ভারতের তহশিলসমূহের তালিকা
তহশীল (বা তহসিল) হল ভারতের একটি প্রশাসনিক বিভাগ যা মূলত উপজেলাকে নির্দেশ করে। তহসিলগুলিকে উপজেলা, মহকুমা, মণ্ডল, তহসিলদার বা তালুকদার বা এমআরও ইত্যাদি হিসাবেও উল্লেখ করা হয়। তহশিল একাধিক গ্রাম এবং কয়েকটি শহর নিয়ে গঠিত হতে পারে। পঞ্চায়েত সমিতিগুলি হল তহশিলগুলির প্রশাসনিক পরিচালনা সংস্থা।
ভারতের রাজ্য অনুযায়ী তহশিল / তালুক
রাজ্যগুলি তাদের উপ-জেলাগুলির জন্য বিভিন্ন নাম ব্যবহার করে। বিস্তারিত তথ্য নিচে দেয়া হল (২০১৮ অনুযায়ী):[1]
রাজ্য | উপ-জেলা নাম | উপজেলার সংখ্যা |
---|---|---|
অন্ধ্র প্রদেশ | মন্ডল | ৬৬৪ |
অরুণাচল প্রদেশ | সার্কেল | ১৪৯ |
আসাম | মহকুমা | ১৫৫ |
বিহার | মহকুমা | ১০১ |
ছত্তীসগঢ় | তহশীল | ১৪৯ |
গোয়া | তালুক | ১২ |
গুজরাট | তালুক | ২৪৮ [2] |
হরিয়ানা | তহশীল | ৬৭ |
হিমাচল প্রদেশ | তহশীল | ১০৯ |
জম্মু ও কাশ্মীর | তহশীল | ৫৯ |
ঝাড়খণ্ড | মহকুমা | ২১০ |
কর্ণাটক | তালুক | ২০৬ |
কেরল | তালুক | ৭৫ |
মধ্য প্রদেশ | তহশীল | ৩৬৭ |
মহারাষ্ট্র | তালুক | ৩৫৩ |
মণিপুর | মহকুমা | ৩৮ |
মেঘালয় | মহকুমা | ৩৯ |
মিজোরাম | মহকুমা | ২২ |
নাগাল্যান্ড | বৃত্ত | ৯৩ |
ওড়িশা | তহশীল | ৪৮৫ |
পাঞ্জাব | তহশীল | ৭২ |
রাজস্থান | তহশীল | ২৬৮ |
সিকিম | মহকুমা | ৯ |
তামিলনাড়ু | ভাট্টাম | ২০১ |
তেলেঙ্গানা | মন্ডল | ৪৫২ |
ত্রিপুরা | মহকুমা | ৩৮ |
উত্তর প্রদেশ | তহশীল | ৩৫০ |
উত্তরাখন্ডে | তহশীল | ৮৬ |
পশ্চিমবঙ্গ | মহকুমা | ৩৪১ |
কেন্দ্রশাসিত অঞ্চল | উপজেলার নাম | উপ-জেলার সংখ্যা |
---|---|---|
আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ | তহশীল | ৭ |
চন্ডিগড় | তহশীল | ১ |
দাদরা ও নগর হাভেলি | তালুক | ১ |
দামান ও দিউ | তালুক | ২ |
দিল্লি | তহশীল | ২৭ |
লাক্ষাদ্বীপ | মহকুমা | ৪ |
পুদুচেরি | কমুন পঞ্চায়েত | ১০ |
ভারত | মোট | ৫৪৬৪ |
আরো দেখুন
তথ্যসূত্র
- "Statement showing the Nomenclature and Number of Sub-Districts in States/UTs"। Office of The Registrar General & Census Commissioner, India, New Delhi। ২০১০–২০১১। সংগ্রহের তারিখ ২০১১-১০-০৩।
- "State Govt Announces 23 New Talukas"। DNA – via HighBeam (সদস্যতা প্রয়োজনীয়) । ১০ সেপ্টেম্বর ২০১৩। ৬ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৬।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.