আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়[1] (ইংরেজি: Ahsanullah University of Science & Technology), বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় যার প্রতিষ্ঠাকাল ১৯৯৫। [2]

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Ahsanullah University of Science & Technology

ধরনবেসরকারি
স্থাপিত১৯৯৫
আচার্যরাষ্ট্রপতি আব্দুল হামিদ
উপাচার্য মো: আমানুল্লাহ
ঠিকানা
১৪১ - ১৪২, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা - ১২০৮
,
তেজগাঁও
, ,
২৩.৭৬৩৮৪৫° উত্তর ৯০.৪০৬৮৮১° পূর্ব / 23.763845; 90.406881
শিক্ষাঙ্গনশহুরে
সংক্ষিপ্ত নামআবিপ্রবি/AUST
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটwww.aust.edu

ইতিহাস ও বর্ণনা

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা আহছানিয়া মিশন দ্বারা ১৯৯৫ সনে "বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২"[3] অণুযায়ী প্রতিষ্ঠিত হয় যা বাংলাদেশের সর্বাধিক মানসম্পন্ন বেসরকারী বিজ্ঞান বিশ্ববিদ্যালয়গুলোর একটি। ঢাকা আহছানিয়া মিশন [4] একটি অলাভজনক বাংলাদেশী স্বেচ্ছাসেবী সংগঠন যা ১৯৫৮ সালে খান বাহাদুর আহছানুল্লা প্রতিষ্ঠিত করেন। ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস । স্থাপত্য ও প্রকৌশল, বিজ্ঞান ও কলা এবং ব্যবসা প্রশাসন ও ব্যবস্থাপনা এবং শিক্ষা অণুষদের অধীনে রয়েছে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন বিষয়সমূহ। আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিস[5], ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন[6] ও অন্যান্য অনেক জাতীয় এবং আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা এবং পেশাদার সম্পর্ক রক্ষণাবেক্ষণ করে ।

স্বীকৃতি

ওয়েবোমেট্রিক্‌স[7] (Webometrics) তাদের বিশ্ববিদ্যালয় ক্রম ২০০৮[8] - এ আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম, সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় এবং ভারতীয় উপমহাদেশে ৭৭তম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে চিহ্নিত করে।[9] এই ক্রম বৈজ্ঞানিক গবেষণা, আন্তর্জাতিক প্রতিযোগিতার ফলাফল এবং গবেষণাপত্র প্রকাশের উপর ভিত্তি করে[10] তৈরি করা হয়েছে।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Ahsanullah University of Science & Technology"। সংগ্রহের তারিখ ২০১১-১০-১৪
  2. "বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন"। ২১ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১২
  3. "Private University Act, 1992"। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-১৬
  4. "Dhaka Ahsania Mission"। সংগ্রহের তারিখ ২০১১-১০-১৪
  5. "International Association of Universities"
  6. "University Grant Commission"
  7. "Cybermetrics Lab (2007). Regional and Global Ranking of Indian subcontinent universities. CINDOC-CSIC, Madrid, Spain"। ১৩ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১১
  8. "Regional and Global Ranking of Indian subcontinent region" (PDF)। ২১ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১১
  9. "AUST Ranking"
  10. "Webometrics, a new tool for Scientometrics"। ১৩ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.