কাজী দীন মুহাম্মদ

ডা. কাজী দীন মুহাম্মদ বাংলাদেশী একজন চিকিৎসক। অধ্যাপক, নিউরোলজি বিশেষজ্ঞ। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক তিনি।[1][2]ঢাকা মেডিক্যাল কলেজের ৩৮তম অধ্যক্ষ তিনি।[3]

প্রাথমিক জীবন

কাজী দীন মোহাম্মদ ফরিদপুর জেলা স্কুল থেকে পাস করে রাজেন্দ্র কলেজে ভর্তি হন। স্বাধীনতার পর ১৯৭২ সালে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। ঢাকা মেডিকেলের ছাত্র হিসেবে ১৯৭৮ সালে এমবিবিএস ডিগ্রি লাভ করেন।

অবদান

তিনি একজন লেখক। এপিলেপসি- বেলিফস & মিসবেলিয়েভেস তার যৌথ লেখা। ডব্লিউএইচও বুলেটিন সহ অনেক জার্নাল নিবন্ধ প্রকাশিত হয়। [4]

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "National Institute of Neurosciences and Hospital – NINS | ShopnoBaz"shopnobaz.com (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৪-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২৩
  2. nins। "Home"www.nins.com.bd (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৪-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২৩
  3. উদ্দিন, ডা. মুহাম্মদ হেলাল। "অধ্যাপক ডা. কাজী দীন মুহাম্মদ"ncdcenter.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২৩
  4. "www.ethicsclub.org -"www.ethicsclub.org। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.