ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়কদের তালিকা

অত্র নিবন্ধটি কমপক্ষে একটি স্বীকৃতিপ্রাপ্ত আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটে অংশগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের পুরুষ, যুব ও মহিলা ক্রিকেট অধিনায়ক সম্পর্কীয়। ৩১ মে, ১৯২৬ তারিখে তৎকালীন ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্সে (বর্তমানের - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) ভারত ও নিউজিল্যান্ডের সাথে ওয়েস্ট ইন্ডিজ দল একযোগে পূর্ণাঙ্গ সদস্যভূক্ত হয়। ১৯২৮ সালে দলটি লর্ডসে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলায় প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। অন্য প্রতিপক্ষ হিসেবে ১৯৩০-৩১ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে অংশ নেয়।

আইসিসি’র সদস্য হবার পূর্বে দলটি সম্মিলিত ওয়েস্ট ইন্ডিজ দল নামে পরিচিত ছিল। ১৮৮৪ সালে দলটি এ নামে গঠিত হয়।[1] ১৮৮৬ সালে ডেমেরারার চার্লস গাই অস্টিন ওয়াটের নেতৃত্বে সম্মিলিত ওয়েস্ট ইন্ডিজ দল কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র গমন করে।[2] এছাড়াও, জ্যামাইকার লরেন্স ফিফ দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন।[3] ওয়াটের নেতৃত্বাধীন দলে তিনি সহঃ অধিনায়কেরও দায়িত্ব পালন করেন।[2] ১৮৮৮ সালে ফিরতি সফরে মার্কিন যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে আসলে সম্মিলিত ওয়েস্ট ইন্ডিজ দলকে এডওয়ার্ড রাইট নেতৃত্ব দেন।[4][5]

১৮৯৭ সাল থেকে সম্মিলিত ওয়েস্ট ইন্ডিজ দল আরও নিয়মিতভাবে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলতে থাকে। তখন দলটি ওয়েস্ট ইন্ডিজ নাম ধারণ করে লর্ড বার্কলি একাদশ কিংবা আরএ বেনেট একাদশের ন্যায় সফরকারী ইংল্যান্ডের শৌখিন দলগুলোর বিপক্ষে খেলতে থাকে। তবে, ১৯১২ সালের পর থেকে মেরিলেবোন ক্রিকেট ক্লাব ওয়েস্ট ইন্ডিজে সফর করেছিল। ওয়েস্ট ইন্ডিজ দলও ১৯০০, ১৯০৬ ও ১৯২৩ সালে ইংল্যান্ডে যায়। সেখানে তারা প্রতিপক্ষ হিসেবে বিভিন্ন ইংরেজ প্রথম-শ্রেণীর ক্রিকেট দল ও ক্ষুদ্রতর কাউন্টি দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিল।

ঐ সফরগুলোয় অন্যান্য প্রতিপক্ষ দল হিসেবে শৌখিন দল, এমসিসি, একবার ইংল্যান্ড একাদশ, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলে। কিছু খেলা প্রথম-শ্রেণীর খেলার মর্যাদা পায়নি। ১৮৯৭ থেকে ১৯২৬ সময়কালে বিভিন্ন অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কের ভূমিকায় অবতীর্ণ হন। তন্মধ্যে, অচার ওয়ার্নার, স্ট্যানলি স্প্রোস্টন (প্রথম-শ্রেণীবিহীন), হ্যারল্ড অস্টিন, ক্লিমেন্ট কিং, আলফ্রেড হ্যারিংটন, এডউইন মোল্ডার, উইলিয়াম শার্লক, পার্সি টারিল্টন, ম্যালকম অস্টিন ও কার্ল নুনেস অন্যতম।

টেস্ট অধিনায়ক

অত্র তালিকায় ওয়েস্ট ইন্ডিজ দলের পক্ষে কমপক্ষে একটি খেলায় অধিনায়কত্বকারী ক্রিকেটারদেরকে অন্তর্ভূক্ত করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়কত্বের উত্তরণকালকে তিনটি যুগে বিভক্ত করা হয়েছে।

  • শ্বেতাঙ্গ অধিনায়কত্বের সময়কাল;
  • প্রভাববিস্তারকারী টেস্টভূক্ত দেশ হিসেবে আত্মপ্রকাশ এবং
  • টেস্টে আধিপত্যবাদ থেকে দূরে সরে যাওয়া

