কাশগঞ্জ জেলা

কাশগঞ্জ জেলা ভারতের উত্তর প্রদেশ রাজ্যর অন্যতম একটি জেলা। হাতরস জেলাটি আলিগড় বিভাগের অন্তর্গত এবং কাশগঞ্জ, পাতিয়ালি ও সাহাওয়ার তহশিল নিয়ে গঠিত। এর সদর দফতর কাশগঞ্জ শহরে অবস্থিত।[1]

কাশগঞ্জ জেলা
कासगंज जनपद
উত্তরপ্রদেশের জেলা
উত্তর প্রদেশে কাশগঞ্জ জেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৭.৮২° উত্তর ৭৮.৬৫° পূর্ব / 27.82; 78.65
দেশ ভারত
রাজ্যউত্তরপ্রদেশ
বিভাগআলিগড়
প্রতিষ্ঠিত২০০৮
সদর দপ্তরকাশগঞ্জ
আয়তন
  মোট১৯৯৩ কিমি (৭৭০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট১৪,৩৮,১৫৬
  জনঘনত্ব৭২০/কিমি (১৯০০/বর্গমাইল)
ভাষা
  সরকারিহিন্দি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+০৫:৩০)
আইএসও ৩১৬৬ কোডIN-UP-KN
সাক্ষরতা৬২.৩%
ওয়েবসাইটwww.kanshiramnagar.nic.in

ইতিহাস

১৫ এপ্রিল ২০০৮ সালে এটাহ জেলা থেকে পৃথক হয়ে কাশগঞ্জ, পাতিয়ালি ও সাহাওয়ার তহশিল নিয়ে কানশি রাম নগর নামে নতুন জেলা প্রতিষ্ঠিত হয়। তবে এ নাম সময়িক সময়ের জন্য ছিল। উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এবং বিএসপি সভাপতি মায়াবতীর সিদ্ধান্ত অনুযায়ী রাজনীতিবিদ কানশি রামের নামে জেলার নামকরণ করা হয়েছিল। এ সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় আইনজীবিরা প্রতিবাদ সমাবেশ করে এবং স্থানীয়রা চাইছিল যে সাধক তুলসীদাস এখানে জন্মগ্রহণ করায় এটি তাঁর সম্মানে নামকরণ করা হোক।[2] অবশেষে জেলাটি ২০১২ সালে তার আসল নাম কাশগঞ্জ নামে পরিবর্তিত হয়।[3] কাশগঞ্জ সংলগ্ন জেলাসমুহ হল আলিগড়, বাদাউন, এটাহ, ফারুখাবাদ এবং খায়ের তহশীল।

জনসংখ্যার উপাত্ত

ভারতের জনগণনা ২০১১ অনুসারে কাশগঞ্জ জেলার মোট জনসংখ্যা ১,৪৩৬,৭১৯ জন,[4] যা সোয়াজিল্যান্ডের মোট জনসংখ্যার সমান[5] বা মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের মোট জনসংখ্যার সমান।[6] এটি ভারতের ৬৪০টি জেলার মধ্যে ৩৪৫তম জনবহুল জেলা। এ জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৭৩৬ জন বা প্রতি বর্গ মাইলে ১,৯১০ জন লোক বসবাস করে। ২০০১ থেকে ২০১১ এর দশকে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১৭.০৫%। কাশগঞ্জ জেলার লিঙ্গ অনুপাত প্রতি ১০০০ পুরুষের বিপরীতে ৮৭৯ জন মহিলা রয়েছে এবং সাক্ষরতার হার ৬২.৩%।

২০১১ সালে ভারতের জনগণনার সময়ে কাশগঞ্জ জেলার জনসংখ্যার ৯১.৬৪% হিন্দি ভাষা এবং ৮.২৭% উর্দু ভাষাকে তাদের প্রথম ভাষা বলে উল্লেখ্য করেছিল।[7]

ঐতিহাসিক জনসংখ্যা
বছরজন.±%
১৯০১৩,৮৬,৩৮৩    
১৯১১৩,৮৯,৭৪৭+০.৯%
১৯২১৩,৭১,১৩৫−৪.৮%
১৯৩১৩,৮৪,৮৯৭+৩.৭%
১৯৪১৪,৪০,৪৯০+১৪.৪%
১৯৫১৫,০২,৯৩০+১৪.২%
১৯৬১৫,৮৮,৮৭৯+১৭.১%
১৯৭১৬,৯৯,৮০৬+১৮.৮%
১৯৮১৮,২৬,৬১৬+১৮.১%
১৯৯১৯,৯১,২৮৯+১৯.৯%
২০০১১২,২৮,৭০৫+২৪%
২০১১১৪,৩৬,৭১৯+১৬.৯%

তথ্যসূত্র

  1. https://web.archive.org/web/20090513072659/http://www.hindustandainik.com/news/5922_2117188%2C0015002500000000.htm। ১৩ মে ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৫ |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  2. Lawyers against naming new Kasganj district after Kanshi Ram
  3. "Important Cabinet Decisions"। Information and Public Relations Department। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৩
  4. "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১
  5. US Directorate of Intelligence। "Country Comparison:Population"। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১Swaziland 1,370,424
  6. "2010 Resident Population Data"। U. S. Census Bureau। ১ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১Hawaii 1,360,301
  7. 2011 Census of India, Population By Mother Tongue

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.