জালৌন জেলা
জালৌন জেলা ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি জেলা। জালৌন শহর, যা ছিল মারাঠা শাসকের পূর্ব সদর দফতর, তার নামানুসারে জেলার নামকরণ করা হয়েছে, তবে জেলার প্রশাসনিক সদর দফতর ওরাইতে। জেলার অন্যান্য বড় শহর হল - কোঞ্চ, কলপি এবং মাধোগড়।
জালৌন জেলা | |
---|---|
উত্তর প্রদেশের জেলা | |
![]() উত্তরপ্রদেশে জালৌন জেলার অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | উত্তরপ্রদেশ |
বিভাগ | ঝাঁসি |
সদর দপ্তর | ওরাই |
তহশিল | ৫ |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | জালৌন (লোকসভা কেন্দ্র)) |
• বিধানসভা কেন্দ্র | ৪ |
আয়তন | |
• মোট | ৪৫৬৫ কিমি২ (১৭৬৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৯) | |
• মোট | ১৬,৮৯,৯৭৪ |
• জনঘনত্ব | ৩৭০/কিমি২ (৯৬০/বর্গমাইল) |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+০৫:৩০) |
প্রধান মহাসড়ক | ১ |
ওয়েবসাইট | http://jalaun.nic.in/ |

ভূগোল
জালৌন জেলা ঝাঁসি বিভাগের একটি অংশ। জেলাটি ৪,৫৬৫ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে। এখানকার জনসংখ্যা ১,৬৮৯,৯৭৪ জন এবং প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৩৭০ জন (২০১১ আদমশুমারি)।
জেলাটি সম্পূর্ণরূপে বুন্দেলখণ্ডের এর সমভূমিতে অবস্থিত, এবং এই জেলার প্রায় সমস্তটাই যমুনা নদী এবং তার উপনদী দিয়ে ঘেরা। যমুনা নদী জেলার উত্তরের সীমানা তৈরি করেছে, এর উপনদী বেতোয়া, জেলার দক্ষিণ সীমানা গঠন করেছে, এবং পহুজ, পশ্চিমের সীমানা গঠন করেছে। কেন্দ্রীয় অঞ্চলটি এইভাবে আবদ্ধ কর্ষিত জমিগুলির একটি মৃত স্তর, গাছ প্রায় নেই এবং অল্প কিছু গ্রাম আছে। দক্ষিণ অংশটিতে চাষের জমি আছে। নন নদী জেলার মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে, অসংখ্য ছোট ছোট নালা তাকে পুষ্ট করে।[1]
এটাওয়া এবং কানপুর গ্রামীণ জেলা উত্তরে যমুনার অপর পাড়ে অবস্থিত, হামিরপুর জেলা পূর্ব এবং দক্ষিণ-পূর্বে অবস্থিত, ঝাঁসি জেলা দক্ষিণ-পূর্বে অবস্থিত, মধ্যপ্রদেশের ভিন্ড জেলাপাহুজ নদীর ওপারে পশ্চিম দিকে অবস্থিত।
ক্রমবর্ধমান খরার কারণে বুন্দেলখণ্ড অঞ্চলটি অতীব দুর্দশাগ্র্রস্ত অবস্থার মধ্যে পড়েছে। কিছু কৃষক পুকুর খনন করে এবং ফসল পরিবর্তন করে মানিয়ে নিচ্ছে, অন্যরা শহরে চলে যাচ্ছে বা আত্মহত্যা করছে।[2]
অর্থনীতি
