তাহিতি জাতীয় ফুটবল দল
তাহিতি জাতীয় ফুটবল দল (ইংরেজি: Tahiti national football team) ফরাসি পলিনেশিয়ার অন্তর্ভুক্ত ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ তাহিতির জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বকারী ফুটবল দল। তাহিতি ফুটবল ফেডারেশন কর্তৃক এ দলটি পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। ওশেনিয়া ফুটবল কনফেডারেশন কর্তৃক পরিচালিত ২০১২ সালের ওএফসি নেশন্স কাপ প্রতিয়োগিতায় জয়লাভ করে, যা তাদের এ প্রতিয়োগিতায় প্রথম শিরোপা অর্জন। এরফলে দলটি ওএফসি অঞ্চল থেকে ২০১৩ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য ফিফা কনফেডারেশন্স কাপে প্রতিনিধিত্ব করবে।
![]() | |||
ডাকনাম(সমূহ) | টিম ফিনুয়া | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | এফটিএফ | ||
কনফেডারেশন | ওএফসি (ওশেনিয়া) | ||
প্রধান কোচ | এডি এতাইতা | ||
অধিনায়ক | নিকোলাস ভলার | ||
সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড় | অ্যাঞ্জেলো চেন (৩২) | ||
শীর্ষ গোলদাতা | ফেলিক্স তাগাওয়া (১৪) | ||
স্বাগতিক স্টেডিয়াম | স্তেদ হামুতা | ||
ফিফা কোড | TAH | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ১৪০ | ||
সর্বোচ্চ | ১১১ (আগস্ট, ২০০২) | ||
সর্বনিম্ন | ১৯৫ (নভেম্বর, ২০০৯) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ১৪১ | ||
সর্বোচ্চ | ৪৫ (সেপ্টেম্বর, ১৯৮৩) | ||
সর্বনিম্ন | ১৫৬ (সেপ্টেম্বর, ২০১০) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
![]() ![]() (পাপিট, তাহিতি; ২১ সেপ্টেম্বর, ১৯৫২) | |||
বৃহত্তম জয় | |||
![]() ![]() (পাপিট, তাহিতি; ২ সেপ্টেম্বর, ১৯৭১) | |||
বৃহত্তম হার | |||
![]() ![]() (অ্যাডিলেইড, অস্ট্রেলিয়া; ৪ জুন, ২০০৪) | |||
ওএফসি নেশন্স কাপ | |||
উপস্থিতি | ৮ (প্রথম ১৯৭৩) | ||
সেরা সাফল্য | বিজয়ী, ২০১২ | ||
কনফেডারেশন্স কাপ | |||
উপস্থিতি | ১ (প্রথম ২০১৩) | ||
সেরা সাফল্য | ২০১৩ |
ইতিহাস
২১ সেপ্টেম্বর, ১৯৫২ সালে তাহিতি আনুষ্ঠানিকভাবে তাদের প্রথম ফুটবল খেলায় অংশগ্রহণ করে। নিজ মাঠে নিউজিল্যান্ড দলের বিপক্ষে অনুষ্ঠিত খেলাটি ২-২ গোলে ড্র হয়েছিল। এর সাতদিন পর পুণরায় দল দু'টো একে-অপরের বিরুদ্ধে অবতীর্ণ হয়। এতে নিউজিল্যান্ড ৫-৩ গোলে জয়ী হয়। ৩০ সেপ্টেম্বর তারিখে তৃতীয় বারের মতো খেলতে নামে উভয় দল। ২-০ ব্যবধানে জয়ী হয়ে তাহিতি প্রথম বিজয় লাভ করে। কিন্তু, এখনো পর্যন্ত অজানা যে, খেলাটি আন্তর্জাতিক পর্যায়ের ছিল কি-না![1]
