ইন্দোনেশিয়া রোইয়া

মহান ইন্দোনেশিয়া (Indonesia Raya) হল ইন্দোনেশিয়ার জাতীয় সঙ্গীত। ওয়াগে রুডোল্ফ সুপ্রত্মান (ইংরেজি : Wage Rudolf Supratman) হলেন এই জাতীয় সঙ্গীতের রচয়িতা। [1]

জাতীয় সঙ্গীত (ইন্দোনেশিয়ান ভাষায়)

Indonesia Raya

Indonesia, tanah airku, tanah tumpah darahku Di sanalah aku berdiri, jadi pandu ibuku Indonesia, kebangsaanku, bangsa dan tanah airku Marilah kita berseru, "Indonesia bersatu!" Hiduplah tanahku, hiduplah negeriku, Bangsaku, rakyatku, semuanya Bangunlah jiwanya, bangunlah badannya Untuk Indonesia Raya! Indonesia Raya, merdeka, merdeka! Tanahku, negeriku yang kucinta Indonesia Raya, merdeka, merdeka! Hiduplah Indonesia Raya! Indonesia Raya, merdeka, merdeka! Tanahku, negeriku yang kucinta Indonesia Raya, merdeka, merdeka! Hiduplah Indonesia Raya! [2]

বাংলা অণুবাদ

ইন্দোনেশিয়া আমার মায়ের ভূমি,যেথা আমার রক্ত ঝরেছে ঠিক ওখানে দাঁড়িয়ে আমি, মাতৃভূমির সৈন্য হয়ে। ইন্দোনেশিয়া, আমার জাতীয়তা, দেশ আর মায়ের দেশ এসো সবে চেঁচিয়ে বলি "ইন্দোনেশিয়া এক।"

আমার ভূমি জিন্দাবাদ, আমার দেশ জিন্দাবাদ, আমার দেশ, আমার লোক, সবাই এর আত্মা বানিয়েছি মহান ইন্দোনেশিয়ার জন্য এর শরীর বানিয়েছি।

মহান ইন্দোনেশিয়া, স্বতন্ত্র এবং সার্বভৌম! আমার ভূমি, আমার দেশ, যাকে আমি ভালোবাসি মহান ইন্দোনেশিয়া, স্বতন্ত্র এবং সার্বভৌম! মহান ইন্দোনেশিয়া হোক চিরস্থায়ী।

মহান ইন্দোনেশিয়া, স্বতন্ত্র এবং সার্বভৌম! আমার ভূমি, আমার দেশ, যাকে আমি ভালোবাসি মহান ইন্দোনেশিয়া, স্বতন্ত্র এবং সার্বভৌম! মহান ইন্দোনেশিয়া হোক চিরস্থায়ী। [3]

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.