নলবাড়ি জেলা
নলবাড়ি জেলা (ইংরেজি: Nalbari) আসামের একটি প্ৰশাসনিক জেলা।
Nalbari district নলবাৰী জিলা | |
---|---|
District | |
![]() Nalbari district's location in Assam | |
Country | ![]() |
State | Assam |
Headquarters | Nalbari |
সময় অঞ্চল | IST |
ওয়েবসাইট | http://nalbari.nic.in/ |
ভৌগোলিক বিবরণ
জেলাটির আয়তন হচ্ছে ৯৯৯.৯০ বৰ্গ কিঃমিঃ।[1] ২০০১ সনের লোকগণনা মতে জিলার মোট জনসংখ্যা ১১৩৮১৮৪ জন।[1][2] বাৰ্ষিক বৃষ্টিপাত হচ্ছে ১৫০০ মিঃমিঃ এবং গড় আৰ্দ্ৰতা ৮০%।
- চারিসীমা
- উত্তর বাক্সা জেলা।
- পূর্বে দরং জেলা এবং কামরূপ জেলা
- দক্ষিণে ব্ৰহ্মপুত্ৰ নদী
- পশ্চিমে বরপেটা জেলা।[2]
নদী-উপনদী
জেলার দক্ষিণ দিকে ব্ৰহ্মপুত্ৰ নদী বয়ে গেছে। অন্যান্য প্ৰধান নদী হ'ল পাগলদিয়া, নোনা, বরলীয়া, বুঢ়াদিয়া, টিহু।[2]
জন গাঁথনি
২০১১ সনের লোকগণনা অনুসারে নলবাড়ি জেলার জনসংখ্যা ৭৬৯,৯১৯ জন; এর মধ্যে পুরুষ ৩৯৫,৮০৪ জন এবং মহিলা ৩৭৪,১১৫ জন। মহিলার সংখ্যা প্ৰতি ১০০০ পুরুষের বিপরীতে ৯৪৫ জন। জন-ঘনত্ব প্ৰতি বৰ্গ কিঃমিঃ-এ ৭৬৩ জন। দশ বছরে জনসংখ্যা বৃদ্ধির হার ১১.৭৪%। স্বাক্ষরতার হার ৭৩.৮৫%।
তথ্যসূত্র
- "Nalbari - at a glance"। National Informatics Centre, Nalbari,Assam। ২৮ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগষ্ট ২০১৩।
- "Nalbari District Profile"। National Informatics Centre, Nalbari,Assam। ৩০ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগষ্ট ২০১৩।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.