অত্র তালিকার ফলাফল ২০১৫ সালে অস্ট্রেলিয়া দলের ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত সঠিক। (†) ড্যাগার চিহ্নিত খেলোয়াড় কোন সিরিজের কমপক্ষে একটি টেস্টে নিয়মিত অধিনায়কের সহকারী হিসেবে বা সিরিজে স্বল্পকালীন অধিনায়কের দায়িত্বে মনোনীত হয়েছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক
ক্রমিক নাম সাল প্রতিপক্ষ স্থান খেলার সংখ্যা জয় পরাজয় ড্র
কার্ল নুনেস ১৯২৮ইংল্যান্ডইংল্যান্ড
১৯২৯/৩০†ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজ
মোট
টেডি হোড১৯২৯/৩০†ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজ
নেলসন বেটানকোর্ট১৯২৯/৩০†ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজ
মরিস ফার্নান্দেজ১৯২৯/৩০†ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজ
জ্যাকি গ্র্যান্ট ১৯৩০/১অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া
১৯৩৩ইংল্যান্ডইংল্যান্ড
১৯৩৪/৫ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজ
মোট১২
রল্ফ গ্র্যান্ট১৯৩৯ইংল্যান্ডইংল্যান্ড
জর্জ হ্যাডলি১৯৪৭/৮†ইংল্যান্ডইংল্যান্ড
জেরি গোমেজ১৯৪৭/৮†ইংল্যান্ডইংল্যান্ড
জন গডার্ড ১৯৪৭/৮ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজ
১৯৪৮/৯ভারতভারত
১৯৫০ইংল্যান্ডইংল্যান্ড
১৯৫১/২অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া
১৯৫১/২নিউজিল্যান্ডনিউজিল্যান্ড
১৯৫৭ইংল্যান্ডইংল্যান্ড
মোট২২
১০ জেফ স্টলমেয়ার ১৯৫১/২†অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া
১৯৫২/৩ভারতওয়েস্ট ইন্ডিজ
১৯৫৩/৪ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজ
১৯৫৪/৫†অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজ
মোট১৩
১১ ডেনিস অ্যাটকিনসন ১৯৫৪/৫অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজ
১৯৫৫/৬নিউজিল্যান্ডনিউজিল্যান্ড
মোট
১২ জেরি আলেকজান্ডার
১৯৫৭/৮পাকিস্তানওয়েস্ট ইন্ডিজ
১৯৫৮/৯ভারতভারত
১৯৫৮/৯পাকিস্তানপাকিস্তান
১৯৫৯/৬০ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজ
মোট১৮
১৩ ফ্রাঙ্ক ওরেল
১৯৬০/১অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া
১৯৬১/২ভারতওয়েস্ট ইন্ডিজ
১৯৬৩ইংল্যান্ডইংল্যান্ড
মোট১৫
১৪ গারফিল্ড সোবার্স
১৯৬৪/৫অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজ
১৯৬৬ইংল্যান্ডইংল্যান্ড
১৯৬৬/৭ভারতভারত
১৯৬৭/৮ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজ
১৯৬৮/৯অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া
১৯৬৮/৯নিউজিল্যান্ডনিউজিল্যান্ড
১৯৬৯ইংল্যান্ডইংল্যান্ড
১৯৭০/১ভারতওয়েস্ট ইন্ডিজ
১৯৭১/২নিউজিল্যান্ডওয়েস্ট ইন্ডিজ
মোট৩৯১০২০
১৫ রোহন কানহাই ১৯৭২/৩অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজ
১৯৭৩ইংল্যান্ডইংল্যান্ড
