তিনসুকিয়া

তিনসুকিয়া (Pron: ˌtɪnˈsʊkiə) (অসমীয়া: তিনিচুকীয়া) হচ্ছে ভারতের আসাম রাজ্যের তিনসুকিয়া জেলার একটি ছোট মিউনিসিপ্যাল শহর। তিনসুকিয়া হচ্ছে আসাম রাজ্যের আঞ্চলিক বাণিজ্যিক কেন্দ্র।

তিনসুকিয়া
Tinsukia

তিনিচুকীয়া
পুকুরের শহর
শহর
তিনসুকিয়ার পুকুর
তিনসুকিয়া
Tinsukia
তিনসুকিয়ার অবস্থান, ভারতের আসামে
স্থানাঙ্ক: ২৭.৫০০° উত্তর ৯৫.৩৬৭° পূর্ব / 27.500; 95.367
দেশ ভারত
প্রদেশআসাম
জেলাতিনসুকিয়া
উচ্চতা১১৬ মিটার (৩৮১ ফুট)
জনসংখ্যা (২০১১)
  মোট১,০৮,১২৩
ভাষা
  সরকারিঅসমীয়া
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
পিন৭৮৬১২৫
টেলিফোন কোড৯১-৩৭৪
যানবাহন নিবন্ধনএএস -২৩
ওয়েবসাইটwww.tinsukia.nic.in

অবস্থান

এটি গুয়াহাটি থেকে ৪৮০ কিলোমিটার (২৯৮ মা) উত্তর পূর্বে এবং অরুণাচল প্রদেশের সীমান্ত থেকে ৮৪ কিলোমিটার (৫২ মা) দূরে অবস্থিত।

ভূগোল

তিনসুকিয়া অবস্থিত ২৭.৫° উত্তর ৯৫.৩৭° পূর্ব / 27.5; 95.37 অক্ষাংশ ও দ্রাঘিমাংশে।[1] এই স্থান সমুদ্র সমতল গড় ১১৬ মিটার (৩৮০ ফুট) উচ্চতায় অবস্থিত।

পর্যটন স্থান

পরিবহণ

আকাশপথে

নিকটবর্তী বিমানবন্দর হচ্ছে ডিব্রুগড় বিমানবন্দরনেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর সাথে সরাসরি যোগাযোগ আছে।

রেলপথে

তিনসুকিয়ায় মূলত ২ টি রেলওয়ে স্টেশন আছে। একটি নিউ তিনসুকিয়া জংশন এবং অন্যটি তিনসুকিয়া জংশন। নিউ তিনসুকিয়া জংশন থেকে দূরপাল্লার সুপারফাস্ট ও এক্সপ্রেস ট্রেন ছাড়ে। তিনসুকিয়া জংশন এর কৌশলগত তাৎপর্য রয়েছে। এটি উত্তর পূর্ব সীমান্তের অঞ্চলগুলোর সাথে যোগাযোগ স্থাপন করে। বর্তমানে উওরে ডোঙ্গারী ও পূর্বে লেডো পর্যন্ত রেল সম্প্রসারিত।

গ্যালারি

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.