বড়পেটা জেলা

বড়পেটা জেলা (ইংরেজি: Barpeta District অসমীয়া: বৰপেটা জিলা) আসামের প্ৰশাসনিক জেলা সমূহের ভিতর একটি উল্লেখযোগ্য জেলা। জেলাটির সদর কাৰ্যালয়সমূহ বড়পেটাতে অবস্থিত। জেলাটি আসামের মোট ৩২৪৫ বৰ্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত এবং এর জনসংখ্যা ১,৬৪২,৪২০ জন (২০০১ সালের জনগণনা অনুসারে)।

বড়পেটা জেলা
বৰপেটা জিলা (বরপেটা জিলা)
আসামের জেলা
পাটবাউসীস্থিত সত্ৰর তোরণ
আসামে বড়পেটা জেলার অবস্থান
ভারতের জেলাআসাম
দেশভারত
সদরবড়পেটা
আসনবরপেটা
আয়তন
  মোট৩২৪৫ কিমি (১২৫৩ বর্গমাইল)
জনসংখ্যা (2011)
  মোট১৬,৯৩,১৯০
  জনঘনত্ব৫২০/কিমি (১৪০০/বর্গমাইল)
সময় অঞ্চলIST (ইউটিসি+05:30)
আইএসও ৩১৬৬ কোডIN-AS-BA
ওয়েবসাইটhttp://barpeta.gov.in/

ইতিহাস

অবিভক্ত কামরূপ জেলাকে বিভক্ত করে ১৯৮৩ সালে বরপেটা জেলাটি গঠন করা হয়েছিল।[1] ব্ৰিটিশ শাসনামলে ১৮৪১ সালে অসামরিক মহকুমা সৃষ্টি হয়েছিল, জ’ন্‌ বাটলর প্ৰথম প্ৰশাসনিক বিষয়ে আছিল পুর্বের মহকুমাতে। বৰ্তমানের জেলাটির দুটি মহকুমা হয়েছে বরপেটা এবং বজালী। ২০০৪ সালের ১ জুন নতুন করে এটি গঠন হয়েছে বাক্সা জেলার কেইবাটাও অঞ্চল এর পাশে।[1]

ভূগোল

বরপেটা জিলার দক্ষিণে বয়ে গেছে ব্রক্ষ্মপুত্র নদ ।

জেলার গুৰুত্বপূৰ্ণ স্থাপনা

অৰ্থনীতি

মহকুমা

  1. বরপেটা
  2. মৈরামারা

জনবৈশিষ্ঠ্য

ভৌগলিক অবস্থিতি এবং ভুখণ্ড

আসামের এই জেলার মোট আয়তন ৩২৪৫ বৰ্গ কিলোমিটার। বরপেটা জেলার উত্তরে ভুটান পাহাড়, পূবে নলবাড়ি জেলা,দক্ষিণে কামরূপ এবং গোয়ালপাড়া, পশ্চিমে বঙাইগাঁও জেলা। বরপেটা জেলার অবস্থিতি হ’ল ২৬ ডিগ্ৰী ০৫ মিনিট উত্তর এবং ২৬ ডিগ্ৰী ৫৯ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৯০ ডিগ্ৰী ৩৯ মিনিট পূর্ব থেকে ৯১ ডিগ্ৰী ১৭ মিনিট পূর্ব দ্ৰাঘিমাংশ পর্যন্ত।

জলবায়ু

তথ্যসূত্ৰ

  1. Law, Gwillim (২০১১-০৯-২৫)। "Districts of India"Statoids। সংগ্রহের তারিখ ২০১১-১০-১১

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.