১৯৭৩/৪ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজ
মোট১৩
১৬ ক্লাইভ লয়েড
১৯৭৪/৫ভারতভারত
১৯৭৪/৫পাকিস্তানপাকিস্তান
১৯৭৫/৬অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া
১৯৭৫/৬ভারতওয়েস্ট ইন্ডিজ
১৯৭৬ইংল্যান্ডইংল্যান্ড
১৯৭৬/৭পাকিস্তানওয়েস্ট ইন্ডিজ
১৯৭৭/৮†অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজ
১৯৭৯/৮০অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া
১৯৭৯/৮০নিউজিল্যান্ডনিউজিল্যান্ড
১৯৮০ইংল্যান্ডইংল্যান্ড
১৯৮০/১পাকিস্তানপাকিস্তান
১৯৮০/১ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজ
১৯৮১/২অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া
১৯৮২/৩ভারতওয়েস্ট ইন্ডিজ
১৯৮৩/৪ভারতভারত
১৯৮৩/৪অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজ
১৯৮৪ইংল্যান্ডইংল্যান্ড
১৯৮৪/৫অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া
মোট৭৪৩৬১২২৬
১৭ আলভিন কালীচরণ ১৯৭৭/৮অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজ
১৯৭৮/৯ভারতভারত
মোট
১৮ডেরেক মারে১৯৭৯/৮০†অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া
১৯ ভিভ রিচার্ডস ১৯৮০†ইংল্যান্ডইংল্যান্ড
১৯৮৩/৪অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজ
১৯৮৪/৫নিউজিল্যান্ডওয়েস্ট ইন্ডিজ
১৯৮৫/৬ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজ
১৯৮৬/৭পাকিস্তানপাকিস্তান
১৯৮৬/৭নিউজিল্যান্ডনিউজিল্যান্ড
১৯৮৭/৮ভারতভারত
১৯৮৭/৮পাকিস্তানওয়েস্ট ইন্ডিজ
১৯৮৮ইংল্যান্ডইংল্যান্ড
১৯৮৮/৯অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া
১৯৮৮/৯ভারতওয়েস্ট ইন্ডিজ
১৯৮৯/৯০ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজ
১৯৯০/১অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজ
১৯৯১ইংল্যান্ডইংল্যান্ড
মোট৫০২৭১৫
২০গর্ডন গ্রীনিজ১৯৮৭/৮†পাকিস্তানওয়েস্ট ইন্ডিজ
২১ ডেসমন্ড হেইন্স
১৯৮৯/৯০†ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজ
১৯৯০/১পাকিস্তানপাকিস্তান
মোট
২২ রিচি রিচার্ডসন ১৯৯১/২দক্ষিণ আফ্রিকাওয়েস্ট ইন্ডিজ
১৯৯২/৩অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া
১৯৯২/৩পাকিস্তানওয়েস্ট ইন্ডিজ
১৯৯৩/৪শ্রীলঙ্কাশ্রীলঙ্কা
১৯৯৩/৪ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজ
১৯৯৪/৫অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজ
১৯৯৫ইংল্যান্ডইংল্যান্ড
মোট২৪১১
২৩ কোর্টনি ওয়ালশ
১৯৯৩/৪†ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজ
১৯৯৪/৫ভারতভারত
১৯৯৪/৫নিউজিল্যান্ডনিউজিল্যান্ড
১৯৯৫/৬নিউজিল্যান্ডওয়েস্ট ইন্ডিজ
১৯৯৬/৭অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া
১৯৯৬/৭ভারতওয়েস্ট ইন্ডিজ
১৯৯৬/৭শ্রীলঙ্কাওয়েস্ট ইন্ডিজ
১৯৯৭/৮পাকিস্তানপাকিস্তান
মোট২২
২৪ ব্রায়ান লারা
১৯৯৬/৭†ভারতওয়েস্ট ইন্ডিজ
