আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম

আন্তর্জাতিক ইসলামী্ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সংক্ষেপে আইআইইউসি বাংলাদেশের সরকার কর্তৃক অনুমোদিত একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়[1] এটির স্থায়ী ক্যাম্পাস সীতাকুন্ডের কুমিরাতে অবস্থিত। [2] ২০০৪ সালে ইউজিসি চালিত একটি জরিপে এটি শীর্ষ ৯ টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান লাভ করে। বর্তমানে ৪০২ জন শিক্ষক (৩০৪ জন স্থায়ী) ও ১১ হাজার ৩৩৯ জন ছাত্র এবং সর্বমোট ৬০ একর আয়তনের ক্যাম্পাস নিয়ে এটি বাংলাদেশের বৃহত্তম বেসরকারী বিশ্ববিদ্যালয়। [3]

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
নীতিবাক্যনৈতিকতার সাথে মানকে সম্মিলিত করে
ধরনবেসরকারী বিশ্ববিদ্যালয়
স্থাপিত১১ ফেব্রুয়ারি, ১৯৯৫
আচার্যরাষ্ট্রপতি আব্দুল হামিদ
উপাচার্যপ্রফেসর কে.এম.গোলাম মুহিউদ্দীন
শিক্ষায়তনিক কর্মকর্তা
৫ টি
প্রশাসনিক কর্মকর্তা
৪০০ জন
শিক্ষার্থী১৬০০০
অবস্থান,
২২.৪৯৬৭৭৭° উত্তর ৯১.৭২১৪৪৭° পূর্ব / 22.496777; 91.721447
সংক্ষিপ্ত নামআইআইইউসি
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটiiuc.ac.bd

ইতিহাস

ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ট্রাস্ট (আইইউসি) এর তত্ত্বাবধানে থাকা এই বিশ্ববিদ্যালয়টি ১১ই ফেব্রুয়ারি ১৯৯৫ সালে বাংলাদেশের ১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় [4][5] আইনের আওতায় অনুমোদন লাভ করে, এবং সেই বছর থেকেই এর কার্যক্রম আরম্ভ হয়।

অনুষদ ও বিভাগসমূহ

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ

  • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ: কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে ব্যচেলন অব সাইন্স ইন ইঞ্জিনিয়ারিং (সিএসইতে বিএসসি ইঞ্জিনিয়ারিং) [আইইবি স্বীকৃত ও প্রত্যয়িত]
    • কম্পিউটার বিজ্ঞানে পেশাদার ডিপ্লোমা (ডিসিএস)
    • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে মাস্টার্স অব সাইন্স (এমএসসি)
  • তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগ
  • কম্পিউটার ও যোগাযোগ প্রকৌশল বিভাগ
  • ইলেক্ট্রনিক ও যোগাযোগ প্রকৌশল বিভাগ
  • ফার্মাসি বিভাগ: ব্যাচেলর অব ফার্মাসি (বি. ফার্মা)

ব্যবসায় অধ্যয়ন অনুষদ

  • ব্যবসায় প্রশাসনের মাস্টার (এমবিএ) [নিয়মিত]
  • ব্যবসায় প্রশাসনের মাস্টার (এমবিএ) [নির্বাহী]
  • ব্যাংক ব্যবস্থাপনায় মাস্টার (এমবিএম)
  • ব্যবসায় প্রশাসনে ব্যাচেলর (বিবিএ)

আইন অনুষদ

  • ব্যাচেলর অফ ল (এলএলবি অনার্স)
  • মাস্টার্স অফ ল'স (এলএলএম) [6]

চারুকলা ও মানবিক অনুষদ

  • ইংরেজি ভাষা ও সাহিত্য (ইএলএল): ইংরাজী ভাষা ও সাহিত্যে মাস্টার্স অফ আর্টস, ইংরাজী ভাষা শিক্ষকতায় (আরএলটি) স্নাতকোত্তর,
  • ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক (অনার্স)
  • আরবি ভাষা ও সাহিত্যে ব্যাচেলর অব আর্টস

সামাজিক বিজ্ঞান অনুষদ

  • গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে স্নাতকোত্তর ডিপ্লোমা (পিজিডিএলআইএস)
  • অর্থনীতি ও ব্যাংকিংয়ের স্নাতক (EB) [7]

শরীয়াহ ও ইসলামী শিক্ষা অনুষদ

কুরআন বিজ্ঞান ও ইসলামী শিক্ষা (কিউএসআইএস): কুরআন বিজ্ঞান ও ইসলামী শিক্ষায়(এমকিউএসআইএস) মাস্টার্স অফ আর্টস

  • কুরআন বিজ্ঞান ও ইসলামী শিক্ষা, দাওয়াহ ও ইসলামী শিক্ষায় (ডিআইএস) ব্যচেলর অব আর্টস
  • দাওয়াহ ও ইসলামী শিক্ষায় (এমডিআইএস) মাস্টার্স অফ আর্টস
  • দাওয়াহ ও ইসলামী শিক্ষায় ব্যচেলর অব আর্টস (অনার্স) [8]

