আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম
আন্তর্জাতিক ইসলামী্ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সংক্ষেপে আইআইইউসি বাংলাদেশের সরকার কর্তৃক অনুমোদিত একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়।[1] এটির স্থায়ী ক্যাম্পাস সীতাকুন্ডের কুমিরাতে অবস্থিত। [2] ২০০৪ সালে ইউজিসি চালিত একটি জরিপে এটি শীর্ষ ৯ টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান লাভ করে। বর্তমানে ৪০২ জন শিক্ষক (৩০৪ জন স্থায়ী) ও ১১ হাজার ৩৩৯ জন ছাত্র এবং সর্বমোট ৬০ একর আয়তনের ক্যাম্পাস নিয়ে এটি বাংলাদেশের বৃহত্তম বেসরকারী বিশ্ববিদ্যালয়। [3]
![]() | |
নীতিবাক্য | নৈতিকতার সাথে মানকে সম্মিলিত করে |
---|---|
ধরন | বেসরকারী বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ১১ ফেব্রুয়ারি, ১৯৯৫ |
আচার্য | রাষ্ট্রপতি আব্দুল হামিদ |
উপাচার্য | প্রফেসর কে.এম.গোলাম মুহিউদ্দীন |
শিক্ষায়তনিক কর্মকর্তা | ৫ টি |
প্রশাসনিক কর্মকর্তা | ৪০০ জন |
শিক্ষার্থী | ১৬০০০ |
অবস্থান | , ২২.৪৯৬৭৭৭° উত্তর ৯১.৭২১৪৪৭° পূর্ব |
সংক্ষিপ্ত নাম | আইআইইউসি |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | iiuc.ac.bd |
ইতিহাস
ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ট্রাস্ট (আইইউসি) এর তত্ত্বাবধানে থাকা এই বিশ্ববিদ্যালয়টি ১১ই ফেব্রুয়ারি ১৯৯৫ সালে বাংলাদেশের ১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় [4][5] আইনের আওতায় অনুমোদন লাভ করে, এবং সেই বছর থেকেই এর কার্যক্রম আরম্ভ হয়।
অনুষদ ও বিভাগসমূহ
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ
- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ: কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে ব্যচেলন অব সাইন্স ইন ইঞ্জিনিয়ারিং (সিএসইতে বিএসসি ইঞ্জিনিয়ারিং) [আইইবি স্বীকৃত ও প্রত্যয়িত]
- কম্পিউটার বিজ্ঞানে পেশাদার ডিপ্লোমা (ডিসিএস)
- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে মাস্টার্স অব সাইন্স (এমএসসি)
- তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগ
- কম্পিউটার ও যোগাযোগ প্রকৌশল বিভাগ
- ইলেক্ট্রনিক ও যোগাযোগ প্রকৌশল বিভাগ
- ফার্মাসি বিভাগ: ব্যাচেলর অব ফার্মাসি (বি. ফার্মা)
ব্যবসায় অধ্যয়ন অনুষদ
- ব্যবসায় প্রশাসনের মাস্টার (এমবিএ) [নিয়মিত]
- ব্যবসায় প্রশাসনের মাস্টার (এমবিএ) [নির্বাহী]
- ব্যাংক ব্যবস্থাপনায় মাস্টার (এমবিএম)
- ব্যবসায় প্রশাসনে ব্যাচেলর (বিবিএ)
আইন অনুষদ
- ব্যাচেলর অফ ল (এলএলবি অনার্স)
- মাস্টার্স অফ ল'স (এলএলএম) [6]
চারুকলা ও মানবিক অনুষদ
- ইংরেজি ভাষা ও সাহিত্য (ইএলএল): ইংরাজী ভাষা ও সাহিত্যে মাস্টার্স অফ আর্টস, ইংরাজী ভাষা শিক্ষকতায় (আরএলটি) স্নাতকোত্তর,
- ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক (অনার্স)
- আরবি ভাষা ও সাহিত্যে ব্যাচেলর অব আর্টস
সামাজিক বিজ্ঞান অনুষদ
- গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে স্নাতকোত্তর ডিপ্লোমা (পিজিডিএলআইএস)
- অর্থনীতি ও ব্যাংকিংয়ের স্নাতক (EB) [7]
শরীয়াহ ও ইসলামী শিক্ষা অনুষদ
কুরআন বিজ্ঞান ও ইসলামী শিক্ষা (কিউএসআইএস): কুরআন বিজ্ঞান ও ইসলামী শিক্ষায়(এমকিউএসআইএস) মাস্টার্স অফ আর্টস
- কুরআন বিজ্ঞান ও ইসলামী শিক্ষা, দাওয়াহ ও ইসলামী শিক্ষায় (ডিআইএস) ব্যচেলর অব আর্টস
