কুলিয়া ইউনিয়ন, দেবহাটা

কুলিয়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার একটি ইউনিয়ন, প্রশাসনিক এলাকা। [1][2]

কুলিয়া
ইউনিয়ন
১নং কুলিয়া ইউনিয়ন পরিষদ।
কুলিয়া
বাংলাদেশে কুলিয়া ইউনিয়ন, দেবহাটার অবস্থান
স্থানাঙ্ক: ২২.৫৭৯৯২৪° উত্তর ৮৮.৯৮৮৯১৪° পূর্ব / 22.579924; 88.988914
দেশ বাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাসাতক্ষীরা জেলা
উপজেলাদেবহাটা উপজেলা
সাক্ষরতার হার
  মোট৮৬.০৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান ও সীমানা

কুলিয়া ইউনিয়নেরর উত্তরে আলীপুর ইউনিয়ন,দক্ষিণে পারুলিয়া ইউনিয়ন,পূর্বে ফিংড়ী ইউনিয়ন এবং ভোমরা যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোল ঘেষে অবস্হিত।

ইতিহাস

কুলিয়া ইউনিয়নে সাতক্ষীরা জমিদারদের গুরুঠাকুরগন বাস করতেন যে কারনে এখানকার ডাকঘর ও একটি গ্রামের নাম গুরুগ্রাম।

প্রশাসনিক এলাকা

  • বহেরা,
  • বালিয়াডাঙ্গা,
  • হিরারচক,
  • পুষ্পকাটি,
  • খাসখামার,
  • উ:কুলিয়া,
  • দ:কুলিয়া,
  • পূর্ব কুলিয়া,
  • দত্তডাঙ্গা,
  • কামট পাড়া,
  • কুলতলী,
  • সুবর্ণাবাদ,
  • নুনেখোলা,
  • রঘুনাথপুর,
  • রামনগর,
  • টিকেট,
  • হিজলডাঙ্গা,
  • দেউকুল,
  • গবিন্দপুর,
  • পারগাভা,
  • রাজারাম,
  • শশাডাঙ্গা,
  • শ্যামনগর,
  • গোবরাখালী,
  • ভেন্নাপোতা,
  • বড়বড়িয়া,
  • ঢালীর ঘের,
  • আন্দুলপোতা,
  • কদমখালী,
  • চরবালিথা,
  • বিল শিমুলবাড়ীয়া,
  • জেলমারী,
  • কড়েমারী।

আয়তন ও জনসংখ্যা

আয়তনঃ ৫৯.৪৯ বর্গ কি:মি:। জনসংখ্যাঃ ৩৫,১৫৪ জন। পুরুষ ১৭,৯৪৯ জন, মহিলা ১৭,২০৫ জন, মুসলমান ২৬,৩৭৪ জন, হিন্দু ৬৩৭৫ জন, অন্যান্য ২৩৯৩ জন।

শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠাণ

শিক্ষার হার :  ৮৬.০৪%

শিক্ষা প্রতিষ্ঠাণ

  • প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৮টি
  • মাধ্যমিক বিদ্যালয় ০২টি
  • মাধ্যমিক বালিকা বিদ্যালয় ১টি
  • দাখিল মাদ্রাসা ৩টি
  • উপ-আনুষ্ঠানিক বিদ্যালয় ৩৭টি
  • জামে মসজিদ ৪৮টি

দর্শনীয় স্থান

কৃতী ব্যক্তিত্ব

জনপ্রতিনিধি

বর্তমান চেয়ারম্যান- মোঃ ইমাদুল ইসলাম

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নং চেয়ারম্যানগণের নাম মেয়াদকাল
০১ আবু ছালেক সরদার বিটিশ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত
০২ আব্দুল গফ্ফার সরদর ১৯৬৬-১৯৭১
০৩ নুরুল মোমিন সরদার ১৯৭২-১৯৮৮
০৪ মোঃ আছাদুল হক ১৯৮৮-২০১৬
০৫ মোঃ ইমাদুল ইসলাম ২০১৬-বর্তমান

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "কুলিয়া ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৪
  2. "দেবহাটা উপজেলা"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.