কাশগঞ্জ জেলা
কাশগঞ্জ জেলা ভারতের উত্তর প্রদেশ রাজ্যর অন্যতম একটি জেলা। হাতরস জেলাটি আলিগড় বিভাগের অন্তর্গত এবং কাশগঞ্জ, পাতিয়ালি ও সাহাওয়ার তহশিল নিয়ে গঠিত। এর সদর দফতর কাশগঞ্জ শহরে অবস্থিত।[1]
কাশগঞ্জ জেলা कासगंज जनपद | |
---|---|
উত্তরপ্রদেশের জেলা | |
![]() উত্তর প্রদেশে কাশগঞ্জ জেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৭.৮২° উত্তর ৭৮.৬৫° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | উত্তরপ্রদেশ |
বিভাগ | আলিগড় |
প্রতিষ্ঠিত | ২০০৮ |
সদর দপ্তর | কাশগঞ্জ |
আয়তন | |
• মোট | ১৯৯৩ কিমি২ (৭৭০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৪,৩৮,১৫৬ |
• জনঘনত্ব | ৭২০/কিমি২ (১৯০০/বর্গমাইল) |
ভাষা | |
• সরকারি | হিন্দি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+০৫:৩০) |
আইএসও ৩১৬৬ কোড | IN-UP-KN |
সাক্ষরতা | ৬২.৩% |
ওয়েবসাইট | www |
ইতিহাস
১৫ এপ্রিল ২০০৮ সালে এটাহ জেলা থেকে পৃথক হয়ে কাশগঞ্জ, পাতিয়ালি ও সাহাওয়ার তহশিল নিয়ে কানশি রাম নগর নামে নতুন জেলা প্রতিষ্ঠিত হয়। তবে এ নাম সময়িক সময়ের জন্য ছিল। উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এবং বিএসপি সভাপতি মায়াবতীর সিদ্ধান্ত অনুযায়ী রাজনীতিবিদ কানশি রামের নামে জেলার নামকরণ করা হয়েছিল। এ সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় আইনজীবিরা প্রতিবাদ সমাবেশ করে এবং স্থানীয়রা চাইছিল যে সাধক তুলসীদাস এখানে জন্মগ্রহণ করায় এটি তাঁর সম্মানে নামকরণ করা হোক।[2] অবশেষে জেলাটি ২০১২ সালে তার আসল নাম কাশগঞ্জ নামে পরিবর্তিত হয়।[3] কাশগঞ্জ সংলগ্ন জেলাসমুহ হল আলিগড়, বাদাউন, এটাহ, ফারুখাবাদ এবং খায়ের তহশীল।
জনসংখ্যার উপাত্ত
ভারতের জনগণনা ২০১১ অনুসারে কাশগঞ্জ জেলার মোট জনসংখ্যা ১,৪৩৬,৭১৯ জন,[4] যা সোয়াজিল্যান্ডের মোট জনসংখ্যার সমান[5] বা মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের মোট জনসংখ্যার সমান।[6] এটি ভারতের ৬৪০টি জেলার মধ্যে ৩৪৫তম জনবহুল জেলা। এ জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৭৩৬ জন বা প্রতি বর্গ মাইলে ১,৯১০ জন লোক বসবাস করে। ২০০১ থেকে ২০১১ এর দশকে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১৭.০৫%। কাশগঞ্জ জেলার লিঙ্গ অনুপাত প্রতি ১০০০ পুরুষের বিপরীতে ৮৭৯ জন মহিলা রয়েছে এবং সাক্ষরতার হার ৬২.৩%।
২০১১ সালে ভারতের জনগণনার সময়ে কাশগঞ্জ জেলার জনসংখ্যার ৯১.৬৪% হিন্দি ভাষা এবং ৮.২৭% উর্দু ভাষাকে তাদের প্রথম ভাষা বলে উল্লেখ্য করেছিল।[7]
ঐতিহাসিক জনসংখ্যা | ||
---|---|---|
বছর | জন. | ±% |
১৯০১ | ৩,৮৬,৩৮৩ | — |
১৯১১ | ৩,৮৯,৭৪৭ | +০.৯% |
১৯২১ | ৩,৭১,১৩৫ | −৪.৮% |
১৯৩১ | ৩,৮৪,৮৯৭ | +৩.৭% |
১৯৪১ | ৪,৪০,৪৯০ | +১৪.৪% |
১৯৫১ | ৫,০২,৯৩০ | +১৪.২% |
১৯৬১ | ৫,৮৮,৮৭৯ | +১৭.১% |
১৯৭১ | ৬,৯৯,৮০৬ | +১৮.৮% |
১৯৮১ | ৮,২৬,৬১৬ | +১৮.১% |
১৯৯১ | ৯,৯১,২৮৯ | +১৯.৯% |
২০০১ | ১২,২৮,৭০৫ | +২৪% |
২০১১ | ১৪,৩৬,৭১৯ | +১৬.৯% |
তথ্যসূত্র
- https://web.archive.org/web/20090513072659/http://www.hindustandainik.com/news/5922_2117188%2C0015002500000000.htm। ১৩ মে ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৫।
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য) - Lawyers against naming new Kasganj district after Kanshi Ram
- "Important Cabinet Decisions"। Information and Public Relations Department। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৩।
- "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।
- US Directorate of Intelligence। "Country Comparison:Population"। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১।
Swaziland 1,370,424
- "2010 Resident Population Data"। U. S. Census Bureau। ১ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।
Hawaii 1,360,301
- 2011 Census of India, Population By Mother Tongue