তিব্বতের জাতীয় সঙ্গীত
তিব্বতের জাতীয় সঙ্গীত বা বোদ র্গ্যাল খাব ক্যি র্গ্যাল গ্লু (তিব্বতি: ད་རྒྱལ་ཁབ་ཀྱི་རྒྱལ་གླུ།, ওয়াইলি: bod rgyal khab kyi rgyal glu) বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকে ব্লো-ব্জাং-য়ে-শেস-ব্স্তান-'দ্জিন-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: blo bzang ye shes bstan 'dzin rgya mtsho) নামক তৃতীয় খ্রি-ব্যাং রিন-পো-ছে (ওয়াইলি: khri byang rin po che) উপাধিধারী লামা দ্বারা রচিত একটি সঙ্গীত। এই সঙ্গীত চীনের তিব্বত অধিগ্রহণের পূর্বে প্রথম ব্যবহৃত হয়েছিল না চতুর্দশ দলাই লামার ভারতে পালিয়ে আসার পরে প্রথম ব্যবহৃত হয়েছিল, সেই নিয়ে অস্পষ্টতা রয়েছে। একটি প্রাচীন তিব্বতী ধর্মীয় সঙ্গীতের ওপর ভিত্তি করে এই সঙ্গীতের সুরারোপ করা হয়েছে বলে মনে করা হয়। গণচীনের সর্বত্র এই সঙ্গীত নিষিদ্ধ হলেও ভারতে নির্বাসিত কেন্দ্রীয় তিব্বতী প্রশাসন এই সঙ্গীতকে জাতীয় সঙ্গীতের মর্যাদা প্রদান করেছে।[1]
কথা
তিব্বতী লিপি | ওয়াইলি প্রতিলিপিকরণ | বাংলা প্রতিলিপিকরণ |
---|---|---|
|
bod rgyal khab kyi rgyal glu srid zhi'i phan bde'i 'dod rgu 'byung ba'i gter |
বোদ র্গ্যাল খাব ক্যি র্গ্যাল গ্লু স্রিদ ঝি'ই ফান ব্দে'ই 'দোদ র্গু 'ব্যুং বা'ই গ্তের |
তথ্যসূত্র
- nationalanthems.info এর প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট তিব্বতের জাতীয় সঙ্গীত