১৯৯৭/৮ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজ
১৯৯৮/৯দক্ষিণ আফ্রিকাদক্ষিণ আফ্রিকা
১৯৯৮/৯অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজ
১৯৯৯/২০০০নিউজিল্যান্ডনিউজিল্যান্ড
২০০২/৩অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজ
২০০৩শ্রীলঙ্কাওয়েস্ট ইন্ডিজ
২০০৩/৪জিম্বাবুয়েজিম্বাবুয়ে
২০০৩/৪দক্ষিণ আফ্রিকাদক্ষিণ আফ্রিকা
২০০৩/৪ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজ
২০০৪বাংলাদেশওয়েস্ট ইন্ডিজ
২০০৪ইংল্যান্ডইংল্যান্ড
২০০৬ভারতওয়েস্ট ইন্ডিজ
২০০৬/৭পাকিস্তানপাকিস্তান
মোট৪৭১০২৬১১
২৫ জিমি অ্যাডামস ১৯৯৯/২০০০জিম্বাবুয়েওয়েস্ট ইন্ডিজ
১৯৯৯/২০০০পাকিস্তানওয়েস্ট ইন্ডিজ
২০০০ইংল্যান্ডইংল্যান্ড
২০০০/১অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া
মোট১৫
২৬ কার্ল হুপার ২০০০/১দক্ষিণ আফ্রিকাওয়েস্ট ইন্ডিজ
২০০১জিম্বাবুয়েজিম্বাবুয়ে
২০০১/২শ্রীলঙ্কাশ্রীলঙ্কা
২০০১/২পাকিস্তানশারজা
২০০১/২ভারতওয়েস্ট ইন্ডিজ
২০০২নিউজিল্যান্ডওয়েস্ট ইন্ডিজ
২০০২/৩ভারতভারত
মোট২২১১
২৭রিডলি জ্যাকবস২০০২/৩বাংলাদেশবাংলাদেশ
২৮ শিবনারায়ণ চন্দরপল
২০০৪/৫দক্ষিণ আফ্রিকাওয়েস্ট ইন্ডিজ
২০০৪/৫পাকিস্তানওয়েস্ট ইন্ডিজ
২০০৫শ্রীলঙ্কাশ্রীলঙ্কা
২০০৫/৬অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া
২০০৫/৬নিউজিল্যান্ডনিউজিল্যান্ড
মোট১৪১০
২৯ রামনরেশ সারওয়ান ২০০৭ইংল্যান্ডইংল্যান্ড
২০০৮অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজ
মোট
৩০ড্যারেন গঙ্গা২০০৭†ইংল্যান্ডইংল্যান্ড
৩১ ক্রিস গেইল
২০০৭/৮দক্ষিণ আফ্রিকাদক্ষিণ আফ্রিকা
২০০৭/৮শ্রীলঙ্কাওয়েস্ট ইন্ডিজ
২০০৮†অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজ
২০০৮/০৯নিউজিল্যান্ডনিউজিল্যান্ড
২০০৮/০৯ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজ
২০০৯ইংল্যান্ডইংল্যান্ড
২০০৯/১০অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া
২০১০দক্ষিণ আফ্রিকাওয়েস্ট ইন্ডিজ
মোট২০
৩২ডোয়েন ব্র্যাভো
২০০৭/৮†দক্ষিণ আফ্রিকাদক্ষিণ আফ্রিকা
৩৩ফ্লয়েড রেইফার২০০৯বাংলাদেশওয়েস্ট ইন্ডিজ
৩৪ ড্যারেন স্যামি
২০১০/১১শ্রীলঙ্কাশ্রীলঙ্কা
২০১১পাকিস্তানওয়েস্ট ইন্ডিজ
২০১১ভারতওয়েস্ট ইন্ডিজ
২০১১বাংলাদেশবাংলাদেশ
২০১১ভারতভারত
২০১১/১২অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজ
২০১২ইংল্যান্ডইংল্যান্ড
২০১২নিউজিল্যান্ডওয়েস্ট ইন্ডিজ
২০১২/১৩বাংলাদেশবাংলাদেশ
২০১২/১৩জিম্বাবুয়েওয়েস্ট ইন্ডিজ
২০১৩/১৪ভারতভারত
২০১৩/১৪নিউজিল্যান্ডনিউজিল্যান্ড
মোট৩০১২১০
৩৫ দিনেশ রামদিন ২০১৪নিউজিল্যান্ডওয়েস্ট ইন্ডিজ
২০১৪বাংলাদেশওয়েস্ট ইন্ডিজ
২০১৪/১৫দক্ষিণ আফ্রিকাদক্ষিণ আফ্রিকা
২০১৪/১৫ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজ
২০১৫অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজ
মোট১৩
সর্বমোট৫০৮১৬৪১৭৩১৭১

