ইসকন্দর গীতি প্রথম খণ্ড
মরহুম কবি শাহ মোহাম্মদ ইসকন্দর মিয়া রচিত মরমী সঙ্গীত । যাকে একত্রে বলা হয় ইসকন্দর গীতি
১৯৮৯ খ্রিস্টাব্দে ইসকন্দর গীতি প্রথম খণ্ড প্রকাশিত হয় ১০১টি নিয়ে । উৎসর্গ করা হয় তাঁর পিতা মরহুম আব্দুল হামিদ স্মরণে ।
ইসকন্দর গীতি
হামদ
ক্রমিক নম্বার অনুযায়ি গানঃ (১) যত পাপ করেছি আমি নত শিরে করজোড়ে তোমার মত এত দয়াল আমার প্রতি দয়া কইরা |
প্রভু তুমি দয়াময় আদম হাওয়ার মিলন হইলো ঈসাকে নিলায় উঠাইয়া ইউসুফের বিমাতা ভাই |
(৩) তোমারও লাগিয়া আমি মায়াতে দয়া মিশাইয়া তুমিত দয়াল বন্ধু ইসকন্দর কাংগালের বেশে |
|
নাত
(৪) তুমি অগতির গতি, তুমি বিশ্বপতি না জানি সাধনা না জানি ভজনা হয়েছি অন্ধ, গাই কেমনে প্রবন্ধ
|
(৫) দিয়া তোমার প্রেম প্রীতি আর কিছু চাই না জগতে নিরধনের ধন বন্ধু রতন
|
(৬) মা আমিনার গর্ভ ধরি বিশ্ব হইতে দুর হইলো রোজ হাশরের শেষ বিচারে |
|
(৭) দু-জাহানের বাদশা নবী কীট পতংগ তরু-লতা ঘুমন্ত প্রকৃতি যত নদী ছুটে সাগর পানে
|
(৮) রাজা খসরুর রাজ প্রসাদের গগণে গগণে ছুটে পশু পক্ষী ফুলে |
(৯) একি আপরূপ দৃশ্য সোমবার বারো তারিখে জলে স্থলে লতা পাতায় কূল মাখলুক আজ সেই আনন্দে
|
বিচ্ছেদ গান
(১০) প্রেম করিলো আদম হাওয়া খাদিজা রাসুলের সনে লাইলির সনে প্রেম করিয়া জোলেখা ইউছুফের সনে |
(১১) আমার পিরিত করা হইলো না ফরহাদ শিরিরও কারণ পিরিত করলো শাহ জাহান কৃঞ্চপ্রেমে ব্রজ গোপি |
(১২) দয়াল নবী দয়া করে ঈসা মুসা নুহ নবী প্রেম করিলা ওয়ায়েজ করোনি |
(১৩) বন্ধুরে-আমার বাড়ির উপর দিয়া বন্ধুরে- ভয়েতে অভয় করিয়া
|
|
(১৪) বন্ধুরে- পড়িয়া তোমার প্রেমের ফান্দে বন্ধুরে- মন প্রাণ করিয়া চুরি বন্ধুরে- পিপাসী চাতকের মত |
(১৫) প্রেম করে নিঠুরের সনে শুকাইল প্রেম যমুনা চঞ্চল মনুরা পাখি |
(১৬) জানতাম যদি যাবে ছাড়ি আপন ভেবে জীবন যৌবন জানি না বন্ধের মন বাসনা
|
(১৭) কেন হইল পরবাসি জানতা যদি যাবে ছাড়ি শুনো শুনো সখি তোরা
|
তথ্য সুত্র
- ইসকন্দর গীতি প্রথম খণ্ড