নেপালের জাতীয় সঙ্গীত

সযৌং থূংগা ফূলকা হামী (নেপালি: सयौं थुँगा फूलका) নেপালের জাতীয় সঙ্গীত। এই সঙ্গীতটি রচনা করেন কবি প্রদীপ কুমার রাই এবং সুর দেন অম্বর গুরুং

सयौं थुँगा फूलका
সযৌং থূংগা ফূলকা হামী

   নেপাল-এর জাতীয় সঙ্গীত
কথাপ্রদীপ কুমার রাই
সুরঅম্বর গুরুং
গ্রহণের তারিখ১৯৯০

ইতিহাস

১৯৬২ সাল থেকে নেপালের জাতীয় সঙ্গীত ছিল রাষ্ট্রীয় গান যা রচনা করেন চক্রপাণি চালিশে ও সুর দেন বখত বাহাদুর বুধপির্থি। কিন্তু ২০০৬ সালের ১৯শে মে নেপালের রাজতন্ত্রের প্রতিনিধি সভার সার্বজনীন ঐকমত্যে এই গানকে নেপালের জাতীয় সঙ্গীত হিসেবে মানতে অরাজি হয় । এরই পরিপ্রেক্ষিতে জাতীয় সঙ্গীত নির্বাচক দল গঠিত হয়, যা ঐ বছর ৩০শে নভেম্বর কবি প্রদীপ কুমার রাই রচিত সযৌং থূংগা ফূলকা হামী গানটিকে নতুন জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচন করে। ২০০৭ সালের ৩রা আগস্ট প্রতিনিধি সভা এই সঙ্গীতকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দান করে।

কথা

গানের কথা নেপালি ভাষায়ইংরেজি অনুবাদবাংলায় উচ্চারণবাংলা অনুবাদ
सयौं थूंगा फूलका हामी, एउटै माला नेपाली
सार्वभौम भइ फैलिएका, मेची-महाकाली ।
प्रकृतिका कोटी-कोटी सम्पदाको आंचल
वीरहरुका रगतले, स्वतन्त्र र अटल
ज्ञानभूमि, शान्तिभूमि तराई, पहाड, हिमाल
अखण्ड यो प्यारो हाम्रो मातृभूमि नेपाल ।
बहुल जाति, भाषा, धर्म, संस्कृति छन् विशाल
अग्रगामी राष्ट्र हाम्रो, जय जय नेपाल ।
Woven from hundreds of flowers, we are one garland that's Nepali
Spread sovereign from Mechi to Mahakali
A playground for nature's wealth unending
Out of the sacrifice of our braves, a nation free and unyielding
A land of knowledge, of peace, the plains, hills and mountains tall
Indivisible, this beloved land of ours, our motherland Nepal
Of many races, languages, religions, and cultures of incredible sprawl
This progressive nation of ours, all hail Nepal
সযৌং থূংগা ফূলকা হামী, এউটৈ মালা নেপালী
সার্বভৌম ভই ফৈলিএকা, মেচী-মহাকালী |
প্রকৃতিকা কোটী-কোটী সম্পদাকো আংচল
ৱীরহরুকা রগতলে, স্ৱতন্ত্র র অটল
জ্ঞানভূমি, শান্তিভূমি তরাঈ, পহাড, হিমাল
অখণ্ড যো প্যারো হাম্রো মাতৃভূমি নেপাল |
বহুল জাতি, ভাষা, ধর্ম, সংস্কৃতি ছন্ ৱিশাল
অগ্রগামী রাষ্ট্র হাম্রো, জয জয নেপাল |
শত পুষ্পে গাঁথা, একটি মালা নেপালী
বিস্তৃত সার্বভৌম, মেচী হতে মহাকালী ।
প্রকৃতির কোটি কোটি সম্পদের আঁচল
বীরদের আত্মত্যাগে, স্বতন্ত্র ও অটল ।
জ্ঞানভূমি, শান্তিভূমি তরাই, পাহাড়, হিমাল
অখন্ড যে আদরের মোদের মাতৃভূমি নেপাল ।
বহু জাতি, ভাষা, ধর্ম, সংস্কৃতি বিশাল
অগ্রগামী দেশ মোদের, জয় জয় নেপাল ।

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.