- দাওয়াহ ও ইসলামী শিক্ষায় (এমডিআইএস) মাস্টার্স অফ আর্টস
- দাওয়াহ ও ইসলামী শিক্ষায় ব্যচেলর অব আর্টস (অনার্স) [8]
ক্যাম্পাস
আন্তর্জাতিক ইসলামী্ বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাস চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার কুমিরাতে অবস্থিত। সুবিশাল এলাকায় তিনটি আবাসিক হল, তিনটি একাডেমিক ভবন, পাঁচটি অনুষদ ভবন, একটি লাইব্রেরী ভবন, সেন্ট্রাল মসজিদ ও অডিটরিয়াম/লেকচার থিয়েটার নিয়ে চলছে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রম।
গ্রন্থাগার

বিশ্ববিদ্যালয়ের মোট গ্রন্থাগারের সংখ্যা ৭ টি, নিচে এই বিষয়ক আরও তথ্য দেওয়া হলো:
ক্রম | গ্রন্থাগারের নাম | জায়গা |
---|---|---|
১ | কাতার কেন্দ্রীয় গ্রন্থাগার, স্থায়ী ক্যাম্পাস, কুমিরা | ৩৩,০০০ |
২ | সিটি ক্যাম্পাস গ্রন্থাগার, চকবাজার, চট্টগ্রাম | ৩,০০০ |
৩ | সিটি ক্যাম্পাস গ্রন্থাগার (মেয়েদের), চকবাজার, চট্টগ্রাম | ২,০০০ |
৪ | ইংরেজী সাহিত্য সেমিনার লাইব্রেরী, চট্টগ্রাম | ১,০০০ |
৫ | বাণিজ্য বিভাগ সেমিনার লাইব্রেরী, চট্টগ্রাম | ৩,৫০০ |
৬ | হেলথ ক্যাম্পাস লাইব্রেরী, চট্টগ্রাম | ১,৫০০ |
৭ | ঢাকা ক্যাম্পাস লাইব্রেরী, ঢাকা | ৩,৫০০ |
বইয়ের বিষয়ভিত্তিক পরিসংখ্যান:
ক্রম | অনুষদসমূহ | শিরোনাম | সংখ্যা |
---|---|---|---|
১ | শরিয়াহ ও ইসলামী অনুষদ | ৪,৯৭২ | ২২,৬৬৬ |
২ | বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ | ৯০৮ | ২৩,৯০৯ |
৩ | বাণিজ্য অনুষদ | ৮২৭ | ২২,৬৯০ |
৪ | স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ | ১৫৭ | ৮০৩ |
৫ | কলা অনুষদ | ৭৫০ | ৫,৭৩৬ |
৬ | আইন অনুষদ | ৫৬০ | ২,৯০৭ |
৭ | অন্যান্য | ২৩০ | ৩,৯৩২ |
সর্বমোট | ৮,৪০৪ | ৮২,৬৪৩ |
ছাত্রাবাস
এই বিশ্ববিদ্যালয়ে থাকার ব্যবস্থা উপলব্ধ রয়েছে। ছাত্রাবাসগুলি নিম্নরূপ (বিদেশী শিক্ষার্থীদের জন্য পৃথক ছাত্রাবাস):
স্থায়ী ক্যাম্পাস (কুমিরা):
- হযরত আবু বকর (আর.এ) হল
- হযরত উমর (রা।) হল
- হজরত উসমান (আর.এ) হল
- হজরত আলী (আর। এ) হল (নির্মাণাধীন)
চট্টগ্রাম শহর:
- প্রশান্তী ভবান
ক্যম্পাস | ছাত্রাবাস | সংখ্যা |
---|---|---|
চট্টগ্রাম শহর | পুরুষ | ১ |
থায়ী ক্যাম্পাস (কুমিরা) | পুরুষ | ৪ |
ছাত্র সংগঠন
এখানে নিন্মলিখিত ছাত্র সংগঠন রয়েছে:
- আইআইইউসি বিতর্ক আইআইইউসি
- আইআইইউসি আইন ক্লাব
- আইআইইউসি EEE ক্লাব
- আইআইইউসি কম্পিউটার ক্লাব
- আইআইইউসি টেলিকম ক্লাব
- আইআইইউসি রোবোটিক্স ক্লাব
- আইআইইউসি দাওয়াহ ক্লাব
- আইআইইউসি কোরআন বিজ্ঞান ক্লাব
- আইআইইউসি ফটোগ্রাফি ক্লাব
- আইআইইউসি ক্রীড়া ক্লাব
- আইআইইউসি সাংস্কৃতিক ক্লাব
- আইআইইউসি ব্যবসায় ক্লাব
- আইআইইউসি ফার্মা ক্লাব
- রোভার স্কাউট
- আইআইইউসি ভাষা ক্লাব
তথ্যসূত্র
- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ আগস্ট ২০১৫ তারিখে ইউজিসি
- http://www.iiuc.ac.bd/
- http://www.reportbd.com/blogs/4/List-of-Private-Universities-in-Bangladesh.html
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৭ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৬।
- http://bdlaws.minlaw.gov.bd/print_sections_all.php?id=10
- আইন অনুষদ, IIUC
- http://www.iiuc.ac.bd/Facants/factory_business_studies.html
- [http://www.iiuc.ac.bd/Facants/factory_shariah.html অনুষদ শরিয়াহ ও ইসলামী শিক্ষা, IIUC