মরিগাঁও জেলা
মরিগাঁও জেলা (অসমীয়া: মৰিগাঁও জিলা) (ইংরেজি: Marigaon district); (উচ্চারণ: mʌrɪˈgãʊ) হচ্ছে উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের সাতাশটি জেলার ভিতরে একটি। এজেলার সদরদপ্তর হচ্ছে মরিগাঁও। অতীতে মরিগাঁও নগাঁও জেলার অন্তৰ্গত ছিল। ১৯৮৯ সনে এটিকে স্বকীয় জেলারূপে স্বীকৃতি দেয়া হয়।
মরিগাঁও জেলা | |
---|---|
জেলা | |
![]() আসামের মানচিত্রে মরিগাঁও জেলার অবস্থান | |
দেশ | ![]() |
রাজ্য | অসম |
সদর | মরিগাঁও |
আয়তন | |
• মোট | ১৫৫০ কিমি২ (৬০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৯,৫৭,৮৫৩ |
সময় অঞ্চল | IST (ইউটিসি+5:30) |
ওয়েবসাইট | www.morigaon.nic.in |
ভূগোল
মরিগাঁও জেলার মোট আয়তন হচ্ছে ১,৭০৪ বৰ্গ কিঃমিঃ ৷ জেলার উত্তর দিকে ব্রহ্মপুত্র নদ, পূর্বদিকে নগাঁও জেলা, দক্ষিণ দিকে কার্বি আংলং জেলা এবং পশ্চিম দিকে কামরূপ মহানগর জেলা।
ইতিহাস
অবস্থান
জলবায়ু
প্ৰশাসন
জনগোষ্ঠী
দৰ্শনীয় স্থান
তথ্যসূত্র
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.