আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়কদের তালিকা

অত্র নিবন্ধটি আফগানিস্তান দলের আনুষ্ঠানিক আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণকারী ক্রিকেট অধিনায়কদের তালিকা সম্পর্কীয়। এতে টেস্ট ক্রিকেট, একদিনের আন্তর্জাতিক, আইসিসি ট্রফি ও অনূর্ধ্ব-১৯ দলের খেলা অন্তর্ভূক্ত রয়েছে। অত্র তালিকাটি ২০১৪ সালের আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ চ্যাম্পিয়নশীপ পর্যন্ত সঠিক।

টেস্ট অধিনায়ক

টেস্ট ক্রিকেটে কমপক্ষে একটি খেলায় অধিনায়কের দায়িত্ব পালনকারী আফগান ক্রিকেটারের তালিকা এটি। ক্রিকেটারের পার্শ্বে রক্ষিত প্রতীকের সাহায্যে অধিনায়ক ও তাদের দলে কমপক্ষে একটি খেলায় অংশগ্রহণ করাকে বোঝানো হয়েছে।[1]

আফগান টেস্ট অধিনায়ক
ক্রমিক নাম সালপ্রতিপক্ষস্থানখেলাজয়পরাজয়ড্র
আসগর আফগান

২০১৭ভারতভারত
মোট
সর্বমোট

ওডিআই অধিনায়ক

১৯ এপ্রিল, ২০০৯ তারিখে আফগানিস্তান প্রথম ওডিআই খেলতে নামে।

আফগান ওডিআই অধিনায়ক
ক্রমিক নং নাম সাল খেলা জয় টাই পরাজয় ফলাফল হয়নি
নওরোজ মঙ্গল২০০৯–২০১২২২১২-১০
করিম সাদিক২০১২-
মোহাম্মাদ নবী২০১৩-২০১৫২৮১৩-১৫
আসগর আফগান২০১৫–বর্তমান৪৩২৫-১৬
রশীদ খান২০১৮-
সর্বমোট৯২৪৬৪৪

টুয়েন্টি২০ আন্তর্জাতিক অধিনায়ক

১ ফেব্রুয়ারি, ২০১০ তারিখে আফগানিস্তান দল প্রথম টি২০আই খেলতে নামে।

আফগান টি২০আই অধিনায়ক
ক্রমিক নাম সাল খেলা জয় টাই পরাজয় ফলাফল হয়নি
নওরোজ মঙ্গল২০০৯–২০১২১৩-
মোহাম্মাদ নবী২০১৩-২০১৫১২-
আসগর আফগান২০১৫–বর্তমান৩৮২৯-
সর্বমোট৬৩৪১-২২-

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব (আইসিসি ট্রফি)

২০০৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের মাধ্যমে আফগানিস্তানের অভিষেক ঘটে।

আফগানিস্তানের আইসিসি ট্রফি (আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব) অধিনায়ক
ক্রমিক নাম সাল খেলা জয় টাই পরাজয় ফলাফল হয়নি
নওরোজ মঙ্গল২০০৯১০
সর্বমোট১০--

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.