করিমগঞ্জ লোকসভা কেন্দ্র

করিমগঞ্জ লোকসভা নির্বাচনী এলাকা উত্তর-পূর্ব ভারতের, আসাম রাজ্যের ১৪ টি লোকসভা আসনের মধ্যে অন্যতম। এই আসনটি তফসিলি জাতি অন্তর্ভুক্ত প্রার্থীদের জন্য সংরক্ষিত করা হয়।

বিধানসভা খণ্ডসমূহ

করিমগঞ্জ লোকসভা সমষ্টি নিম্নলিখিত বিধানসভা খন্ডের মধ্যে গঠিত হয়ঃ-[1]

নির্বাচন সমষ্টি সংখ্যা নাম সংরক্ষিত (এসসি / এসটি / কোনটিই নয়) জেলা
রাতাবাড়ি তফসিলি করিমগঞ্জ
পাথারকান্দি কোনটিই নয় করিমগঞ্জ
উত্তর করিমগঞ্জ কোনটিই নয় করিমগঞ্জ
দক্ষিণ করিমগঞ্জ কোনটিই নয় করিমগঞ্জ
বদরপুর কোনটিই নয় করিমগঞ্জ
হাইলাকান্দি কোনটিই নয় হাইলাকান্দি
কাটলিছড়া কোনটিই নয় হাইলাকান্দি
আলগাপুর কোনটিই নয় হাইলাকান্দি

সংসদ সদস্যগণ

  • ১৯৬২: নিহার রঞ্জন লস্কর, ভারতীয় জাতীয় কংগ্রেস 
  • ১৯৬৭: নিহার রঞ্জন লস্কর, ভারতীয় জাতীয় কংগ্রেস 
  • ১৯৭১:  নিহার রঞ্জন লস্কর, ভারতীয় জাতীয় কংগ্রেস 
  • ১৯৭৭:  নিহার রঞ্জন লস্কর, ভারতীয় জাতীয় কংগ্রেস 
  • ১৯৮০: নিহার রঞ্জন লস্কর, ভারতীয় জাতীয় কংগ্রেস (ই) 
  • ১৯৮৪: সুদর্শন দাস, ভারতীয় কংগ্রেস (সমাজতন্ত্রী) 
  • ১৯৯১: দ্বারকা নাথ দাস, ভারতীয় জনতা পার্টি
  • ১৯৯৬: দ্বারকা নাথ দাস, ভারতীয় জনতা পার্টি
  • ১৯৯৮: নেপাল চন্দ্র দাস, ভারতীয় জাতীয় কংগ্রেস 
  • ১৯৯৯: নেপাল চন্দ্র দাস, ভারতীয় জাতীয় কংগ্রেস 
  • ২০০৪: ললিত মোহন শুক্লবৈদ্য, ভারতীয় জাতীয় কংগ্রেস 
  • ২০০৯: ললিত মোহন শুক্লবৈদ্য, ভারতীয় জাতীয় কংগ্রেস 
  • ২০১৪: রাধেশ্যাম বিশ্বাস, সৰ্ব ভারতীয় সংযুক্ত গণতান্ত্ৰিক মৰ্চা

নির্বাচনী ফলাফল

সাধারণ নির্বাচন, ২০০৪: করিমগঞ্জ
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস ললিত মোহন শুক্লবৈদ্য ৩২১,০৫৯ ৪৭.৮১
বিজেপি পরিমল শুক্লবৈদ্য ২২৯,১১১ ৩৪.১২
এজিপি নেপাল চন্দ্র দাস ১০৬,৫৪৬ ১৫.৮৭
স্বতন্ত্র বাবুল রাম দাস ৩,৯২৫ ০.৫৮
স্বতন্ত্র সুশীল কুমার দাস ৩,৬৪১ ০.৫৪
স্বতন্ত্র রাধা কান্ত তাঁতী ২,৮৬২ ০.৪৩
স্বতন্ত্র লোকেন্দ্র রায় ২,৩৮৬ ০.৩৬
স্বতন্ত্র বাবুল রায় ১,৯৬০ ০.২৯
সংখ্যাগরিষ্ঠতা ৯১,৯৪৮
ভোটার উপস্থিতি ৬৭১,৪৯১ ৬৮.৯১
কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

সাধারণ নির্বাচন ২০১৪

[2]

তথ্যসূত্র

  1. "List of Parliamentary & Assembly Constituencies" (PDF)আসাম (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ২০০৬-০৫-০৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০৫
  2. The Sentinel. 16 candidates file nomination in Karimganj ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৫-০৯-২৪ তারিখে

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.