২০০৬ সালে পঞ্চায়েতি রাজ মন্ত্রক দেশের ২৫০টি সবচেয়ে পিছিয়ে পড়া জেলাগুলির মধ্যে জালৌন একটি বলে ঘোষণা করেছে (মোট ৬৪০ জেলার মধ্যে)।[3] এটি উত্তর প্রদেশের ৩৪টি জেলার মধ্যে একটি যা বর্তমানে পশ্চাদপদ অঞ্চল অনুদান তহবিল কর্মসূচী (বিআরজিএফ) থেকে অনুদান পাচ্ছে।[3]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুসারে জালৌন জেলার জনসংখ্যা ১,৬৭০,৭১৮ জন,[4] গিনি-বিসাউ[5] বা মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহোর জনসংখ্যার প্রায় সমান।[6] জনসংখ্যারভিত্তিতে এটি ভারতে ২৯৬তম স্থান পেয়েছে (মোট ৬৪০টি জেলার মধ্যে) [4] জেলার জনসংখ্যার ঘনত্ব ৩৬৬ জন প্রতি বর্গকিলোমিটার (৯৫০ জন/বর্গমাইল)।[4] এর জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১ - ২০১১ এর দশকে ১৪.৮৭% ছিল।[4] জালৌনে প্রতি এক হাজার পুরুষের জন্য ৮৬৫ মহিলা (যৌন অনুপাত) রয়েছে,[4] এবং সাক্ষরতার হার ৭৫.১৬%।[4] ২০১১ সালের আদমশুমারির প্রকাশিত প্রতিবেদন অনুসারে জেলার বৃহত্তম শহর হল ওরাই, এরপরে কোঞ্চ।
২০১১ সালে ভারতের আদমশুমারি অনুসারে, জেলার ৯৮.৬৬% জনগণ তাদের প্রথম ভাষা হিসাবে হিন্দি এবং ১.৩০% উর্দুতে কথা বলে।[7]
ঐতিহাসিক জনসংখ্যা | ||
---|---|---|
বছর | জন. | ব.প্র. ±% |
১৯০১ | ৪,২৪,০১৭ | — |
১৯১১ | ৪,৩১,১৫৮ | +০.১৭% |
১৯২১ | ৪,৩১,১৬৪ | +০% |
১৯৩১ | ৪,৫২,০৭৪ | +০.৪৭% |
১৯৪১ | ৫,১৫,৪৭৬ | +১.৩২% |
১৯৫১ | ৫,৫৩,৫৭২ | +০.৭২% |
১৯৬১ | ৬,৬৩,১৬৮ | +১.৮২% |
১৯৭১ | ৮,১৩,৪৯০ | +২.০৬% |
১৯৮১ | ৯,৮৬,২৩৮ | +১.৯৪% |
১৯৯১ | ১২,১৯,৩৭৭ | +২.১৪% |
২০০১ | ১৪,৫৪,৪৫২ | +১.৭৮% |
২০১১ | ১৬,৮৯,৯৭৪ | +১.৫১% |
সূত্র:[8] |
আরো দেখুন
- জগমনপুর, কানার
তথ্যসূত্র
- One or more of the preceding sentences একটি প্রকাশন থেকে অন্তর্ভুক্ত পাঠ্য যা বর্তমানে পাবলিক ডোমেইনে: চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Jalaun"। ব্রিটিশ বিশ্বকোষ। 15 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 131।[[বিষয়শ্রেণী:উইকিসংকলনের তথ্যসূত্রসহ ১৯১১ সালের এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে উইকিপিডিয়া নিবন্ধসমূহে একটি উদ্ধৃতি একত্রিত করা হয়েছে]]
- "Can Bundelkhand farmers weather the drought?"। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৯।
- Ministry of Panchayati Raj (৮ সেপ্টেম্বর ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১।
- "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।
- US Directorate of Intelligence। "Country Comparison:Population"। সংগ্রহের তারিখ ২০১১-১০-০১।
Guinea-Bissau 1,596,677 July 2011 est.
- "2010 Resident Population Data"। U. S. Census Bureau। ২০১৩-১০-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।
Idaho 1,567,582
- 2011 Census of India, Population By Mother Tongue
- Decadal Variation In Population Since 1901
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে জালৌন জেলা সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
টেমপ্লেট:Jalaun district
টেমপ্লেট:Jhansi division topics