পাদটীকা:

  • 1 জ্যাকি গ্র্যান্টরল্ফ গ্র্যান্ট পরস্পর সহোদর।
  • 2 একটি টাই খেলাও এর অন্তর্ভূক্ত।
  • 3 এছাড়াও গারফিল্ড সোবার্স ১৯৭০ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বহির্বিশ্ব একাদশ দলের নেতৃত্বে ছিলেন। ঐ সিরিজগুলো দক্ষিণ আফ্রিকায় পূর্ব-নির্ধারিত সফরের পরিবর্তে বর্ণবাদ নীতির কারণে অনুষ্ঠিত হয়েছিল।

ওডিআই অধিনায়ক

ওয়েস্ট ইন্ডিজের ওডিআই অধিনায়ক
ক্রমিক নাম সময়কাল খেলার সংখ্যা জয় টাই পরাজয় ফলাফল হয়নি
রোহন কানহাই১৯৭৩
ক্লাইভ লয়েড১৯৭৫-১৯৮৫৮৪৬৪১৮
ডেরেক মারে১৯৭৮-৭৯
আলভিন কালীচরণ১৯৭৮
ভিভ রিচার্ডস১৯৮০–১৯৯১১০৫৬৭৩৬
মাইকেল হোল্ডিং১৯৮৪
গর্ডন গ্রীনিজ১৯৮৮
ডেসমন্ড হেইন্স১৯৮৯-১৯৯৩
জেফ ডুজন১৯৯০
১০রিচি রিচার্ডসন১৯৯১-১৯৯৬৮৭৪৬৩৬
১১কোর্টনি ওয়ালশ১৯৯৪-১৯৯৭৪৩২২২০
১২ব্রায়ান লারা১৯৯৪-২০০৭১২৫৫৯৫৯
১৩কার্ল হুপার১৯৯৭-২০০৩৪৯২৩২৪
১৪জিমি অ্যাডামস১৯৯৯-২০০১২৬১০১৪
১৫শেরউইন ক্যাম্পবেল২০০১
১৬রিডলি জ্যাকবস২০০২
১৭রামনরেশ সারওয়ান২০০৪-২০০৮
১৮শিবনারায়ণ চন্দরপল২০০৫-২০০৬১৬১৪
১৯সিলভেস্টার যোসেফ২০০৫
২০ক্রিস গেইল২০০৭-২০১০৫৩১৭৩০
২১ডোয়েন ব্র্যাভো২০০৭-২০১৪৩৭১৭১৮
২২ফ্লয়েড রেইফার২০০৯
২৩ড্যারেন স্যামি২০১০–২০১৩৫১১৯৩০
২৪দিনেশ রামদিন২০১১
২৫কিরণ পোলার্ড২০১৩
২৬জেসন হোল্ডার২০১৫–বর্তমান১২
সর্বমোট৭৩১৩৭৩৩২৬২৪

টুয়েন্টি২০ আন্তর্জাতিক অধিনায়ক

ওয়েস্ট ইন্ডিজের টুয়েন্টি২০ আন্তর্জাতিক অধিনায়ক
ক্রমিক নাম সময়কাল খেলার সংখ্যা জয় টাই পরাজয় ফলাফল হয়নি
শিবনারায়ণ চন্দরপল২০০৬
ক্রিস গেইল২০০৭-২০১০১৭১০
রামনরেশ সারওয়ান২০০৭
ডোয়েন ব্র্যাভো২০০৭-২০১৪
দিনেশ রামদিন২০০৯/১০
ফ্লয়েড রেইফার২০০৯
ড্যারেন স্যামি২০১১–বর্তমান৩৯২১১৫
সর্বমোট৬৯৩২৩২

অন্যান্য

বহির্বিশ্ব দলের টেস্ট খেলার অধিনায়ক
ক্রমিক নাম সময়কাল প্রতিপক্ষ স্থান খেলার সংখ্যা জয় পরাজয় ড্র
গারফিল্ড সোবার্স ১৯৭০ইংল্যান্ডইংল্যান্ড
১৯৭১/২অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া
মোট১০
বহির্বিশ্ব দলের ওডিআই অধিনায়ক
ক্রমিক নাম সময়কাল খেলার সংখ্যা জয় টাই পরাজয় ফলাফল হয়নি
গারফিল্ড সোবার্স১৯৭১/২

বিশ্ব সিরিজ ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের সুপারটেস্ট খেলার অধিনায়ক
ক্রমিক নাম সময়কাল প্রতিপক্ষ স্থান খেলার সংখ্যা জয় পরাজয় ড্র
ক্লাইভ লয়েড ১৯৭৭/৮অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া
১৯৭৮/৯বিশ্ব একাদশঅস্ট্রেলিয়া
১৯৭৮/৯অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া
১৯৭৮/৯অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজ
মোট১১
ওয়েস্ট ইন্ডিজের ডব্লিউএসসি ওডিআই অধিনায়ক
ক্রমিক নাম সময়কাল খেলার সংখ্যা জয় টাই পরাজয় ফলাফল হয়নি
ক্লাইভ লয়েড১৯৭৭/৮-১৯৭৮/৯৩৯২৪১১

