২০২০ আইসিসি টি২০ বিশ্বকাপ
২০২০ আইসিসি টি২০ বিশ্বকাপ (এ আসর থেকেই উক্ত প্রতিযোগিতাটির নাম আইসিসি বিশ্ব টি২০ এর পরিবর্তে হয়ে যাচ্ছে আইসিসি টি২০ বিশ্বকাপ) হল আইসিসি কর্তৃক আয়োজিত টুয়েন্টি২০ ক্রিকেট প্রতিযোগিতার সপ্তম আসর।[2][3] এ আসরটি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছে।[4][5][6] উভয় দেশ আগে ১৯৯২ এবং ২০১৫ বিশ্বকাপ আয়োজন করেছিলো।[7] প্রতিযোগিতার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে[8]
তারিখ | ১৮ অক্টোবর – ১৫ নভেম্বর ২০২০ |
---|---|
ব্যবস্থাপক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | টুয়েন্টি২০ আন্তর্জাতিক |
আয়োজক | ![]() |
অংশগ্রহণকারী | ১৬ |
খেলার সংখ্যা | ৪৫[1] |
দল ও যোগ্যতা
২০১৮ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত, আয়োজক দল এবং আইসিসির পূর্ণ সদস্যদের মধ্যে ৯টি দলসহ মোট ১০টি দল সরাসরি ২০২০ প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করবে।[9][10] উক্ত ১০টি দলের মধ্যে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ৮টি দল প্রতিযোগিতার সুপার ১২ পর্যায়ে অগ্রসর থাকবে। [9] শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সুপার ১২ এর যোগ্যতা অর্জন করেনি।[9] উক্ত দুটি দল ২০১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বাছাইকৃত ছয়টি দলের সাথে যুক্ত হবে।[9] আইসিসি টি২০আই চ্যাম্পিয়নশীপ-এর অপর দুটি দল সংযুক্ত আরব আমিরাত এবং নেপাল কেবল আঞ্চলিক প্রতিদ্বন্ধিতার মাধ্যমে যোগ্যতা অর্জন করতে পারবে।[6] গ্রুপ পর্যায় থেকে সেরা ৪টি দল পরবর্তীতে অগ্রসর হবে সুপার ১২ পর্যায়ে।[9]
বাছাইয়ের ধরন | তারিখ | মাঠ | কোটা | যোগ্য দল |
---|---|---|---|---|
আয়োজক দল | ১০ ফেব্রুয়ারি ২০১৫ | ১ | ![]() | |
আইসিসি টি২০আই চ্যাম্পিয়নশীপ (র্যাংকিংয়ে থাকা শীর্ষ ৯টি দল, আয়োজক দল ছাড়া, যারা বিগত মৌসুমের বিশ্ব টি২০ খেলেছে।)[9] |
৩১ ডিসেম্বর ২০১৮ | বিভিন্ন | ৯ | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
২০১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব | ১১ অক্টোবর – ৩ নভেম্বর ২০১৯ | ![]() |
৬ |
|
সর্বমোট | ১৬ |
মাঠ
২০১৮ এর জানুয়ারীতে আইসিসি ঘোষণা করে যে, নিম্নলিখিত মাঠগুলোতে খেলাগুলোর আয়োজন করা হবে:[11]
অ্যাডিলেড | ব্রিসবেন | জিলং | হোবার্ট |
---|---|---|---|
অ্যাডিলেড ওভাল | গাব্বা | কার্ডিনিয়া পার্ক | বেলেরিভ ওভাল |
ধারণক্ষমতা: ৫৩,৫০০ | ধারণক্ষমতা: ৪২,০০০ | ধারণক্ষমতা: ৩৪,০০০ | ধারণক্ষমতা: ২০,০০০ |
![]() | ![]() | ![]() | ![]() |
খেলা: ৬ (সেমি-ফাই:) | খেলা: ৪ | খেলা: ৬ | খেলা: ৮ |
মেলবোর্ন | পার্থ | সিডনি | |
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড | পার্থ স্টেডিয়াম | সিডনি ক্রিকেট গ্রাউন্ড | |
ধারণক্ষমতা: ১০০,০২৪ | ধারণক্ষমতা: ৬০,০০০ | ধারণক্ষমতা: ৪৬,০০০ | |
![]() | ![]() | ||
খেলা: ৭ (ফাইনাল) | খেলা: ৬ | খেলা: ৭ (সেমি-ফাই:) | |
খেলার সময়সূচী
২৯ জানুয়ারী ২০১৯, আইসিসি ২০২০ সালে অনুষ্ঠিতব্য পুরুষ ও মহিলা টি২০ বিশ্বকাপ খেলার সময়সূচী ঘোষণা করে।[12]
গ্রুপ পর্যায়
সকল সময় অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চল দিবালোক সংরক্ষণ সময় অনুযায়ী। (ইউটিসি+১১:০০)।
গ্রুপ এ
দল (গ্রুপ-এ) |
খে | জ | হা | ড্র | ফহ | প | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|
![]() |
০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০.০০০ |
![]() |
০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০.০০০ |
![]() |
০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০.০০০ |
![]() |
০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০.০০০ |
সুপার ১২ এ অগ্রসর।
গ্রুপ বি
দল |
খে | জ | হা | ড্র | ফহ | প | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|
![]() |
০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০.০০০ |
![]() |