ক্যাম্পাস

আন্তর্জাতিক ইসলামী্ বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাস চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার কুমিরাতে অবস্থিত। সুবিশাল এলাকায় তিনটি আবাসিক হল, তিনটি একাডেমিক ভবন, পাঁচটি অনুষদ ভবন, একটি লাইব্রেরী ভবন, সেন্ট্রাল মসজিদ ও অডিটরিয়াম/লেকচার থিয়েটার নিয়ে চলছে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রম।

গ্রন্থাগার

কাতার কেন্দ্রীয় গ্রন্থাগার

বিশ্ববিদ্যালয়ের মোট গ্রন্থাগারের সংখ্যা ৭ টি, নিচে এই বিষয়ক আরও তথ্য দেওয়া হলো:

ক্রমগ্রন্থাগারের নামজায়গা
কাতার কেন্দ্রীয় গ্রন্থাগার, স্থায়ী ক্যাম্পাস, কুমিরা৩৩,০০০
সিটি ক্যাম্পাস গ্রন্থাগার, চকবাজার, চট্টগ্রাম৩,০০০
সিটি ক্যাম্পাস গ্রন্থাগার (মেয়েদের), চকবাজার, চট্টগ্রাম২,০০০
ইংরেজী সাহিত্য সেমিনার লাইব্রেরী, চট্টগ্রাম১,০০০
বাণিজ্য বিভাগ সেমিনার লাইব্রেরী, চট্টগ্রাম৩,৫০০
হেলথ ক্যাম্পাস লাইব্রেরী, চট্টগ্রাম১,৫০০
ঢাকা ক্যাম্পাস লাইব্রেরী, ঢাকা৩,৫০০

বইয়ের বিষয়ভিত্তিক পরিসংখ্যান:

ক্রমঅনুষদসমূহশিরোনামসংখ্যা
শরিয়াহ ও ইসলামী অনুষদ৪,৯৭২২২,৬৬৬
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ৯০৮২৩,৯০৯
বাণিজ্য অনুষদ৮২৭২২,৬৯০
স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ১৫৭৮০৩
কলা অনুষদ৭৫০৫,৭৩৬
আইন অনুষদ৫৬০২,৯০৭
অন্যান্য২৩০৩,৯৩২
সর্বমোট৮,৪০৪৮২,৬৪৩

ছাত্রাবাস

এই বিশ্ববিদ্যালয়ে থাকার ব্যবস্থা উপলব্ধ রয়েছে। ছাত্রাবাসগুলি নিম্নরূপ (বিদেশী শিক্ষার্থীদের জন্য পৃথক ছাত্রাবাস):

স্থায়ী ক্যাম্পাস (কুমিরা):

  • হযরত আবু বকর (আর.এ) হল
  • হযরত উমর (রা।) হল
  • হজরত উসমান (আর.এ) হল
  • হজরত আলী (আর। এ) হল (নির্মাণাধীন)

চট্টগ্রাম শহর:

  • প্রশান্তী ভবান
ক্যম্পাস ছাত্রাবাস সংখ্যা
চট্টগ্রাম শহর পুরুষ
থায়ী ক্যাম্পাস (কুমিরা) পুরুষ

ছাত্র সংগঠন

এখানে নিন্মলিখিত ছাত্র সংগঠন রয়েছে:

  • আইআইইউসি বিতর্ক আইআইইউসি
  • আইআইইউসি আইন ক্লাব
  • আইআইইউসি EEE ক্লাব
  • আইআইইউসি কম্পিউটার ক্লাব
  • আইআইইউসি টেলিকম ক্লাব
  • আইআইইউসি রোবোটিক্স ক্লাব
  • আইআইইউসি দাওয়াহ ক্লাব
  • আইআইইউসি কোরআন বিজ্ঞান ক্লাব
  • আইআইইউসি ফটোগ্রাফি ক্লাব
  • আইআইইউসি ক্রীড়া ক্লাব
  • আইআইইউসি সাংস্কৃতিক ক্লাব
  • আইআইইউসি ব্যবসায় ক্লাব
  • আইআইইউসি ফার্মা ক্লাব
  • রোভার স্কাউট
  • আইআইইউসি ভাষা ক্লাব

তথ্যসূত্র

  1. বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ আগস্ট ২০১৫ তারিখে ইউজিসি
  2. http://www.iiuc.ac.bd/
  3. http://www.reportbd.com/blogs/4/List-of-Private-Universities-in-Bangladesh.html
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৭ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৬
  5. http://bdlaws.minlaw.gov.bd/print_sections_all.php?id=10
  6. আইন অনুষদ, IIUC
  7. http://www.iiuc.ac.bd/Facants/factory_business_studies.html
  8. [http://www.iiuc.ac.bd/Facants/factory_shariah.html অনুষদ শরিয়াহ ও ইসলামী শিক্ষা, IIUC

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.