নেপালের জাতীয় সঙ্গীত
সযৌং থূংগা ফূলকা হামী (নেপালি: सयौं थुँगा फूलका) নেপালের জাতীয় সঙ্গীত। এই সঙ্গীতটি রচনা করেন কবি প্রদীপ কুমার রাই এবং সুর দেন অম্বর গুরুং।
सयौं थुँगा फूलका | |
---|---|
সযৌং থূংগা ফূলকা হামী | |
![]() | |
![]() | |
কথা | প্রদীপ কুমার রাই |
সুর | অম্বর গুরুং |
গ্রহণের তারিখ | ১৯৯০ |
ইতিহাস
১৯৬২ সাল থেকে নেপালের জাতীয় সঙ্গীত ছিল রাষ্ট্রীয় গান যা রচনা করেন চক্রপাণি চালিশে ও সুর দেন বখত বাহাদুর বুধপির্থি। কিন্তু ২০০৬ সালের ১৯শে মে নেপালের রাজতন্ত্রের প্রতিনিধি সভার সার্বজনীন ঐকমত্যে এই গানকে নেপালের জাতীয় সঙ্গীত হিসেবে মানতে অরাজি হয় । এরই পরিপ্রেক্ষিতে জাতীয় সঙ্গীত নির্বাচক দল গঠিত হয়, যা ঐ বছর ৩০শে নভেম্বর কবি প্রদীপ কুমার রাই রচিত সযৌং থূংগা ফূলকা হামী গানটিকে নতুন জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচন করে। ২০০৭ সালের ৩রা আগস্ট প্রতিনিধি সভা এই সঙ্গীতকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দান করে।
কথা
গানের কথা নেপালি ভাষায় | ইংরেজি অনুবাদ | বাংলায় উচ্চারণ | বাংলা অনুবাদ |
---|---|---|---|
|
|
|
|
আরও দেখুন
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.