ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল বাংলাদেশ সরকার পরিচালিলিত আগারগাঁওয়ে অবস্থিত একটি পূর্ণাঙ্গ নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতাল। নিউরোসায়েন্সেস বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কাজী দীন মুহাম্মদ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক।[1][2]
![]() | |
প্রতিষ্ঠাতা(গণ) | স্বাস্থ্য মন্ত্রণালয় |
---|---|
কেন্দ্রবিন্দু | নিউরোলজি ও নিউরোসার্জরী |
প্রাক্তন নাম | অধ্যাপক ডা. কাজী দীন মুহাম্মদ |
অবস্থান | আগারগাঁও, শেরেবাংলা নগর , , |
ওয়েবসাইট | http://www.nins.gov.bd |
বিবরণ
১০ তলা ভবনে ৩শ' বেডের অত্যাধুনিক নিউরো সায়েন্স ইনস্টিটিউটটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে আগারগাঁওয়ে ২০০৩ সালে পূর্ণাঙ্গ নিউরোসায়েন্স ইনস্টিটিউট করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকল্প হাতে নেয়া হয়। ২০০৯ সালে নিউরোলজি ও নিউরো সার্জারি বিষয়ক পূর্ণাঙ্গ চিকিত্সা সেবা দেশে প্রতিষ্ঠা করার কার্যক্রম শুরু করা হয়। ২০১২ সালের সেপ্টেম্বর মাসে উদ্বোধনের মধ্য দিয়ে ইনস্টিটিউটটি চালু করা হয়। এই ইনস্টিটিউটটি প্রতিষ্ঠায় ব্যয় হয় ২৩১ কোটি টাকা। সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আদলে নিউরো সায়েন্স ইনস্টিটিউটের অপারেশন ও চিকিত্সা সেবা চালু করা হয়। চিকিৎসাসেবার পাশাপাশি প্রতি বছর নিউরোলজি ও নিউরো সার্জারি বিষয়ক উচ্চতর ডিগ্রিধারী বিশেষজ্ঞ তৈরি হচ্ছে ইনস্টিটিউটটিতে।[3][4]
আরো দেখুন
তথ্যসূত্র
- "National Institute of Neurosciences and Hospital – NINS | ShopnoBaz"। shopnobaz.com (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৪-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২৩।
- nins। "Home"। www.nins.com.bd (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৪-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২৩।
- "উন্নত চিকিৎসা, তবে শয্যা সঙ্কটে নিউরোসায়েন্স হাসপাতাল || শেষের পাতা"। জনকন্ঠ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৯।
- "বহির্বিভাগের রোগীরা সন্তুষ্ট"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৯।