কিকো কাসিয়া

ফ্রান্সিস্কো "কিকো" কাসিয়া কর্তেস (স্পেনীয় উচ্চারণ: [ˈkiko kaˈsiʎa]; জন্ম: ২ অক্টোবর ১৯৮৬) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবলার, যিনি ইংরেজ ক্লাব লিডস ইউনাইটেড এবং স্পেন জাতীয় ফুটবল দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।

কিকো কাসিয়া
২০১৫ সালে এস্পানিওলের হয়ে খেলছেন কাসিয়া
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফ্রান্সিস্কো কাসিয়া কর্তেস[1]
জন্ম (1986-10-02) ২ অক্টোবর ১৯৮৬[1]
জন্ম স্থান আলকোভার, স্পেন
উচ্চতা ১.৯১ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)[1]
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব লিডস ইউনাইটেড
জার্সি নম্বর ১৩
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০০০ হিমনাস্তিক
২০০০–২০০৪ রিয়াল মাদ্রিদ
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৪–২০০৬ রিয়াল মাদ্রিদ সি (০)
২০০৬–২০০৭ রিয়াল মাদ্রিদ বি (০)
২০০৭–২০০৮ এস্পানিওল বি ২৫ (০)
২০০৮–২০১৫ এস্পানিওল ১১৫ (০)
২০০৮–২০১০কাদিজ (ধার) ৬৬ (০)
২০১০–২০১১কার্তাগেনা (ধার) ৩৫ (০)
২০১৫– রিয়াল মাদ্রিদ ২৫ (০)
২০১৯– লিডস ইউনাইটেড (০)
জাতীয় দল
২০০৫ স্পেন অনূর্ধ্ব-১৯ (০)
২০০৮ স্পেন অনূর্ধ্ব-২১ (০)
২০১৪– স্পেন (০)
২০১০– কাতালোনিয়া (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ৯ মে ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ১৮ নভেম্বর ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক।

তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলার মাধ্যমে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন, কিন্তু সেসময় তিনি বদলি দলের একজন সদস্য হিসেবে দলে ছিলেন। অতঃপর তিনি স্পেনীয় ক্লাব এস্পানিওলে যোগদান করেন, যেখানে তিনি ৬ মৌসুমে ১২৬টি ম্যাচ খেলেছেন। অবশেষে তিনি তার পুরাতন ক্লাবে ২০১৫ সালে যোগদান করেন, যার সাথে তিনি ৩টি উয়েফা চ্যাম্পিয়নস লীগ শিরোপা জয়লাভ করেছেন। তিনি বর্তমানে কেইলর নাভাসের বদলি গোলরক্ষক হিসেবে রিয়াল মাদ্রিদে খেলেতেন।চেলসি থেকে থিবো কোর্তোয়া আসার পর তৃতীয় পছন্দ হয়ে যান।

সম্মাননা

রিয়াল মাদ্রিদ

তথ্যসূত্র

  1. "FIFA Club World Cup UAE 2017: List of players: Real Madrid CF" (PDF)। FIFA। ১৬ ডিসেম্বর ২০১৭। পৃষ্ঠা 5। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৭
  2. "Real Madrid 2 Barcelona 0 (5–1 on aggregate): Woeful Barca dismissed as Zinedine Zidane's unstoppable side win Super Cup"The Daily Telegraph। ১৬ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৭
  3. "Cristiano Ronaldo free-kick fires Real Madrid to Club World Cup glory"The Guardian। ১৬ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.