মারাঠা

মারাঠা (আইপিএ: [ˈməraʈa]; ভিন্ন বর্ণান্তরিতে: মারহাট্টা বা মাহরাট্টা) একটি ভারতীয় জাতি গোষ্ঠি, যাদের মহারাষ্ট্র রাজ্যে প্রধানত দেখা যায়।

মারাঠা

একটি মারাঠা সৈন্য এর খোদাই চিত্র : ১৮১৩ (জেমস্‌ ফোর্বস্‌)
ধর্মীয় বিশ্বাস হিন্দু
ভাষা মারাঠি
জনবহুল অঞ্চল সংখ্যাগুরু: মহারাষ্ট্র
সংখ্যালঘু: গোয়া, গুজরাট, কর্ণাটাক এবং মধ্যপ্রদেশ.

Md Nabiur Rahman

'মারাঠা' শব্দটি দু'টি বিষয় সম্পর্কিত ক্ষেত্রে ব্যবহৃত্ হয়:[1]

  • এটি প্রভাবশালী মারাঠা বর্ণগোষ্ঠীকে নির্দেশ করে যারা মারাঠি ভাষাভাষী;

এবং

  • ঐতিহাসিকভাবে, এই শব্দটি সপ্তদশ শতাব্দীতে শিবাজী কর্তৃক প্রতিষ্ঠিত এবং তার উত্তরাধিকারীগণ দ্বারা অব্যাহত রাজত্বকে বর্ণনা করে।

মারাঠারা প্রাথমিকভাবে ভারতীয় রাজ্য মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, গুজরাট, কর্ণাটক, ও গোয়া অঞ্চলে বসবাস গড়ে তোলে। আঞ্চলিক ও ভাষাগত প্রান্তিকীকরণের ফলশ্রুতিতে গোয়া এবং প্রতিবেশী কারওয়ার এলাকার জনগোষ্ঠি কোঙ্কন মারাঠা হিসেবেই বিশেষভাবে পরিচিত।[2]

শব্দের ব্যুৎপত্তি

মহারাষ্ট্র (লাল বর্ণ) অধিকাংশ মারাঠার স্বভূম।

বর্ণভেদ প্রথায় অবস্থান

জাতিগোষ্ঠি

ইতিহাস

শিবাজীর পূর্বে

মারাঠা সাম্রাজ্য

মারাঠা রাজবংশ এবং রাজ্য

অভ্যন্তরীণ অভিবাসী

রাজনীতিতে অংশগ্রহণ

সামরিক সেবা খাত

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Maratha"। Encyclopædia Britannica। Encyclopædia Britannica Online। ২০০৯। line feed character in |প্রকাশক= at position 24 (সাহায্য)
  2. "Maratha (people)"। Encyclopædia Britannica। Encyclopædia Britannica Online। ২০০৯।

অতিরিক্ত পঠন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.