করিমগঞ্জ
করিমগঞ্জ (উচ্চারণ:ˌkærɪmˈgʌnʤ) (সিলেটি: ꠇꠞꠤꠝꠉꠂꠘ꠆ꠎ, অসমীয়া: কৰিমগঞ্জ) হচ্ছে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার একটি শহর। এটি হচ্ছে জেলার প্রধান শহর এবং জেলা প্রশাসনিক সদরদপ্তর।

করিমগঞ্জ জংশন রেলপথ স্টেশন

'করিমগঞ্জ জেলার সবুজ প্রকৃতি, প্রধানত কৃষিভিত্তিক জেলা
করিমগঞ্জ ꠇꠞꠤꠝꠉꠂꠘ꠆ꠎ | |
---|---|
শহর | |
![]() ![]() করিমগঞ্জ | |
স্থানাঙ্ক: ২৪.৮৭° উত্তর ৯২.৩৫° পূর্ব | |
Country | ![]() |
State | অসম |
District | করিমগঞ্জ |
উচ্চতা | ১৩ মিটার (৪৩ ফুট) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৫২,৩১৬ |
Languages | |
• Official | বাংলা |
সময় অঞ্চল | IST (ইউটিসি+5:30) |
ওয়েবসাইট | karimganj |
Nilmoni road |
প্রচারমাধ্যম
করিমগঞ্জের স্থানীয় দুটি পত্রিকা হচ্ছে
- দৈনিক নববার্তা প্রসঙ্গ এবং
- দৈনিক সাময়ীক প্রসঙ্গ
রাজনীতি
করিমগঞ্জ পাঁচটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। সেগুলো হচ্ছে করিমগঞ্জ উত্তর, করিমগঞ্জ দক্ষিণ, বদরপুর, পাথারকান্দি এবং রাতাবাড়ি। এগুলোর সবগুলোই করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[1]
বিখ্যাত ব্যক্তি
- সৈয়দ মুজতবা আলী: বিখ্যাত বাঙালি লেখক, একাদেমীশিয়ান এবং পণ্ডিত।
- মহবুবুর রব চৌধুরী (জন্মঃ ২৯.০১.১৯১৫ খ্রীঃ মৃত্যুঃ ০৬.০১.১৯৯৭ খ্রীঃ) প্রবীণ এ স্বাধীনতা সংগ্রামী পাথারকান্দী থানার ধলছড়া চৌধুরী বাড়ীর সু-সন্তান ছিলেন।তিনি স্বাধীনতা পরবর্তী সময়ে গ্রাম পঞ্চায়েতের প্রেসিডেন্ট, আঞ্চলিক পঞ্চায়েতের প্রেসিডেন্ট, করিমগঞ্জ মহকুমা পরিষদ ও স্কুল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।এছাড়া তিনি সত্তরের দশকে একবার নির্দল প্রার্থী হিসেবে পাথারকান্দী আসনে বিধান সভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নিকটতম প্রার্থী হিসেবে পরাজিত হন।
তথ্যসুত্র
- "List of Parliamentary & Assembly Constituencies" (PDF)। Assam। Election Commission of India। ৪ মে ২০০৬ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০০৮।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.