২০১২ ওএফসি নেশন্স কাপ
২০১২ ওএফসি নেশন্স কাপ (ইংরেজি: 2012 OFC Nations Cup) ওশেনিয়া ফুটবল কনফেডারেশন কর্তৃক আয়োজিত ওএফসি নেশন্স কাপ ফুটবল প্রতিযোগিতার নবম আসর। ওশেনিয়া অঞ্চলে অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় সলোমন দ্বীপপুঞ্জে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে ফরাসি পলিনেশিয়ার অন্তর্ভুক্ত ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ তাহিতির জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বকারী ও তাহিতি ফুটবল ফেডারেশন কর্তৃক পরিচালিত তাহিতি জাতীয় ফুটবল দলটি জয়লাভ করে, যা তাদের এ প্রতিয়োগিতায় প্রথম শিরোপা অর্জন। লসন তামা স্টেডিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় নিউ ক্যালিডোনিয়া দলকে চং হিউ'র বিজয়সূচক গোলে ১-০ ব্যবধানে পরাজিত করে ও চ্যাম্পিয়ন হয়। এ জয়ের ফলে অস্ট্রেলিয়া (বর্তমানে ওএফসিতে নেই) ও নিউজিল্যান্ডের পর একমাত্র দলরূপে ওএফসি নেশন্স কাপ জয়ী হয়।[1] পাশাপাশি দলটি ওএফসি অঞ্চল থেকে ২০১৩ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য ফিফা কনফেডারেশন্স কাপে প্রতিনিধিত্ব করবে।
![]() ওএফসি নেশন্স কাপের লোগো | |
টুর্নামেন্টের বিবরণ | |
---|---|
স্বাগতিক দেশ | SOL |
তারিখসমূহ | ১-১০ জুন, ২০১২ |
দলসমূহ | ৮ (১টি কনফেডারেশন থেকে) |
ভেন্যু(সমূহ) | ১ (১টি আয়োজক শহরে) |
শীর্ষস্থানীয় অবস্থান | |
চ্যাম্পিয়ন | ![]() |
রানার-আপ | ![]() |
তৃতীয় স্থান | ![]() |
চতুর্থ স্থান | ![]() |
প্রতিযোগিতার পরিসংখ্যান | |
ম্যাচ খেলেছে | ১৬ |
গোল সংখ্যা | ৬৪ (ম্যাচ প্রতি ৪টি) |
উপস্থিতি | ১,৩৩,৭০০ (ম্যাচ প্রতি ৮,৩৫৬ জন) |
শীর্ষ গোলদাতা | ![]() |
সেরা খেলোয়াড় | ![]() |
এছাড়াও, সেমি-ফাইনালে অংশগ্রহণকারী চারটি দল ২০১৪ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা নির্ধারণী খেলার তৃতীয় রাউন্ডে খেলবে। আন্তঃফেডারেশনের প্লে-অফ খেলায় সরাসরি অংশ নিবে।[2]
স্বাগতিক দেশ
৩০ জুলাই, ২০১১ তারিখে ব্রাজিলের রিউ দি জানেইরু'র মারিনা দা গ্লোরিয়ায় বিশ্বকাপ ফুটবলের প্রাথমিক পর্বের ড্র অনুষ্ঠিত হয়। ফিজিকে ২০১২ সালের ৩-১২ জুনের মধ্যে ওএফসি নেশন্স কাপের স্বাগতিক দেশের মর্যাদাসহ খেলা পরিচালনার দায়িত্ব দেয়া হয়।[3] কিন্তু ওএফসি সাধারণ সম্পাদক তাই নিকোলাস এবং ফিজি কর্তৃপক্ষের মাঝে আইনগত জটিলতার সৃষ্টি হয়।[4] কেননা, জানুয়ারি, ২০১২ সালে ওএফসি'র পুরুষ ও মহিলাদের প্রাক-অলিম্পিক ফুটবল প্রতিযোগিতার যোগ্যতা নির্ধারণী প্রতিযোগিতা হবার কথা ছিল।[4]
অতঃপর ২৮ মার্চ, ২০১২ তারিখে ফিজির কাছ স্বাগতিকের মর্যাদা কেড়ে নিয়ে সলোমন দ্বীপপুঞ্জকে দেয়া হয়।[5] সেখানকার হোনিয়ারার লসন তামা স্টেডিয়ামে সকল খেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।[6]
অংশগ্রহণকারী দেশসমূহ
দল | ফিফা র্যাঙ্কিং (৯ মে, ২০১২ মোতাবেক) |
যোগ্যতা নির্ধারণ | ওএফসি নেশন্স কাপে অংশগ্রহণ | পূর্বেকার সেরা সাফল্য |
---|---|---|---|---|
![]() |
১৮৩ | স্বাগতিক | ৬ষ্ঠ | রানার-আপ (২০০৪) |
![]() |
১৩০ | স্বয়ংক্রিয় | ৯ম | বিজয়ী (১৯৭৩, ১৯৯৮, ২০০২ ও ২০০৮) |
![]() |