০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০.০০০ |
![]() |
০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০.০০০ |
![]() |
০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০.০০০ |
সুপার ১২-এ অগ্রসর।
সুপার ১২
গ্রুপ ১
দল |
খে | জ | হা | ড্র | ফহ | প | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|
![]() |
০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০.০০০ |
![]() |
০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০.০০০ |
![]() |
০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০.০০০ |
![]() |
০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০.০০০ |
A1 | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০.০০০ |
B2 | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০.০০০ |
সেমি-ফাইনালে অগ্রসর।
গ্রুপ ২
দল |
খে | জ | হা | ড্র | ফহ | প | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|
![]() |
০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০.০০০ |
![]() |
০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০.০০০ |
![]() |
০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০.০০০ |
![]() |
০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০.০০০ |
B1 | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০.০০০ |
A2 | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০.০০০ |
সেমি-ফাইনালে অগ্রসর।
নক-আউট পর্যায়
সেমি-ফাইনাল | ফাইনাল | ||||||||
১১ নভেম্বর ২০২০ — সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি। | |||||||||
নির্ধারিত হয়নি | |||||||||
নির্ধারিত হয়নি | ১৫ নভেম্বর ২০২০ – মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন। | ||||||||
সেমিফাইনাল ১ বিজয়ী | |||||||||
১২ নভেম্বর ২০২০ — অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড। | সেমিফাইনাল ২ বিজয়ী | ||||||||
নির্ধারিত হয়নি | |||||||||
নির্ধারিত হয়নি |
সেমি ফাইনাল
ফাইনাল
তথ্যসূত্র
- "Australia is next with two T20 World Cups coming in 2020"। International Cricket Council। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৯।
- "World T20 renamed as T20 World Cup"। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৯।
- "World T20 to be called T20 World Cup from 2020 edition: ICC"। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৯।
- "Australia and New Zealand to host World Twenty20 in 2020"। abcnet.au। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৫।
- "IPL now has window in ICC Future Tours Programme"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৯।
- "The road to the men's ICC World T20 Australia 2020 heads to Kuwait as regional qualification groups are confirmed"। International Cricket Council। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৯।
- "Australia to host 2020 World T20 solely"। cricbuzz.com।
- "No India-Pakistan game in group stage of 2020 T20 World Cup"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৯।
- "Direct qualifiers for ICC Men's T20 World Cup 2020 confirmed"। International Cricket Council। সংগ্রহের তারিখ ১ জানুয়ারী ২০১৯।
- "Afghanistan earn direct qualification in 2020 T20 World Cup"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১ জানুয়ারী ২০১৯।
- "Eight cities throughout Australia to host ICC World T20 2020"। International Cricket Council। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারী ২০১৮।
- "ICC Men's T20 World Cup 2020 fixtures announced" (ইংরেজি ভাষায়)। International Cricket Council। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারী ২০১৯।