ফৈজাবাদ জেলা
ফৈজাবাদ জেলা ;(হিন্দি: फ़ैज़ाबाद ज़िला, প্রতিবর্ণী. ফ়ৈজ়াবাদ জ়িলা) ভারতের উত্তরাংশের উত্তর প্রদেশ রাজ্যের ৭১ টি জেলার একটি জেলা । উত্তর প্রদেশে সরকারীভাবে জেলাটির নাম অযোধ্যা জেলা৷ ফৈজাবাদ শহর হল এই জেলার প্রশাসনিক সদর দপ্তর । ২০১১ সালের জনগণনা অনুযায়ী এই জেলার মোট জনসংখ্যা ২,৪৬৮,৩৭১ জন ।
ফৈজাবাদ জেলা फ़ैज़ाबाद ज़िला ضلع فیض آباد | |
---|---|
উত্তর প্রদেশের জেলা | |
![]() উত্তর প্রদেশে ফৈজাবাদের অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | উত্তর প্রদেশ |
প্রশাসনিক বিভাগ | ফৈজাবাদ |
সদরদপ্তর | ফৈজাবাদ |
তহশিল | ৪ |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | ফৈজাবাদ |
আয়তন | |
• মোট | ২৭৯৯ কিমি২ (১০৮১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৪,৬৮,৩৭১ |
• জনঘনত্ব | ৮৮০/কিমি২ (২৩০০/বর্গমাইল) |
• পৌর এলাকা | ৬,৮৯,৩৫৪ |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | ৬৯.৫৭ % |
• লিঙ্গানুপাত | ৯৬১ |
প্রধান মহাসড়ক | NH28, NH96, NH330a |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
জনবিন্যাস
২০১১ সালের জনগণনা অনুযায়ী ফৈজাবাদ জেলার মোট জনসংখ্যা ২,৪৬৮,৩৭১ জন । [1] যা মোটামুটিভাবে কুয়েত [2] অথবা আমেরিকার নেভাদা রাজ্যের জনসংখ্যার সমান [3] । জনসংখ্যার বিচারে এই জেলার স্থান ১৭৮ তম (ভারতের মোট ৬৪০ টি জেলার মধ্যে) [4] । এই জেলার জনঘনত্ব ১,০৫৪ জন প্রতি বর্গকিলোমিটার (২,৭৩০ জন/বর্গমাইল) .[4] । ২০০১-২০১১ দশকে এই জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১৮.১৬ % [1] । ফৈজাবাদ জেলার লিঙ্গ অনুপাত ৯৬১ জন মহিলা, প্রতি ১০০০ জন পুরুষের অনুপাতে,[4] এবং সাক্ষরতার হার ৭০.৬৩ % [1] ।
শিক্ষা
১৯৭৫ সালে ফৈজাবাদ শহরে ড: রাম মনোহর লোহিয়া বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ।
গুমনামী বাবা
নেতাজি গবেষকদের কারও বক্তব্য, গুমনামি বাবার ছদ্মবেশে উত্তরপ্রদেশের ফৈজাবাদে আত্মগোপন করে ছিলেন সুভাষচন্দ্র বসু ।[5]
তথ্যসূত্র
- "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।
- US Directorate of Intelligence। "Country Comparison:Population"। সংগ্রহের তারিখ ২০১১-১০-০১।
Kuwait 2,595,62
- "2010 Resident Population Data"। U. S. Census Bureau। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।
Nevada 2,700,551
- "Netaji"।
বহি: সংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ফৈজাবাদ জেলা সংক্রান্ত মিডিয়া রয়েছে। |