বিদ্রোহী দলের সফর

ওয়েস্ট ইন্ডিজের বিদ্রোহী টেস্ট খেলার অধিনায়ক
ক্রমিক নাম সময়কাল প্রতিপক্ষ স্থান খেলার সংখ্যা জয় পরাজয় ড্র
লরেন্স রো ১৯৮২/৩দক্ষিণ আফ্রিকাদক্ষিণ আফ্রিকা
১৯৮৩/৪দক্ষিণ আফ্রিকাদক্ষিণ আফ্রিকা
মোট
আলভিন কালীচরণ১৯৮৩/১৯৮৪†দক্ষিণ আফ্রিকাদক্ষিণ আফ্রিকা
সর্বমোট
ওয়েস্ট ইন্ডিজের বিদ্রোহী ওডিআই দলের অধিনায়ক
ক্রমিক নাম সময়কাল খেলার সংখ্যা জয় টাই পরাজয় ফলাফল হয়নি
লরেন্স রো১৯৮২/৩-১৯৮৩/৪১১
আলভিন কালীচরণ১৯৮৩/৪
সর্বমোট১২

যুবদের ক্রিকেট

টেস্ট অধিনায়ক

ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ টেস্ট খেলার অধিনায়ক
ক্রমিক নাম সময়কাল প্রতিপক্ষ স্থান খেলার সংখ্যা জয় পরাজয় ড্র
কলিন মারে১৯৭৪ইংল্যান্ডইংল্যান্ড
তিমুর মোহাম্মদ১৯৭৬ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজ
অস্টিন হোয়াইট১৯৭৮ইংল্যান্ডইংল্যান্ড
মারলন টাকার১৯৭৯/৮০ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজ
রজার হার্পার১৯৮২ইংল্যান্ডইংল্যান্ড
জোরল বার্থলে১৯৮৪/৫ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজ
ব্রায়ান লারা১৯৮৭/৮অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া
শারউইন ক্যাম্পবেল১৯৯০অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজ
ইয়ান ব্রাডশ১৯৯৩ইংল্যান্ডইংল্যান্ড
১০আন্দ্রে পার্সিভাল১৯৯৪/৫ইংল্যান্ডইংল্যান্ড
১১গারেথ ব্রিস১৯৯৫/৬পাকিস্তানপাকিস্তান
১২শার্লি ক্লার্ক১৯৯৬/৭পাকিস্তানওয়েস্ট ইন্ডিজ
১৩ব্রেন্টন পার্চম্যান্ট২০০১ইংল্যান্ডইংল্যান্ড
১৪ক্রেগ ব্রেদওয়েট২০১১অস্ট্রেলিয়াসংযুক্ত আরব আমিরাত
সর্বমোট৩৬১৩১৮

ওডিআই অধিনায়ক

ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ ওডিআই অধিনায়ক
ক্রমিক নাম সময়কাল খেলার সংখ্যা জয় টাই পরাজয় ফলাফল হয়নি
তিমুর মোহাম্মদ১৯৭৬
অস্টিন হোয়াইট১৯৭৮
রজার হার্পার১৯৮২
জোরল বার্থলে১৯৮৫
ব্রায়ান লারা১৯৮৮
ইয়ান ব্রাডশ১৯৯৩
রল লুইস১৯৯৫
আন্দ্রে পার্সিভাল১৯৯৫
গারেথ ব্রিস১৯৯৫
১০শার্লি ক্লার্ক১৯৯৬
১১সিলভেস্টার যোসেফ১৯৯৮
১২রায়ান হাইন্ডস২০০০
১৩মারলন স্যামুয়েলস২০০০
১৪ব্রেন্টন পার্চম্যান্ট২০০১
১৫নরসিং দেওনারায়ণ২০০২
১৬দিনেশ রামদিন২০০৪১২
১৭লিওন জনসন২০০৬
১৮জেসন মোহাম্মদ২০০৬
১৯শারমার্হ ব্রুকস২০০৮
২০স্টিভেন জ্যাকবস২০০৮
২১আন্দ্রে ক্রিয়ারি২০০১০
২২ইয়ান্নিক অটলি২০১০
২৩ক্রেগ ব্রেদওয়েট২০১১/১২১৬
২৪রামাল লুইস২০১৩/১৪১৩
২৫জেরেমি সোলোজানো২০১৩
সর্বমোট১১৫৫৮৫৭

