অ্যাঙ্গোলা আভান্তি!
অ্যাঙ্গোলা আভান্তি! (পর্তুগিজ: Angola Avante!; ইংরেজি: Forward Angola!) অ্যাঙ্গোলার জাতীয় সঙ্গীত। এই গানের কথা দিয়েছেন মানুয়েল রুই আলভেস মোন্তেইরো (১৯৪১-) সালে এবং সুর দিয়েছেন রুই আলবের্তো ভিএরা দিয়াস মিঙ্গাস (১৯৩৯-) সালে।[1][2]
অ্যাঙ্গোলা আভান্তি! | |
---|---|
![]() | |
![]() | |
কথা | ম্যানুয়েল রুই আলভেস মোন্তেইরো |
সুর | রুই আলবের্তো ভিয়েরা দিয়াস মিঙ্গাস |
গ্রহণের তারিখ | ১৯৭৫ |
এইটি পর্তুগাল থেকে স্বাধীনতার ওপর ১৯৭৫ সালে অবলম্বন করা হয়েছিল।
গানের কথা
গানের কথা অ্যাঙ্গোলার ভাষায় | ইংরেজি অনুবাদ | বাংলা অনুবাদ |
---|---|---|
প্রথম স্তবক | ||
Ó Pátria, nunca mais esqueceremos |
O Fatherland, we shall never forget |
হে পিতৃভূমি, আমরা কখনো ভুলব না |
গায়কদল | ||
Angola, avante! |
Forward, Angola! |
অ্যাঙ্গোলা সামনে! |
দ্বিতীয় স্তবক | ||
Levantemos nossas vozes libertadas |
Let us raise our liberated voices |
চলো, মুক্তির আওয়াজ জোরে করি |
গায়কদল | ||
Angola, avante! |
Forward, Angola! |
অ্যাঙ্গোলা সামনে! |