ডিমা হাছাও জেলা
ডিমা হাছাও জেলা (অসমীয়া: ডিমা হাছাও জিলা) (ইংরেজি: Dima Hasao district (DHD); (উচ্চারণ: ˈdɪmə həˈsaʊ) — আগের নাম উত্তর কাছাড় পার্বত্য জেলা (অসমীয়া: উত্তৰ কাছাৰ পাৰ্বত্য জিলা) — উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের সাতাশটি জেলার ভিতরে একটি। ২০১১ সালের লোকগণনা অনুসারে আসামের ২৭টি জেলার ভেতরে এই জেলা সবচেয়ে কম জনবসতিপূর্ণ।[1] ডিমাছা ভাষার শব্দ "ডিমা হাছাও"-এর অর্থ হচ্ছে "ডিমাছা পর্বত"।
দিমা হাসাও জেলা উত্তর কাছাড় পাৰ্বত্য জেলা | |
---|---|
জেলা | |
দিমা হাসাও জেলার "খোবাক" নামক গ্রামের একটি দৃশ্য | |
![]() দিমা হাসাও জেলার অবস্থান | |
দেশ | ![]() |
রাজ্য | আসাম |
সদর | হাফলং |
আয়তন | |
• মোট | ৪৮৯০ কিমি২ (১৮৯০ বর্গমাইল) |
জনসংখ্যা (2011) | |
• মোট | ২,১৩,৫২৯ |
• জনঘনত্ব | ৪৪/কিমি২ (১১০/বর্গমাইল) |
সময় অঞ্চল | ভারতীয় মান সময় (ইউটিসি+5:30) |
ওয়েবসাইট | nchills.nic.in |
ইতিহাস
অবস্থান
অৱস্থান
অসমের দক্ষিণ অংশে ডিমা হাছাও জিলার অৱস্থান। অক্ষাংশ ২৫° ৩’’ উ.-ৰপৰা ২৫° ৪৭’’’’ উত্তর অক্ষাংশ এবংদ্রাঘিমাংশ ৯২° ৩৭ পূ-ৰপৰা ৯৩° ১৭’’‘’ পূর্ব পর্যন্ত বিস্তৃত। মোট আয়তন ৪৮৯০ বর্গকিলোমিটার। পূব অংশের উচ্চতা ৬০০ - ৯০০ মিটার এবং উত্তর অংশের উচ্চতা ১০০০ - ১৮৬৬ মিটার।[2]) (উচ্চতা: ১৮৬৬ মিটাৰ)।[3]
জলবায়ু
ভূগোল
প্ৰশাসন
জনগোষ্ঠী
দৰ্শনীয় স্থান
তথ্যসূত্র
- "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।
- http://nchills.gov.in/NCHILLS-PROFILE.htm ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে আহৰণ কৰা তাৰিখ: ১৭-০৬-২০১২
- http://incredibleassam.in/html/Geography.htm ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ আগস্ট ২০১১ তারিখে আহৰণ কৰা তাৰিখ ১৭-০৬-২০১২
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.