্যাটিংডানহাতি অফ ব্রেকআন্তর্জাতিক ক্যাপ
Saad NasimRight-handRight-arm Leg break
Asad ShafiqRight-handRight-arm Off break
Rameez RajaRight-handRight-arm Off BreakSupplimental
All-rounders
Luke WrightRight-handRight Arm Medium FastOverseas
Elton ChigumburaRight-handRight Arm Medium FastOverseas
Akbar-ur-RehmanRight-HandRight Arm Leg Break
Bilal AsifRight-HandRight Arm Off Spin
Mohammad NawazRight-handSlow Left Arm Orthodox
Jason HolderRight-handRight arm FastOverseas
Thisara PereraRight-handLeft-arm Medium FastOverseas
Anwar AliRight-handRight arm Fast medium
Grant ElliottRight-handRight-arm Fast MediumOverseas
Mohammad NabiRight-handRight-arm off spinOverseas
Wicket-keeper
Sarfraz AhmedRight-hand-Captain
Quinton de KockLeft-hand-Overseas
Bismillah KhanRight-hand-
Bowlers
Umar GulRight-handRight-arm Fast
Aizaz CheemaRight-handRight-arm Fast
Zulfiqar BabarRight-handSlow Left-arm Orthodox
Jade DernbachRight-handRight-arm Medium FastOverseas
Nathan McCullumRight-handRight-arm off spinOverseas

পরিচালনা কমিটি এবং কোচিং স্টাফ

নাম অবস্থান
নাদিম ওমর (ওমর অ্যাসোসিয়েট) স্বত্বাধিকারী
মঈন খান প্রধান কোচ
ইয়ান পন্ট সহকারী কোচ / বোলিং কোচ
জুলিয়েন ফাউন্টেন ফিল্ডিং কোচ

তথ্যসূত্র

  1. "Pakistan Super League T20 in UAE seeks to rival India's IPL"Emirates 24/7। ২৯ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৫
  2. "Pakistan Super League: Seven Companies fight it out to buy franchises"Express etribune। ৩ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.