নিউ ক্যালেডোনিয়ায় সেপ্টেম্বর, ১৯৫৩ সালে তাহিতি নিউ ক্যালেডোনিয়ার বিপক্ষে তিনটি খেলায় অংশ নয়। প্রথম খেলায় ৫-০ এবং পরবর্তী দুই খেলায় ৪-১ ব্যবধানে জয়ী হয় দলটি। এরপর তারা নিউ হিব্রাইডস (বর্তমানে: ভানুয়াতু) সফরে যায় এবং ভানুয়াতুর বিরুদ্ধে দুইটি খেলায় ৪-২ ব্যবধানে বিজয় লাভ করেছিল।
ওএফসি নেশন্স কাপ
২০১২ সালে সলোমন দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত ৯ম ওএফসি নেশন্স কাপ প্রতিযোগিতায় স্বাগতিক সলোমন দ্বীপপুঞ্জ, নিউজিল্যান্ড, নিউ ক্যালিডোনিয়া, ভানুয়াতু, তাহিতি, ফিজি, পাপুয়া নিউগিনি এবং সামোয়া অংশগ্রহণ করে। লসন তামা স্টেডিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় নিউ ক্যালিডোনিয়া দলকে চং হিউ'র বিজয়সূচক গোলে ১-০ ব্যবধানে পরাজিত করে ও চ্যাম্পিয়ন হয়। এ জয়ের ফলে অস্ট্রেলিয়া (বর্তমানে ওএফসিতে নেই) ও নিউজিল্যান্ডের পর একমাত্র দলরূপে ওএফসি নেশন্স কাপ জয়ী হয়।[2] পাশাপাশি দলটি ২০১৩ সালের ফিফা কনফেডারেশন্স কাপে অংশগ্রহণের সুযোগ লাভ করে।
ওএফসি নেশন্স কাপ রেকর্ড | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
সাল | রাউন্ড | অবস্থান | খেলা | জয় | ড্র | পরাজয় | গোল | বিপক্ষে |
![]() |
রানার্স-আপ | ২য় | ৫ | ২ | ২ | ১ | ৭ | ৪ |
![]() |
রানার্স-আপ | ২য় | ৪ | 3 | ০ | ১ | ২৩ | ৯ |
১৯৯৬ | রানার্স-আপ | ২য় | ৪ | ৪ | ০ | ৩ | ৩ | ১২ |
![]() |
চতুর্থ স্থান | ৪র্থ | ৪ | ২ | ০ | ২ | ৮ | ১০ |
![]() |
গ্রুপ পর্ব | ৫ম | ২ | ০ | ০ | ২ | ২ | ৫ |
![]() |
তৃতীয় স্থান | ৩য় | ৫ | ৩ | ০ | ২ | ৮ | ৯ |
![]() |
গ্রুপ পর্ব | ৫ম | ৫ | ১ | ১ | ৩ | ২ | ২৪ |
২০০৮ | যোগ্যতা অর্জন করেনি | |||||||
![]() |
চ্যাম্পিয়ন | ১ম | ৫ | ৫ | ০ | ০ | ২০ | ৫ |
সর্বমোট | ৮/৯ | ২৯ | ২০ | ৩ | ১৪ | ৫৪ | ৭৩ | |
কোচদের তালিকা
- টেমপ্লেট:দেশের উপাত্ত তাহিতি এফ. ভার্নাউডন (১৯৭৩)
- টেমপ্লেট:দেশের উপাত্ত তাহিতি আম্বার্তো মত্তিনি (১৯৯৫-১৯৯৬)
- টেমপ্লেট:দেশের উপাত্ত তাহিতি অ্যালেইন রোজিও/এডি রোজিও (১৯৯৭-১৯৯৮)
প্যাট্রিক জ্যকুয়েমেত (২০০২)- টেমপ্লেট:দেশের উপাত্ত তাহিতি গারার্ড কাউতাই (১৯৯৬, ২০০৪)
- টেমপ্লেট:দেশের উপাত্ত তাহিতি এডি এতাইতা (২০১০-বর্তমান)
বর্তমান সদস্য
