ডিমা হাছাও জেলা

ডিমা হাছাও জেলা (অসমীয়া: ডিমা হাছাও জিলা) (ইংরেজি: Dima Hasao district (DHD); (উচ্চারণ: ˈdɪmə həˈsaʊ) — আগের নাম উত্তর কাছাড় পার্বত্য জেলা (অসমীয়া: উত্তৰ কাছাৰ পাৰ্বত্য জিলা) — উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের সাতাশটি জেলার ভিতরে একটি। ২০১১ সালের লোকগণনা অনুসারে আসামের ২৭টি জেলার ভেতরে এই জেলা সবচেয়ে কম জনবসতিপূর্ণ।[1] ডিমাছা ভাষার শব্দ "ডিমা হাছাও"-এর অর্থ হচ্ছে "ডিমাছা পর্বত"।

দিমা হাসাও জেলা
উত্তর কাছাড় পাৰ্বত্য জেলা
জেলা
দিমা হাসাও জেলার "খোবাক" নামক গ্রামের একটি দৃশ্য
দিমা হাসাও জেলার অবস্থান
দেশ ভারত
রাজ্যআসাম
সদরহাফলং
আয়তন
  মোট৪৮৯০ কিমি (১৮৯০ বর্গমাইল)
জনসংখ্যা (2011)
  মোট২,১৩,৫২৯
  জনঘনত্ব৪৪/কিমি (১১০/বর্গমাইল)
সময় অঞ্চলভারতীয় মান সময় (ইউটিসি+5:30)
ওয়েবসাইটnchills.nic.in

ইতিহাস

অবস্থান

অৱস্থান

অসমের দক্ষিণ অংশে ডিমা হাছাও জিলার অৱস্থান। অক্ষাংশ ২৫° ৩’’ উ.-ৰপৰা ২৫° ৪৭’’’’ উত্তর অক্ষাংশ এবংদ্রাঘিমাংশ ৯২° ৩৭ পূ-ৰপৰা ৯৩° ১৭’’‘’ পূর্ব পর্যন্ত বিস্তৃত। মোট আয়তন ৪৮৯০ বর্গকিলোমিটার। পূব অংশের উচ্চতা ৬০০ - ৯০০ মিটার এবং উত্তর অংশের উচ্চতা ১০০০ - ১৮৬৬ মিটার।[2]) (উচ্চতা: ১৮৬৬ মিটাৰ)।[3]

জলবায়ু

ভূগোল

প্ৰশাসন

জনগোষ্ঠী

দৰ্শনীয় স্থান

তথ্যসূত্র

  1. "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০
  2. http://nchills.gov.in/NCHILLS-PROFILE.htm ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে আহৰণ কৰা তাৰিখ: ১৭-০৬-২০১২
  3. http://incredibleassam.in/html/Geography.htm ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ আগস্ট ২০১১ তারিখে আহৰণ কৰা তাৰিখ ১৭-০৬-২০১২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.