মহিলাদের ক্রিকেট

টেস্ট অধিনায়ক

ওয়েস্ট ইন্ডিজের মহিলা টেস্ট খেলার অধিনায়ক
ক্রমিক নাম সময়কাল প্রতিপক্ষ স্থান খেলার সংখ্যা জয় পরাজয় ড্র
লুইস ব্রাউন ১৯৭৫/৬অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজ
১৯৭৬/৭ভারতভারত
মোট
প্যাট্রিশিয়া হুইটেকার১৯৭৯ইংল্যান্ডইংল্যান্ড
স্টিফানি পাওয়ার২০০৩/৪পাকিস্তানপাকিস্তান
সর্বমোট১২

ওডিআই অধিনায়ক

ওয়েস্ট ইন্ডিজের মহিলা ওডিআই অধিনায়ক
ক্রমিক নাম সময়কাল খেলার সংখ্যা জয় টাই পরাজয় ফলাফল হয়নি
লিলা উইলিয়ামস১৯৭৯
প্যাট্রিশিয়া হুইটেকার১৯৭৯
রিটা স্কট১৯৯৩
অ্যান ব্রাউন১৯৯৩-১৯৯৮
মার্লিন নিধাম১৯৯৭
ভেরেনা ফেলেসিয়ান২০০৩
স্টিফানি পাওয়ার২০০৩–২০০৫২৫১৩১১
এনভিস উইলিয়ামস২০০৪
নাদিন জর্জ২০০৮১১
১০চিডিন ন্যাশন২০০৮
১১মেরিজা অ্যাগুইলেরা২০০৯–বর্তমান৭৪৩৯৩২
১২আনিসা মোহাম্মদ২০১০
১৩স্তাফানি টেলর২০১৩
সর্বমোট১৩৪৬৫৬৪

টুয়েন্টি২০ আন্তর্জাতিক অধিনায়ক

ওয়েস্ট ইন্ডিজের টুয়েন্টি২০ আন্তর্জাতিক অধিনায়ক
ক্রমিক নাম সময়কাল খেলার সংখ্যা জয় টাই পরাজয় ফলাফল হয়নি
নাদিন জর্জ২০০৮
মেরিজা অ্যাগুইলেরা,২০০৯–বর্তমান৭০৩৮,২৮
আনিসা মোহাম্মদ২০১০
স্তাফানি টেলর২০১২-২০১৪
শিমেইন ক্যাম্পবেল২০১২
সর্বমোট৮১৪৫৩১

পাদটীকা:

  • পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি প্রস্তুতিমূলক খেলায় অধিনায়কত্ব করেন; উভয় খেলায় ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছিল।
  • ২০১০ সালে শ্রীলঙ্কা মহিলা দলের বিপক্ষে খেলার পর মহিলা বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার প্রস্তুতিগ্রহণকল্পে পাকিস্তান দল তিনটি অনানুষ্ঠানিক খেলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অংশ নেয়। অ্যাগুইলেরা পুরো সিরিজে অধিনায়কত্ব করে ২-১ ব্যবধানে দলকে জয় এনে দেন। এরপর দুইটি আনুষ্ঠানিক প্রস্তুতিমূলক খেলায় পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দলকে নেতৃত্ব দেন অ্যাগুইলেরা। প্রথমটিতে দল পরাজিত হলেও পরেরটিতে ওয়েস্ট ইন্ডিজ জয় পায়।
  • সুপার ওভারে গড়ানো খেলাটিতে ১০/১ করে ৩ রানে পাকিস্তানকে পরাজিত করে।
  • এক ওভারের বিদায়ী খেলায় ইংল্যান্ডের ৬/১ রানের বিপরীতে ৯/০ তুলে ওয়েস্ট ইন্ডিজ জয় পায়।
  • এক ওভারের বিদায়ী খেলায় ওয়েস্ট ইন্ডিজের সংগৃহীত ৫/২ রানের বিপরীতে নিউজিল্যান্ড ৮/০ তুলে জয় পায়।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.