খেলার তারিখ:১৭ জুন, ২০১৩
প্রতিপক্ষ: নাইজেরিয়া
প্রতিযোগিতা: ২০১৩ ফিফা কনফেডারেশন্স কাপ
খেলা ও গোল সংখ্যা ২৬ মার্চ, ২০১৩ পর্যন্ত সঠিক
কোচ এডি এতাইতা ২৪ মে, ২০১৩ তারিখে ২৩-সদস্যবিশিষ্ট দলের নাম ঘোষণা করেন।[3]
# | অব. | খেলোয়াড় | জন্ম তারিখ (বয়স) | ম্যাচ | গোল | ক্লাব |
---|---|---|---|---|---|---|
গো | জাভিয়ের সামিন | ১ জানুয়ারি ১৯৭৮ | ২৮ | ০ | ![]() | |
গো | গিলবার্ট মেরিয়েল | ১১ নভেম্বর ১৯৮৬ | ৩ | ০ | ![]() | |
গো | মাইকেল রোচ | ২৪ ডিসেম্বর ১৯৮২ | ৬ | ০ | ![]() | |
র | ভিনসেন্ট সিমন | ২৮ সেপ্টেম্বর ১৯৮৩ | ২১ | ১ | ![]() | |
র | স্টিফেন ফাতিয়ারাও | ১৩ মার্চ ১৯৯০ | ১১ | ১ | ![]() | |
র | নিকোলাস ভলার | ২২ অক্টোবর ১৯৮৩ | ১২ | ৪ | ![]() | |
র | ইয়ানিক ভেরো | ২৮ ফেব্রুয়ারি ১৯৯০ | ৫ | ০ | ![]() | |
র | রেইনুই আরোইতা | ২৫ জানুয়ারি ১৯৯৪ | ১ | ০ | ![]() | |
র | এডসন লেমাইরে | ৩১ অক্টোবর ১৯৯০ | ৩ | ০ | ![]() | |
র | তামাতোয়া ওয়েজমান | ১৮ মার্চ ১৯৮০ | ৬ | ০ | ![]() | |
র | তেহেইভরি লুডিভিওন | ১ জুলাই ১৯৮৯ | ১৫ | ১ | ![]() | |
ম | হেনরি ক্যারোইন | ৭ সেপ্টেম্বর ১৯৮১ | ৬ | ০ | ![]() | |
ম | রিকি আইতামাই | ২২ ডিসেম্বর ১৯৯১ | ১ | ০ | ![]() | |
ম | জোনাথন তেহাউ | ৯ জানুয়ারি ১৯৮৮ | ২২ | ৪ | ![]() | |
ম | হেইমানো বোরেবারে | ১৫ মে ১৯৮৯ | ৬ | ০ | ![]() | |
ম | অ্যালভিন তেহাউ | ১০ এপ্রিল ১৯৮৯ | ১৬ | ৬ | ![]() | |
ম | লরেঞ্জো তেহাউ | ১০ এপ্রিল ১৯৮৯ | ১৮ | ৭ | ![]() | |
ম | তিহোনি যোহান | ২০ জুলাই ১৯৯৪ | ১ | ০ | ![]() | |
আ | তিওনুই তেহাউ | ১ সেপ্টেম্বর ১৯৯২ | ১৬ | ৮ | ![]() | |
ম | স্ট্যানলি আতানি | ২৭ জানুয়ারি ১৯৯০ | ১৫ | ৫ | ![]() | |
আ | স্টিভি চং হিউ | ২৬ জানুয়ারি ১৯৯০ | ২২ | ১১ | ![]() | |
আ | স্যামুয়েল নেনিন | ১ মার্চ ১৯৮৪ | ১ | ১ | ![]() | |
আ | মারামা ভাহিরুয়া | ১২ মে ১৯৮০ | ০ | ০ | ![]() |
তথ্যসূত্র
- http://rsssf.com/tablest/tahiti-intres.html
- "Glorious Tahiti claim maiden Oceania crown"। FIFA.com। ১০ জুন ২০১২। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১২।
- "La liste des 23 Toa Aito pour le Brésil" [List of the 23 Toa Aito for Brasil] (French ভাষায়)। FTF। ২৪ মে ২০১৩। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৩।
আরও দেখুন
টেমপ্লেট:Football in French Polynesia