১৫৫ | স্বয়ংক্রিয় | ৫ম | রানার-আপ (২০০৮) |
![]() |
১৬০ | স্বয়ংক্রিয় | ৭ম | তৃতীয় স্থান (১৯৯৮ ও ২০০৮) |
![]() |
১৭২ | স্বয়ংক্রিয় | ৮ম | চতুর্থ স্থান (১৯৭৩, ২০০০, ২০০২ ও ২০০৮) |
![]() |
১৭৯ | স্বয়ংক্রিয় | ৮ম | রানার-আপ (১৯৭৩, ১৯৮০ ও ১৯৯৬) |
![]() |
১৯৩ | স্বয়ংক্রিয় | ৩য় | ১ম রাউন্ড (১৯৮০ ও ২০০২) |
![]() |
১৫৬ | ১ম রাউন্ড বিজয়ী | ১ম | নেই (অভিষেক) |
গ্রুপ পর্ব
গ্রুপ টেবিলে রঙের বিন্যাস | |
---|---|
গ্রুপ বিজয়ী ও রানার্স-আপের উত্তরণ:
|
যদি দলগুলোর পয়েন্ট সমান হয়, তাহলে দলের উত্তরণ ঘটবে:[7]
- গোল পার্থক্য
- সর্বাধিকসংখ্যক গোল
গ্রুপ এ
|
|
সামোয়া ![]() | ১-১০ | ![]() |
---|---|---|
ম্যালো ![]() |
প্রতিবেদন | এল. তেহাউ ![]() জে. তেহাউ ![]() এ. তেহাউ ![]() টি. তেহাউ ![]() স্টিভি চং হিউ ![]() |
ভানুয়াটু ![]() | ২-৫ | ![]() |
---|---|---|
তাসো ![]() নাপ্রাপল ![]() |
প্রতিবেদন | কাই ![]() গোপ-ফেনেপজ ![]() আর. কেয়ারা ![]() |
ভানুয়াটু ![]() | ৫-০ | ![]() |
---|---|---|
নাপ্রাপল ![]() বি. কালট্যাক ![]() মালাস ![]() তাসো ![]() ভাভা ![]() |
প্রতিবেদন |
তাহিতি ![]() | ৪-৩ | ![]() |
---|---|---|
এ. তেহাউ ![]() ভলার ![]() এল. তেহাউ ![]() রোইহাউ দেগাগে ![]() |
প্রতিবেদন | Bako ![]() Haeko ![]() Kauma ![]() |
গ্রুপ বি
|
|
ফিজি ![]() | ০-১ | ![]() |
---|---|---|
প্রতিবেদন | টমি স্মিথ ![]() |
সলোমন দ্বীপপুঞ্জ ![]() | ১-০ | ![]() |
---|---|---|
তোতোরি ![]() |
প্রতিবেদন |
পাপুয়া নিউ গিনি ![]() | ১-২ | ![]() |
---|---|---|
হ্যান্স ![]() |
প্রতিবেদন | স্মেলৎজ ![]() ক্রিস উড ![]() |
ফিজি ![]() | ০-০ | ![]() |
---|---|---|
প্রতিবেদন |
পাপুয়া নিউ গিনি ![]() | ১-১ | ![]() |
---|---|---|
জ্যাক ![]() |
প্রতিবেদন | ডুনাডামু ![]() |
নিউজিল্যান্ড ![]() | ১-১ | ![]() |
---|---|---|
ক্রিস উড ![]() |
প্রতিবেদন | তোতোরি ![]() |
তথ্যসূত্র
- "Glorious Tahiti claim maiden Oceania crown"। FIFA.com। ১০ জুন ২০১২। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১২।
- "Preliminary Competition Format and Draw Procedures – Oceanian Zone" (PDF)। ২০ মে ২০১১। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১১।
- "Pacific Games no longer part of qualification"। oceaniafootball.com। ২৯ জুলাই ২০১১। ৩ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১১।
- "OFC takes tournaments away from Fiji"। FijiLive.com। ১৭ জানুয়ারি ২০১২। ২০ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১২।
- "OFC strip Fiji of Nation Cup hosting rights"। FijiLive.com। ১৪ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১২।
- "Honiara to host OFC Nations Cup"। Oceania Football Confederation। ২৮ মার্চ ২০১২। ১১ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১২।
- "Regulations OFC Nations Cup 2012" (PDF)। Oceania Football Confederation। ১০ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৩।
বহিঃসংযোগ
টেমপ্লেট:2014 FIFA World Cup qualifiers